Advertisment

Patrick Kruger 12 ball over: ওভারের ১১তম বলে আউট সূর্যকুমার, ডারবানে বেনজির ঘটনায় ঝড় আন্তর্জাতিক টি২০-তে

India vs South Africa 1st t20I: ওভার শেষ করতে লাগল ১২টা বল, সেই ওভারেই আউট সূর্যকুমার, ডারবানে ঘটল বেনজির ঘটনা। যা দেখে তাজ্জব ক্রিকেট দুনিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Patrick Kruger, Suryakumar Yadav, প্যাট্রিক ক্রুগার, সূর্যকুমার যাদব,

Patrick Kruger-Suryakumar Yadav: ডারবানে সূর্যকুমারের আউট দেখে হতবাক অনুরাগীরা। (ছবি- টুইটার)

Suryakumar Yadav dismissal in Patrick Kruger 12 ball over during IND vs SA 1st t20I: এক ওভারে ১১টি বল করার পাশাপাশি নিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার প্যাট্রিক ক্রুগার ডারবানের কিংসমিডে তৈরি করলেন নজির। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি২০ ম্যাচে অভিষেক শর্মাকে শুরুতেই হারিয়ে বিপাকে পড়েছিল টিম ইন্ডিয়া। এই সময় দলের হাল ধরেছিলেন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৩৭ বলে তাঁরা দ্বিতীয় উইকেটের জুটিতে তোলেন ৬৬ রান। নবম ওভারে বল করতে এসে প্যাট্রিক ক্রুগার ১১টি বল করেন। 

Advertisment

ক্রুগার তাঁর প্রথম ওভারে প্রথম দুই বলে দেন ৫ রান। এরপর নো বল করেন। একটা ঠিকঠাক বল করার পর ফের তাঁর চারটি বল বাতিল হয়। এরপর তিনি আরও তিনটি বল করেন। ওভারের শেষ বলে সূর্যকুমার যাদবের উইকেট নেন। সূর্যকুমার বলটা মেরেছিলেন। কিন্তু, সেটা ডিপ স্কোয়ার লেগে আন্দিলে সিমেলেন ধরে ফেলেন। এই ওভারের ফলে ক্রুগার, টি২০ ক্রিকেটে দীর্ঘতম ওভার করা বোলারের তালিকায় নাম তুললেন।   

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকায় অসম্মানিত ভারতের জাতীয় সংগীত, হাসাহাসি হার্দিকদের! বিতর্কের আগুন ম্যাচ শুরুর আগেই

তাঁর আগে রয়েছেন উগান্ডার কসমাস কিয়েউতার। তিনি ২০২১ সালে নামিবিয়ার বিরুদ্ধে এক ওভারে ১২ বল করেছিলেন। তালিকার শীর্ষে রয়েছেন মঙ্গোলিয়ার লুসানজুন্ডুই এরডেনেবুলগান। তিনি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত এক ওভারে সবচেয়ে বেশি বল করেছেন। ২০২৪ সালে জাপান সফরের সময় লুসানজুন্ডুই এক ওভারে ১৪ বল করেন।

একনজরে টি২০ ক্রিকেট দীর্ঘতম ওভারের তালিকা:

মঙ্গোলিয়ার লুসানজুন্ডুই এরডেনেবুলগান ২০২৪ সালের মে মাসে জাপানের বিরুদ্ধে ১ ওভারে ১৪ বল
ভুটানের থিনলে জামতশো  ২০১৯ সালে মালদ্বীপের বিরুদ্ধে ১ ওভারে ১৪ বল
ক্যামেরুনের ইদ্রিস চাকাউ ২০২৪ সালে ১ ওভারে ১৩ বল
উগান্ডার কসমাস কিয়েউতা ২০২১ সালের এপ্রিলে নামিবিয়ার বিরুদ্ধে ১ ওভারে ১২ বল

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ের সূচনা করেন ২১ বছর বয়সি অলরাউন্ডার অ্যান্ডিলে সিমেলেনে।

Suryakumar Yadav Indian Cricket Team South Africa Cricket Team T20
Advertisment