Advertisment

Sanju Samson on his century: রোহিত-কোহলি নন, কঠিন সময়ে বারবার ফোন সূর্য-গম্ভীরের! সেঞ্চুরি করেই আসল নায়কদের নাম উচ্চারণ সঞ্জুর

India vs South Africa 1st t20I: সঞ্জু শতরান করেই কৃতজ্ঞতা জানালেন ক্যাপ্টেন, কোচকে, করলেন উচ্ছ্বসিত প্রশংসা। প্রথম ম্য়াচে জিতেছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gambhir, Sanju, গৌতম গম্ভীর, সঞ্জু স্যামসন,

Gambhir-Sanju: দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন সেঞ্চুরি করেছেন। (ছবি- টুইটার)

Sanju Samson century against South Africa: দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজের প্রথম ম্যাচে শতরান করে দলকে জিতিয়ে এখন সংবাদ শিরোনামে সঞ্জু স্যামসন। গম্ভীর জমানায় ভারতের প্রথম শ্রীলঙ্কা সফরে সঞ্জু ভালো খেলতে পারেননি। কিন্তু, দক্ষিণ আফ্রিকায় তিনি দুর্দান্ত খেলেছেন প্রথম ম্যাচে। উইকেটরক্ষক-ব্যাটার তাঁর এই সাফল্যের পিছনে কৃতিত্ব দিয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সূর্যকুমারের নেতৃত্বে তিনি ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও টি২০ ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন। আর, দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে তিনি ৫০ বলে ১০৭ করেছেন। ১০টি ছয় এবং ৭টি চার মেরেছেন।

Advertisment

ডারবানে এই ম্যাচ জেতার পর সঞ্জু সাংবাদিকদের বলেছেন, 'সত্যিটা হল যে আমার কেরিয়ারে সাফল্যের চেয়ে ব্যর্থতাটাই বেশি এসেছে। ব্যর্থতা বেশি হলে প্রত্যেকের নিজের মনেই সন্দেহ জাগে। লোকজন গালমন্দ করে, টিটকিরি দেয়। সোশ্যাল মিডিয়ায় তো একেবারে ধুয়ে দেয়। আমিও সেই সময় নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কি আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্য? আইপিএলে ভালো খেলছি। তাহলে আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারছি না কেন? এরকম অনেক চিন্তা সেসময় আমার মাথায় ঘুরপাক খেয়েছে।'

এরপরই সঞ্জু বলেন, 'কিন্তু, এতবছরের অভিজ্ঞতা থেকে আমি নিজের ক্ষমতাটা জানি। আমার এটুকু আত্মবিশ্বাস আছে যে ক্রিজে যদি একটু সময় কাটাই, তবে ভালো শট নিতে পারব। তাহলে ভালো খেলতে পারব। আরও ম্যাচও জিততে পারব। তাই আমি সেই দুঃসময়ে নিজেকে বুঝিয়েছিলাম।' আর, এই কঠিন সময়ে তাঁকে ধারাবাহিকভাবে পাশে থেকে সমর্থন করে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর। এমনটাই জানিয়েছেন সঞ্জু।

এই ব্যাপারে সেঞ্চুরি করা প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় বলেন, 'সূর্য আর গৌতম ভাইয়ের মত অধিনায়ক আর কোচ থাকাটা জরুরি। ওঁরা ব্যর্থতার সময়ও আমার পাশে থেকেছে। কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে। ওঁরা আমার এই কঠিন সময়ে আমাকে বারবার ফোন করেছে। আমাকে কী করতে হবে, তা বলেছে।' 

এবছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচেই সঞ্জু রান পাননি। সেই সময় সূর্যকুমার যাদব স্পিনারদের বিরুদ্ধে তাঁর কী সমস্যা হচ্ছে, সেটা তাঁকে ধরিয়ে দিয়েছিলেন বলেই সঞ্জু জানিয়েছেন। তিনি বলেন, 'সূর্য আমায় ডেকে বলেছিল যে, তোমার স্পিন খেলতে সমস্যা হচ্ছে। কেরলে ফিরে স্পিনারদের সঙ্গে স্পিন সহায়ক উইকেটে অনুশীলন চালাও।'

আরও পড়ুন- কার অর্ডারে হল পরপর ঘূর্ণি পিচ! রোহিত-গম্ভীরকে বিস্ফোরক মিটিংয়ে তুলোধোনা জয় শাহদের

সঞ্জু বলেন, 'টিম ইন্ডিয়ার অধিনায়ক যখন ফোন করে দলের খেলোয়াড়কে কীভাবে উন্নতি করতে হবে, তা বলে দেন তখন সেটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে যে কেউ সফল হতে চাইবে। আমার প্রতি যে আস্থা দেখানো হয়েছে, আমি মনে করি তার প্রতিদান টিম ম্যানেজমেন্টকে ফিরিয়ে দিতে পেরেছি। আর, আমি এটাও বিশ্বাস করি যে এ কেবল শুরু। আমি অনুশীলন চালিয়ে যাব। কঠোর পরিশ্রম করব। আর, প্রতিবার যখন দেশের হয়ে খেলব। আরও ভালো পারফর্ম করব। সেই সময় ভারতের হয়ে ভালো খেলা আর দেশকে জেতানোই থাকবে আমার একমাত্র লক্ষ্য।'

IPL Indian Cricket Team Sanju Samson T20
Advertisment