/indian-express-bangla/media/media_files/2025/09/28/jasprit-bumrah-celebration-2025-09-28-22-20-00.jpg)
রউফকে আউট করার পর বুমরাহের সেলিব্রেশন
Jasprit Bumrah vs Haris Rauf: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2025 Final) ম্যাচে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। সঙ্গে জিতে নিয়েছেন সমর্থকদের হৃদয়ও। যদিও ফাইনাল (India vs Pakistan) ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ। পাকিস্তানি বোলার হ্যারিস রউফকে ক্লিন বোল্ড করে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। আর সেইসঙ্গে রউফের অভদ্রতার যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি। এই ম্য়াচে বুমরাহকে একেবারে আলাদাই মেজাজে দেখতে পাওয়া গেল।
প্রথমে এমন ইঙ্গিত করেছিলেন হ্যারিস রউফ
আসলে হ্যারিস রউফের উইকেট শিকার করার পর জসপ্রীত বুমরাহ যে ইঙ্গিত করেছিলেন, সেটার শুরুয়াত অবশ্য সুপার ফোর পর্বের ভারত-পাক ম্য়াচে রউফ শুরু করেছিলেন। সেইসময় তিনি ভারতীয় ইনিংস চলাকালীন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। সেখানে টিম ইন্ডিয়ার কয়েকজন সমর্থক তাঁকে বিরাট কোহলির নাম উল্লেখ করে উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন। জবাবে হ্যারিস রউফ ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে ফাইটার জেট ক্র্যাশ হওয়ার ইশারা করেছিলেন। যদিও আইসিসি পরবর্তীকালে হ্যারিসের এই অভদ্র আচরণের জন্য ৩০ শতাংশ ম্য়াচ ফি জরিমানা করেছিল।
IND vs PAK Asia Cup Final: ফের 'বেইজ্জত' পাকিস্তান, ফাইনালে মাস্টারস্ট্রোক সূর্যকুমারের!
দেখে নিন বুমরাহের ভিডিও:
Bumrah celebration against Rauf
— S.Bhai33 (@HPstanno1) September 28, 2025
Giving it back .😭 pic.twitter.com/TsqJ4J9Gbx
ফের লজ্জাজনক পারফরম্য়ান্স পাকিস্তানি ব্যাটারদের
ফাইনাল ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। এই ম্য়াচে তারা শুরুটা বেশ ভাল করেছিল। একটা সময় তারা ১ উইকেট হারিয়ে ১১৩ রান করে ফেলেছিল। এরপর ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। সঙ্গে ম্য়াচে ফিরল টিম ইন্ডিয়া। শেষ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
টিম ইন্ডিয়ার হয়ে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল দুটো করে উইকেট শিকার করেন। অন্যদিকে, কুলদীপ যাদব একাই শিকার করলেন ৪ উইকেট। প্রথম ৮ উইকেট তো ভারতীয় স্পিনাররাই শিকার করলেন। শেষ ২ উইকেট পেলেন জসপ্রীত বুমরাহ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us