Team India national anthem stops midway before IND vs SA 1st t20I: দক্ষিণ আফ্রিকায় প্রথম টি২০-র আগে জাতীয় সংগীত বন্ধ হয়ে যাওয়ায় চরম অস্বস্তির মধ্যে পড়লেন টিম ইন্ডিয়ার তারকারা। দর্শকরাও গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পরিষ্কার জানিয়েছেন, এমন ধরনের ঘটনা, 'মেনে নেওয়া যায় না।' উদ্যোক্তারা অবশ্য জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভারতের জাতীয় সংগীত মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টি২০ ম্যাচ শুরু থেকেই ছিল বিতর্কে ভরা। ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দুই দেশের দলের জাতীয় সংগীত বাজানো হয়। খেলোয়াড়রা মাঠে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় সংগীতের জন্য। সেই সময় প্রথমে সফরকারী দল বলে ভারতের জাতীয় সংগীত বাজানো শুরু হয়। গলা মেলাচ্ছিলেন ভারতীয় খেলোয়াড়রাও। কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির জন্য জাতীয় সংগীত মাঝপথেই বন্ধ হয়ে যায়।
Technical issues while playing India national anthem at South Africa #INDvSA pic.twitter.com/zERCrEi3DV
— Mr.Perfect 🗿 (@gotnochills007) November 8, 2024
Suddenly breakdown in National Anthem play of India unacceptable
— VISHAL MADHAVI (@mrcricketvishal) November 8, 2024
.
.#INDvSA #T20
এমন ঘটনা এক নয়, একাধিকবার ঘটেছে। মধ্যে তো জাতীয় সংগীত পুরোপুরি বন্ধই হয়ে যায়। তারমধ্যেই ভারতীয় খেলোয়াড়রা উপায় না পেয়ে ওই ভাঙা ভাঙা বেজে ওঠা লাইনের সঙ্গেই গলা মেলানোর সাধ্যমত চেষ্টা করেছেন। এভাবেই চলে ভারতীয় জাতীয় সংগীতের শেষ পর্যন্ত। ভারতীয় খেলোয়াড়দের এই চেষ্টা দেখে দর্শকরা খুশি হন। তাঁরা জাতীয় সংগীত শেষ হলে ভারতীয় খেলোয়াড়দের উদ্দেশে হাততালি দেন।
#INDvSA match me national anthem hi nahi ga pa rahe log. Sound system hi kharab ho gya. Firse start karna pada.
— Sharad K Rai (@sharadrai_) November 8, 2024
Kya hai yrr😕😕
#INDvSA our national anthem stopped in between very bad it not fair @BBCHindi @BCCI @narendramodi
— 🇮🇳Ramandeep singh (@ramande86564235) November 8, 2024
তাই বলে উদ্যোক্তাদের নেটিজেনরা রেহাই দেননি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কড়া সমালোচনা হয়। মজার ব্যাপার হল, এই প্রযুক্তিগত ত্রুটি কিন্তু কেবল ভারতীয় জাতীয় সংগীতের ক্ষেত্রেই ঘটেছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত বাজানোর সময় ঘটেনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ডারবানের মেঘলা ওয়েদার দেখে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
Technical glitch at India’s National Anthem.
— Impact in Line (@ImpactinLineHQ) November 8, 2024
Final me harane ke baad aisa swagat? #indvSa #AUSvPAK #INDvSA #SAvsIND
জুনে বার্বাডোসে টি২০ বিশ্বকাপের পর ডারবানেই ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। টি২০ বিশ্বকাপে ভারত ৭ রানে জয় পেয়ে ১৪ বছর পর টি২০ বিশ্বকাপ ঘরে তুলেছে। তারপরই ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন- সঞ্জুর ছক্কার ঝড়, বরুণের ঘূর্ণিতে ধ্বংস প্রোটিয়াজরা! আফ্রিকান সিংহদের পাড়ার দল বানিয়ে হারাল ভারত
অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। গত মাসে হোম সিরিজেও বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছেন সূর্যরা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় টি২০ দলে ফিরে এসেছেন অক্ষর প্যাটেল। ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা।