/indian-express-bangla/media/media_files/2025/09/28/tilak-verma-half-century-2025-09-28-23-48-27.jpg)
টিম ইন্ডিয়ার হয়ে হাফসেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা
India vs Pakistan: শেষ হল ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025 Final)। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। খেতাবি লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন তিলক বর্মা (Tilak Verma)। শেষপর্যন্ত তিনি ৬৯ রানে অপরাজিত থাকেন। এই নিয়ে নবমবার এশিয়া কাপের খেতাব জয় করল ভারত। গোটা দেশজুড়ে আপাতত শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
Suryakumar Yadav Out Controversy: আদৌ আউট ছিলেন সূর্য? বিতর্কিত ক্যাচ নিয়ে একাধিক প্রশ্ন
টিম ইন্ডিয়ার জয় 'তিলক'
যেমনটা আশা করা হয়েছিল, ফাইনাল ম্য়াচে শুরুটা ঠিক তেমন করতে পারেনি টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট। গত তিন ম্য়াচে হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করলেও, ফাইনাল ম্য়াচে তিনি মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সূর্যকুমার যাদবও মাত্র ১ রান করে আউট হয়ে যান। এবারের টুর্নামেন্টে সূর্যের ব্যাট একেবারেই গর্জন করতে পারেনি। এরপর ফিরে যান টিম ইন্ডিয়ার অপর ওপেনার শুভমান গিলও। মাত্র ২০ রানের মধ্যে টিম ইন্ডিয়া তিনটে উইকেট হারিয়ে ফেলে। এরপর টিম ইন্ডিয়ার হাল ধরেন তিলক বর্মা। যে ম্য়াচে তাঁর জ্বলে ওঠার দরকার ছিল, সেখানেই তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন।
পাকিস্তানি ব্যাটারদের ফ্লপ পারফরম্য়ান্স
এই ম্য়াচে ব্যাট হাতে শুরুটা বেশ ভাল করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। প্রথম উইকেটে তাঁরা দুজনে ৯.৪ ওভারে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলে। এই ম্য়াচে সাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন। ইতিমধ্যে তিনি পাঁচটি বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকান। এর পাশাপাশি ফখর জামান ৩৫ বলে ৪৭ রান করেন। অন্যদিকে, সাইম আইয়ুব ১১ বলে করেন ১৪ রান। এরপর পাকিস্তানের বাকি ৮ ব্যাটার এক অঙ্কের রান করেই আউট হয়ে যান।
একটা সময় পাকিস্তান ২ উইকেট হারিয়ে ১১৩ রান করেছিল। কিন্তু, সেখান থেকে মাত্র ৩৩ রানের মধ্যে বাকি ৮ উইকেট পড়ে যায়। শুরুটা ভাল করেও পাকিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৯.১ ওভারের মধ্যেই গোটা দল গুটিয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব একাই ৪ উইকেট শিকার করেন। এছাড়া জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল দুটো করে উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us