IND vs PAK: বংশের রান-আউটের প্রবণতা! দুবাইয়ে ইমাম ফেরালেন ইনজামামের স্মৃতি

ভারত বনাম পাকিস্তান: IND vs PAK: ICC Champions Trophy, 2025: ইমাম-উল-হকের রান-আউট যেন তাঁর চাচা ইনজামাম-উল-হকের অগণিত রান-আউটের স্মৃতি ফিরিয়ে আনল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Imam-ul-Haq Run Out: ইমাম-উল-হক রানআউট

Imam-ul-Haq Run Out: ইমাম-উল-হক রানআউট। (ছবি- টুইটার)

IND vs PAK: ICC Champions Trophy, 2025: রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১০ম ওভারে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোতে রান-আউট হলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম যখন এ নিয়ে বলছেন, তখন তিনি ও সুনীল গাভাসকার মজার ছলে মন্তব্য করেন যে, 'উল হক পরিবারে রান-আউটের প্রবণতা বংশপরম্পরায় চলে আসছে!'

Advertisment

ইনজির বিখ্যাত রান-আউটের স্মৃতি

উল হক পরিবারে রান-আউটের এই ট্রেন্ডের শুরু ৯০-এর দশকে। ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে, লিডসের হেডিংলিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে, ইনজামাম এক অদ্ভুত রান-আউটে আউট হয়েছিলেন। ৪৭তম ওভারে ড্যামিয়েন ফ্লেমিংয়ের একটি ইয়র্কার বল মেরে দৌড়তে গিয়ে ইনজামাম ক্রিজের বাইরে পড়ে যান। নন-স্ট্রাইকার ওয়াসিম আকরাম তখন দৌড়ে স্ট্রাইকারের প্রান্তে পৌঁছনোর চেষ্টা করেন, কিন্তু ইনজির রান-আউট এড়ানো সম্ভব হয়নি।

এই ঘটনার কথা ওয়াসিম আকরাম পরে বহুবার বলেছিলেন এবং ইনজির প্রতিক্রিয়াও তিনি উল্লেখ করেছেন। আক্রম বলেন, পরে যাওয়ার পরে আউট হয়ে গিয়ে ইনজি তাঁকে প্রশ্ন করেন, 'ওয়াসিম ভাই, আপনি এখানে কী করছেন?'

Advertisment

ইনজির প্রতিক্রিয়া ও মজার স্মৃতি

এব্যাপারে, যখন নভজোত সিং সিধু আকরামকে প্রশ্ন করেন, তখন কিংবদন্তি ক্রিকেটার আকরাম জানান যে ইনজামাম বলেছিল, 'আমরা ঠিক করেছিলাম এক রান নেব, যাতে আমি ব্যাটিং করতে পারি। কিন্তু আমাকে বল তো, একজন ব্যাটসম্যান মাটিতে পড়ে গেল, তুমি সেটা না দেখেই দৌড়তে শুরু করলে? তুমি কি চোখ বন্ধ করে ছিলে? তুমি এটা কী করলে?'

পাকিস্তান সেই ম্যাচ ১০ রানে জিতেছিল। ইমাম-উল-হকও তেমনটাই চেয়েছিলেন। কিন্তু, তার এই রান-আউট পাকিস্তানের ভালো শুরুতে ধাক্কা দিয়েছিল।

রবিবারের ম্যাচে ভারতের দুর্দান্ত কামব্যাক

পাকিস্তানের দুই ওপেনার শুরুতে ভালো খেলছিলেন— ধীরস্থির ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করছিলেন। কিন্তু ভারতীয় দল শেষ ওভারগুলোতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে

  • হার্দিক পান্ডিয়া বাবর আজমকে কভার ড্রাইভ খেলতে লোভ দেখান, যার ফলে তিনি কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। পান্ডিয়া তাঁকে ক্রিকেটীয় রীতি ভেঙে বিদায়ও জানান!
  • এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত— অক্ষর প্যাটেলের দারুণ থ্রোতে ইমাম রান-আউট হন

ইনজামামের মতো অলসতা অবশ্য ইমামের মধ্যে ছিল না। তিনি বরং, রান নেওয়ার জন্য দৌড়েছিলেন। কিন্তু, তাঁর ব্যাট ক্রিজে পৌঁছনোর আগেই বল উইকেটে লাগে, ফলে ইমামের দৌড় বৃথা যায়। যা দেখে পাকিস্তানের অনেকেই হয়তো চুপচাপ ভেবেছেন— 'রান-আউট তো সত্যিই ওঁদের ব্যাটিং পরিবারে রক্তে মিশে আছে!'

রোহিতের ডিনারের প্রতিশ্রুতি ও ভারতের সমতা ফেরানো

এই রান-আউটের পর নিশ্চিতভাবেই রোহিত শর্মা দলের জন্য আরেকটি ডিনারের প্রতিশ্রুতি দিতে পারেন! ভারত দারুণভাবে পাওয়ারপ্লে শেষ করে পাকিস্তানকে ১০ ওভারে ৫২/২-এ নামিয়ে আনার জন্য

পাকিস্তানের পাওয়ারপ্লে বেশ ভালোই যাচ্ছিল—

  • বাবর আজম কয়েকটি ক্লাসিক ক্রিকেট শট খেলেছিলেন
  • হার্দিক পান্ডিয়ার বিপক্ষে একটি সুন্দর বাউন্ডারি মারেন
  • এরপর অক্ষরকে ডাউন দ্য ট্র্যাক এসে আরেকটি চার হাঁকান

আরও পড়ুন- পাকিস্তানের ৮ম উইকেটের পতন, কুলদীপ যাদবের বলে আউট নাসিম শাহ

ইমামও সতর্কতার সঙ্গে ব্যাট করছিলেন এবং পাকিস্তান প্রথম ১০ ওভার উইকেট না হারিয়ে ভালো রান করেই শেষ করবে বলে মনে হচ্ছিল। কিন্তু, সেটাই হতে দিলেন না নাছোড় ভারতীয় ক্রিকেটাররা। 

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team