India vs South Africa 1st T20I predicted playing XI: ফিরতে চলেছেন অক্ষর প্যাটেল। আরশদীপ সিং দেবেন আক্রমণের নেতৃত্ব। শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের ভারতীয় একাদশের পূর্বভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ডারবানের কিংসমিডে এই পিচ ব্যাটিং সহায়ক। ২০০৭ বিশ্বকাপে এখানেই যুবরাজ সিং ছয়টি ছক্কা মেরেছিলেন। আর, এখান থেকেই শুরু হচ্ছে চার ম্যাচের সিরিজ।
ভারতীয় দলের ছেলেরা ডারবানে স্বভাবতই ধূমধাড়াক্কা ব্যাটিং করতে চান। আর, দক্ষিণ আফ্রিকা এই বছরের বার্বাডোসে টি২০ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে মরিয়া। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর টেস্ট টিম নিয়ে অস্ট্রেলিয়ায় থাকবেন। সেই কারণে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তাই বলে টিম ইন্ডিয়ায় গম্ভীরের আক্রমণাত্মক মেজাজের অভাব হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিষেক শর্মা ওপেন করতে চলেছেন। তিনি পিঞ্চ হিটার। পেসের বিরুদ্ধে স্বচ্ছন্দ। প্রথম বল থেকেই পেটাতে পারেন। তাঁর সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। তিনি এই ব্যাপারে রীতিমতো অভিজ্ঞ। নীতীশ রেড্ডি অস্ট্রেলিয়ায় এ দলের সঙ্গে গিয়েছেন। সেই কারণে এরপর নামবেন তিলক ভার্মা। ডেড-সেট বল সামলাতে নামবেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। ছয় নম্বরে নেমে ফিনিশারের কাজটা করবেন রিংকু সিং।
আরও পড়ুন- শুক্রবারই ভারত-দক্ষিণ আফ্রিকা ধুন্ধুমার টি২০! ফ্রিতে দেখবেন কখন, কোথায়, কোন সময়
অক্ষর প্যাটেল নামতে চলেছেন সাত নম্বরে। হার্দিক অন্যতম বোলার হিসেবে কাজ চালিয়ে দেওয়ায় রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী, দুই স্পিনারকে নামানো হতে পারে। সিমের দায়িত্বে থাকবেন আরশদীপ সিং। তাঁর ডেপুটি থাকছেন আভেশ খান। পাশাপাশি, বিজয়কুমার ভিশক বা যশ দয়ালও নামতে পারেন। তার মধ্যে ভিশকের প্লাস পয়েন্ট, তিনি ব্যাটিংটাও ভালোই করেন।
ভারতের সম্ভাব্য একাদশ
ব্যাটার: অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রিংকু সিং
উইকেটরক্ষক: সঞ্জু স্যামসন
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল
বোলার: আরশদীপ সিং, বিজয়কুমার ভিশক, আভেশ খান, বরুণ চক্রবর্তী
ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয়কুমার ভিশক, আভেশ খান, যশ দয়াল।