পাকিস্তান: ১৪৯/৪
ভারত: ১৫১/৩
বিশ্বকাপ এলেই ভারতের কাছে হারাটা নিয়ম করে ফেলেছে পাকিস্তান। মহিলাদের টি২০ ওয়ার্ল্ড কাপেও গ্রুপ পর্বে সহজে ভারতের কাছে হারল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে কোনওরকমে বিসমা মাহরুফের হাফসেঞ্চুরিতে ভর করে ১৪৯ তুলেছিল পাকিস্তান। ভারত সেই রান তাড়া করল এক ওভার বাকি থাকতে। হাতে ৭ উইকেট নিয়ে।
ব্যাট হাতে ভারতকে জয়ে পৌঁছে দিলেন জেমিমা রদ্রিগেজ (৩৮ বলে ৫৩) এবং রিচা ঘোষ (২০ বলে ৩১)। তার আগে শেফালি ভার্মা-ও ২৫ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান।
আরও পড়ুন: টেনিস বলের ক্রিকেটে ফুটবল-ক্যাচ! তোলপাড় ফেলা অবিশ্বাস্য ক্যাচে স্তম্ভিত শচীন- ভন, দেখুন ভিডিও
দেড়শ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত শুরুটা খারাপ করেনি। তবে ওপেনার ইয়াশিকা ভাট ২০ বলে ১৭ করে আউট হয়ে গেলেও শেফালি ভার্মা ভারতের ইনিংসকে সচল রেখেছিলেন। প্রথম ৭ ওভারেই ভারত ৫০ তুলে ফেলে। তবে ভারতীয় ইনিংসের মাঝপথে ২৫ বলে ৩৩ করে শেফালি আউট হয়ে যাওয়ার পর সমস্যায় পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।
এরপরে ভারতের হাল ধরেন জেমিমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত কৌর। ক্যাপ্টেন হরমনপ্রীত আউট হয়ে যাওয়ার পরে শেষ ৬ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫৫ রান। তবে জেমিমা রদ্রিগেজের হাফসেঞ্চুরি এবং বঙ্গতনয়া রিচা ঘোষের বিগ হিটে ভর করে ভারত এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
তার আগে কেপটাউনে টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-তে মোটামুটি ভালোই করেন বিসমা মাহরুফরা। তবে মাঝের ওভারে ভারত পরপর বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেয় পাকিস্তানকে।
পাওয়ার প্লে-তে পাকিস্তানকে প্ৰথমে ধাক্কা দেন দীপ্তি শর্মা। তবে সবুজ জার্সিধারীরা ম্যাচে ফিরে আসে মুনিবা আলি এবং বিসমা মাহরুফের ব্যাটে ভর করে। পাওয়ার প্লে শেষ হতেই রাধা যাদব, পূজা ভাস্ত্রেকর পরপর আঘাত হানেন। এরপরে সিদ্রা আমিনের সঙ্গে জুটি বেঁধে পাক ইনিংসকে টেনে নিয়ে যান বিসমা মাহরুফ। সিঙ্গলস, টুজ নিয়ে স্কোরবোর্ড চালু রাখার কাজ করে যান দুজন। শেষে এই পার্টনারশিপে ভাঙন ধরান রাধা যাদব। রিভার্স সুইপ হাঁকাতে গিয়ে আউট হয়ে যান সিদ্রা আমিন।
এরপরে ব্যাট হাতে ঝড় তোলেন আয়েশা নাসিম (২৫ বলো ৪৩)। ইচ্ছামত বাইন্ডারি হাঁকিয়ে দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন। মাহরুফ (৫৫ বলে ৬৮) শেষ পর্যন্ত ফিফটি করে যান।
প্রথম ১০ ওভারে ভারতীয় বোলাররা কার্যত ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল পাকিস্তানকে। সেখান থেকে দারুণভাবে কামব্যাক করে যান মাহরুফরা। মাহরুফ-নাসিম দুজনে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান। শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলারদের ছাতু করে পাকিস্তান তুলেছিল ৫৮ রান।
তবে এত কিছু করেও শেষ পর্যন্ত ভারতের কাছে হার হজম করতে হল পাকিস্তানিদের।