IND vs PAK Highlights Cricket Score: পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ভারত

ভারত বনাম পাকিস্তান Highlights Score, Ind vs Pak Champions Trophy 2025 Highlights Cricket Score Online Today Match in bengali: টস জিতে ব্যাটিং করে পাকিস্তান ২৪১ রানে অলআউট। ভারতের জবাবী রান ২৪৪।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan, ভারত বনাম পাকিস্তান

India vs Pakistan: ভারত বনাম পাকিস্তান ম্যাচ। (গ্রাফিক্স- সন্দীপন দে)

India vs Pakistan, Champions Trophy 2025 Highlights Scorecard Updates in Bengali: জয়ের লক্ষ্যে ২৪২ রান তাড়া করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হল টিম ইন্ডিয়া। ৪২.৩ ওভারে ৪ উইকেটে ভারত তুলেছে ২৪৪ রান। যার ফলে, ৪৫ বল বাকি থাকতেই দল জয়ী হল। বিরাট কোহলি ১১১ বলে ৭টি চার-সহ সেঞ্চুরি করে এবং অক্ষর প্যাটেল ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকলেন। তার আগে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে। শাহিন আফ্রিদির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে একটি চার-সহ ৮ রান করেছেন। খুশদিল শাহর বলে ইমাম-উল-হকের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। তিনি ৬৭ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ৫৬ রান করেছেন। এর আগে আবরার আহমেদের বলে বোল্ড হন শুভমান গিল। তিনি ৫২ বলে ৭টি চার-সহ ৪৬ রান করেছেন। ১০০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। ভারতের প্রথম উইকেটের পতন হয় দলের ৩১ রানের মাথায়। শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ২০ রানের মাথায় বোল্ড হন দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫ বল খেলে ৩টি চার এবং ১টি ছয় মেরেছেন।

Advertisment

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১০ উইকেটে (অল আউট) ৪৯.৪ ওভারে তোলে ২৪১ রান। আবরার আহমেদ বিনা রানে অপরাজিত থেকে গেলেন। কিন্তু, হর্ষিত রানার বলে খুশদিল শাহ বিরাট কোহলির হাতে ধরা পড়েন। খুশদিল ৩৯ ওভারে ২টি ছয়-সহ করেছেন ৩৮ রান। হ্যারিস রউফকে রান আউট করেন অক্ষর প্যাটেল। রউফ সেই সময় ৭ বলে ১টি ছয়-সহ করেছিলেন ৮ রান। কুলদীপ যাদবের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন নাসিম শাহ। তিনি ১৬ বলে ১টি চার-সহ ১৪ রান করেন।

কুলদীপ যাদবের বলে বিনা রানেই এলবিডব্লিউ হন শাহিন আফ্রিদি। ২০০ রানের মাথায় ৭ম উইকেট হারায় পাকিস্তান। ২৪ বলে ১৯ রান করে কুলদীপ যাদবের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন সলমন আলি আগা। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তৈয়ব তাহির। তিনি ৬ বলে ৪ রান করেন। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সৌদ শাকিল। তিনি ৭৬ বলে ৫টি চার-সহ ৬২ রান করেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক-অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ৭৭ বলে ৩টি চার-সহ ৪৬ রান করেন। এর আগে

অক্ষর প্যাটেল রান আউট করেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। তার আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। 

Advertisment

 পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আহত ফখর জামানের জায়গায় ওপেনার ইমাম-উল-হক খেলছেন। অন্যদিকে, ভারত গত ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে। এই ট্রফির প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়েছে। আর, পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ফলে, এই ম্যাচের ফলাফল ঘোষিত হওয়ার আগে ভারত এগিয়ে আছে পাকিস্তানের থেকে।

দুই দলের একাদশ

ভারতীয় একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান একাদশ: 
ইমাম-উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক/অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ

  • Feb 23, 2025 22:07 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: রোহিত শর্মা এখন একদিনের ক্রিকেটে দ্রুততম ৯,০০০ রান করা ওপেনার

    ভারত-পাকিস্তান ম্যাচে রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার তথা অধিনায়ক রোহিত শর্মা। তিনি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন! হলেন, একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৯,০০০ রান করা ওপেনার। একদিনের ক্রিকেটে মাত্র ১৮১ ইনিংসে ৯,০০০ রান পূর্ণ করে ইতিহাস গড়লেন। এর মাধ্যমে তিনি সবচেয়ে দ্রুত ৯,০০০ রান করা ওপেনার হিসেবে শচীন টেন্ডুলকারের আগের রেকর্ড ভেঙে দিলেন।

    বিস্তারিত: ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ডও! রোহিত শর্মা এখন একদিনের ক্রিকেটে দ্রুততম ৯,০০০ রান করা ওপেনার



  • Feb 23, 2025 21:52 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ভারত

    জয়ের লক্ষ্যে ২৪২ রান তাড়া করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হল টিম ইন্ডিয়া। ৪২.৩ ওভারে ৪ উইকেটে ভারত তুলেছে ২৪৪ রান। যার ফলে, ৪৫ বল বাকি থাকতেই দল জয়ী হল। বিরাট কোহলি ১১১ বলে ৭টি চার-সহ সেঞ্চুরি করে এবং অক্ষর প্যাটেল ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকলেন। তার আগে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে। শাহিন আফ্রিদির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে একটি চার-সহ ৮ রান করেছেন। খুশদিল শাহর বলে ইমাম-উল-হকের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। তিনি ৬৭ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ৫৬ রান করেছেন। এর আগে আবরার আহমেদের বলে বোল্ড হন শুভমান গিল। তিনি ৫২ বলে ৭টি চার-সহ ৪৬ রান করেছেন। ১০০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। ভারতের প্রথম উইকেটের পতন হয় দলের ৩১ রানের মাথায়। শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ২০ রানের মাথায় বোল্ড হন দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫ বল খেলে ৩টি চার এবং ১টি ছয় মেরেছেন।



  • Feb 23, 2025 21:42 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ৪র্থ উইকেটের পতন, ৮ রানে বিদায় হার্দিকের

    ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটল। শাহিন আফ্রিদির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে একটি চার-সহ ৮ রান করেছেন। খুশদিল শাহর বলে ইমাম-উল-হকের হাতে ধরা পড়েছেন শ্রেয়স আইয়ার। তিনি ৬৭ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ৫৬ রান করেছেন। এর আগে আবরার আহমেদের বলে বোল্ড হন শুভমান গিল। তিনি ৫২ বলে ৭টি চার-সহ ৪৬ রান করেছেন। ১০০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। তার আগে জয়ের জন্য ২৪২ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটের পতন হয় দলের ৩১ রানের মাথায়। শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ২০ রানের মাথায় বোল্ড হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫ বল খেলে ৩টি চার এবং ১টি ছয় মেরেছেন।



  • Feb 23, 2025 21:33 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ৩য় উইকেটের পতন, অর্ধশতক করে বিদায় শ্রেয়সের

    ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটল। খুশদিল শাহর বলে ইমাম-উল-হকের হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। তিনি ৬৭ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে ৫৬ রান করেছেন। এর আগে আবরার আহমেদের বলে বোল্ড হন শুভমান গিল। তিনি ৫২ বলে ৭টি চার-সহ ৪৬ রান করেছেন। ১০০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। তার আগে জয়ের জন্য ২৪২ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটের পতন হয় দলের ৩১ রানের মাথায়। শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ২০ রানের মাথায় বোল্ড হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫ বল খেলে ৩টি চার এবং ১টি ছয় মেরেছেন।



  • Feb 23, 2025 20:46 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: দুবাইয়ে বিরাটের বিরাট রেকর্ড! শচীনকে টক্কর দিয়ে ঢুকলেন ১৪ হাজারি ক্লাবে

    চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি! ভারতীয় ব্যাটসম্যান রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একদিনের ক্রিকেটে ১৪,০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন। তিনি সবচেয়ে কম ইনিংস খেলে এই বিপুল রানের সীমানায় প্রবেশ করলেন।

    আরও পড়ুন- দুবাইয়ে বিরাটের বিরাট রেকর্ড! শচীনকে টক্কর দিয়ে ঢুকলেন ১৪ হাজারি ক্লাবে



  • Feb 23, 2025 20:15 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ২য় উইকেটের পতন, ফিরলেন শুভমান গিল

    আবরার আহমেদের বলে বোল্ড হলেন শুভমান গিল। তিনি ৫২ বলে ৭টি চার-সহ ৪৬ রান করেছেন। ১০০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া। এর আগে জয়ের জন্য ২৪২ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটের পতন হয় দলের ৩১ রানের মাথায়। শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ২০ রানের মাথায় বোল্ড হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫ বল খেলে ৩টি চার এবং ১টি ছয় মেরেছেন।



  • Feb 23, 2025 19:52 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: স্ত্রীর সঙ্গে খুনসুটি, সতীর্থদের উৎসাহদান, ভারত-পাক ম্যাচে মন জিতলেন বুমরা

    ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত বনাম পাকিস্তান মহারণের সময় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে ভারতীয় দলকে উৎসাহ দিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক লড়াই দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শক। খেলার মধ্যে যখন জসপ্রীত বুমরাহকে মাঠে উপস্থিত দেখা যায়, তখন গোটা স্টেডিয়ামে চিৎকার ও উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।

    বিস্তারিত- স্ত্রীর সঙ্গে খুনসুটি, সতীর্থদের উৎসাহদান, ভারত-পাক ম্যাচে মন জিতলেন বুমরা



  • Feb 23, 2025 19:17 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ১ম উইকেটের পতন, ফিরলেন রোহিত শর্মা

    জয়ের জন্য ২৪২ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটের পতন হল। শাহিন আফ্রিদির বলে বোল্ড হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৩টি চার এবং ১টি ছয় মেরেছেন। দলের ৩১ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন হল।



  • Feb 23, 2025 18:39 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: দুবাইয়ে ইমাম ফেরালেন ইনজামামের স্মৃতি

    রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১০ম ওভারে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোতে রান-আউট হলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম যখন এ নিয়ে বলছেন, তখন তিনি ও সুনীল গাভাসকার মজার ছলে মন্তব্য করেন যে, 'উল হক পরিবারে রান-আউটের প্রবণতা বংশপরম্পরায় চলে আসছে!'

    বিস্তারিত- বংশের রান-আউটের প্রবণতা! দুবাইয়ে ইমাম ফেরালেন ইনজামামের স্মৃতি



  • Feb 23, 2025 18:28 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তান ১০ উইকেটে ৪৯.৪ ওভারে ২৪১

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১০ উইকেটে ৪৯.৪ ওভারে তুলল ২৪১ রান। হর্ষিত রানার বলে খুশদিল শাহ বিরাট কোহলির হাতে ধরা পড়েন। খুশদিল ৩৯ ওভারে ২টি ছয়-সহ করেছেন ৩৮ রান। হ্যারিস রউফকে রান আউট করেন অক্ষর প্যাটেল। রউফ সেই সময় ৭ বলে ১টি ছয়-সহ করেছিলেন ৮ রান। কুলদীপ যাদবের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন নাসিম শাহ। তিনি ১৬ বলে ১টি চার-সহ ১৪ রান করেন। কুলদীপ যাদবের বলে বিনা রানেই এলবিডব্লিউ হন শাহিন আফ্রিদি। ২০০ রানের মাথায় ৭ম উইকেট হারায় পাকিস্তান। ২৪ বলে ১৯ রান করে কুলদীপ যাদবের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন সলমন আলি আগা। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তৈয়ব তাহির। তিনি ৬ বলে ৪ রান করেন। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সৌদ শাকিল। তিনি ৭৬ বলে ৫টি চার-সহ ৬২ রান করেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক-অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ৭৭ বলে ৩টি চার-সহ ৪৬ রান করেন। এর আগে অক্ষর প্যাটেল রান আউট করেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। তার আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান।



  • Feb 23, 2025 18:12 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের ৮ম উইকেটের পতন, কুলদীপ যাদবের বলে আউট নাসিম শাহ

    কুলদীপ যাদবের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন নাসিম শাহ। তিনি ১৬ বলে ১টি চার-সহ ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে বিনা রানেই এলবিডব্লিউ হন শাহিন আফ্রিদি। ২০০ রানের মাথায় ৭ম উইকেট হারাল পাকিস্তান। এর আগে ২৪ বলে ১৯ রান করে কুলদীপ যাদবের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন সলমন আলি আগা। তার আগে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তৈয়ব তাহির। তিনি ৬ বলে ৪ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সৌদ শাকিল। তিনি ৭৬ বলে ৫টি চার-সহ ৬২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলেই বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক-অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ৭৭ বলে ৩টি চার-সহ ৪৬ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেল রান আউট করেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেছেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। তার আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেছেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান।



  • Feb 23, 2025 17:50 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের ৭ম উইকেটের পতন, কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ শাহিন আফ্রিদি

    কুলদীপ যাদবের বলে বিনা রানে এলবিডব্লিউ হলেন শাহিন আফ্রিদি। ২০০ রানের মাথায় ৭ম উইকেট হারাল পাকিস্তান। এর আগে ২৪ বলে ১৯ রান করে কুলদীপ যাদবের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন সলমন আলি আগা। তার আগে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তৈয়ব তাহির। তিনি ৬ বলে ৪ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সৌদ শাকিল। তিনি ৭৬ বলে ৫টি চার-সহ ৬২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলেই বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক-অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ৭৭ বলে ৩টি চার-সহ ৪৬ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেল রান আউট করেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেছেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। তার আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেছেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান।



  • Feb 23, 2025 17:24 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের পরপর উইকেটের পতন, ফিরলেন তৈয়ব তাহির

    রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হলেন তৈয়ব তাহির। তিনি ৬ বলে ৪ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সৌদ শাকিল। তিনি ৭৬ বলে ৫টি চার-সহ ৬২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলেই বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক-অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ৭৭ বলে ৩টি চার-সহ ৪৬ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেল রান আউট করেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেছেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। তার আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেছেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান।



  • Feb 23, 2025 17:12 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের ৩য় উইকেটের পতন, ফিরলেন মহম্মদ রিজওয়ান

    ভাঙল দীর্ঘ জুটি, স্বস্তি টিম ইন্ডিয়ার। পাকিস্তানের ৩য় উইকেটের পতন হল। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেন পাকিস্তানের উইকেটরক্ষক-অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ৭৭ বলে ৩টি চার-সহ ৪৬ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেল রান আউট করেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেছেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ল পাকিস্তানের। এর আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেছেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।



  • Feb 23, 2025 16:49 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: চোটের আশঙ্কা ছড়িয়ে মাঠ ছাড়লেন মহম্মদ শামি

    শামি যখন নিজের তৃতীয় ওভার করতে ফেরেন, তখন তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। বিশেষ করে পায়ের অ্যাঙ্কল ও কাফের অংশ তিনি চেপে ধরেন। ফিজিও মাঠে ছুটে আসেন তাকে দেখতে। সেই ওভারে মাত্র তিন রান দেন শামি। পাঁচ ওভার শেষে পাকিস্তানের তখন বিনা উইকেটে ২৫ রান। সেই সময় শামি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান।

    বিস্তারিত পড়ুন- ভারতের দীর্ঘতম ওভার বল করলেন, চোটের আশঙ্কা ছড়িয়ে মাঠ ছাড়লেন মহম্মদ শামি



  • Feb 23, 2025 16:12 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতকে জেতাতে হোম-যজ্ঞ সল্টলেকের দত্তাবাদে

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। ম্যাচে ভারতকে জেতাতে হোম-যজ্ঞেরও আয়োজন হল সল্টলেকের দত্তাবাদে। রবিবার দুপুরে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। আর, পাকিস্তান তাদের প্রথম ম্যাচে করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ভারতীয় দল নিরাপত্তার খাতিরে পাকিস্তান সফর করেনি। সেই কারণে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং পাকিস্তান, দুই জায়গাতেই হচ্ছে। 

    এই সংক্রান্ত খবর পড়ুন- ইন্ডিয়া-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ, ভারতকে জেতাতে হোম-যজ্ঞ সল্টলেকের দত্তাবাদে



  • Feb 23, 2025 15:25 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন, ফিরলেন ইমাম-উল-হক

    পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হল। অক্ষর প্যাটেল রান আউট করলেন ইমাম উল হককে। ২৬ বলে ১০ রান করেছেন ইমাম। ১০ম ওভারে দলের ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ল পাকিস্তানের। এর আগে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেছেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।



  • Feb 23, 2025 15:15 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: পাকিস্তানের প্রথম উইকেটের পতন, ফিরলেন বাবর আজম

    পাকিস্তানের প্রথম উইকেটের পতন হল। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়লেন পাকিস্তানের অন্যতম ওপেনার বাবর আজম। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৩ রান করেছেন। ইনিংসের নবম ওভারে এবং দলের ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারাল পাকিস্তান।



  • Feb 23, 2025 14:31 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: ইয়ান বিশপ ও সুনীল গাভাসকারের পিচ রিপোর্ট

    যেখানে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছিল, সেই পিচ থেকে দুই উইকেট দূরে এই পিচ। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সমস্যা নেই, তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে গরমটা আরও বেশি লাগছে। মাঠের বাউন্ডারিটা চতুর্ভুজ। এটা ৭০ মিটার। আর আম্পায়ারের পিছনের দিক দিয়ে স্ট্রেট বাউন্ডারি হাঁকালে দৈর্ঘ্যটা পড়বে ৮১ মিটার।

    আগের ম্যাচেও পিচ কিছুটা ধীরগতির ছিল। রিস্ট-স্পিনারদের জন্য সামান্য বল ঘোরানোর সুযোগ আছে। মাঝে মধ্যে ফিঙ্গার স্পিনাররাও সুযোগ পেয়েছেন। তবে উইকেট বেশি পেয়েছিলেন পেসাররা। কারণ, বল ব্যাটে ঠিকমতো আসছিল না। তাঁরা ধীরগতির বাউন্সার খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলেন।

    বাংলাদেশ ম্যাচে মিডল ওভারে স্পিনাররা রান আটকে রেখেছিলেন। যে দল ভালো বোলিং করবে, তারা ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারবে। এই পিচে ছক্কা মারা সহজ হবে না। ২৭০ রানই যথেষ্ট স্কোর। 

     



  • Feb 23, 2025 14:25 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: অধিনায়করা যা বললেন

    রোহিত শর্মা টসের সময়:
    এই টস জেতাটা বড় ব্যাপার না। ওঁরা টস জিতেছে। তাই আমরা বোলিং করব। পিচটা আগের ম্যাচের মতোই দেখাচ্ছে, একটু ধীরগতির। আমাদের ব্যাটিং লাইনআপ অভিজ্ঞ। তাই জানি, যদি পিচ আরও স্লো হয়ে যায়, কীভাবে খেলতে হবে। পুরো দলের কাছ থেকে ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স চাই। শেষ ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল, এরকম সহজ থাকা সবসময়ই ভালো ব্যাপার। চাপের মধ্যে পড়ে নিজেদের পরীক্ষা করা দরকার। আমরা একই দল নিয়ে খেলছি।

    রিজওয়ান টসের সময়:
     আমরা ব্যাটিং করব, উইকেট ভালো মনে হচ্ছে। একটা ভালো টার্গেটে গিয়ে পৌঁছতে চাই। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিক খেলাটা খেলতে চাই। ছেলেরা এই পিচে খেলতে অভ্যস্ত। আমরা এখানে এর আগেও ভালো খেলেছি। আজও আমাদের সেরাটাই দিতে চাই। আমরা আগের ম্যাচ হেরেছি, তবে সেটা এখন অতীত। দলে একটাই পরিবর্তন এসেছে– ফখর বাদ পড়েছে, ইমাম দলে এসেছে।



  • Feb 23, 2025 14:20 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: টস জিতে ব্যাটিং নিল পাকিস্তান

    রবিবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে টসে জয়লাভের পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আহত ফখর জামানের জায়গায় ওপেনার ইমাম-উল-হক খেলছেন। অন্যদিকে, ভারত গত ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে।



  • Feb 23, 2025 14:20 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: দুই দলের একাদশ

    ভারতীয় একাদশ: 
    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

    পাকিস্তান একাদশ: 
    ইমাম-উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক/অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।



  • Feb 23, 2025 14:19 IST

    IND vs PAK Champions Trophy 2025 LIVE Cricket Score: নমস্কার! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত এবং পাকিস্তান। এই ট্রফির প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়েছে। আর, পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ফলে, এই ম্যাচের ফলাফল ঘোষিত হওয়ার আগে ভারত এগিয়ে আছে পাকিস্তানের থেকে।



cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team