Advertisment

IND vs SA 1st T20I Live Streaming: শুক্রবারই ভারত-দক্ষিণ আফ্রিকা ধুন্ধুমার টি২০! ফ্রিতে দেখবেন কখন, কোথায়, কোন সময়

India vs South Africa 1st T20I Live Score Streaming Online & Telecast Channel: শুক্রবার শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, জেনে নিন কোন চ্যানেলে কখন দেখবেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, Aiden Markram, সূর্যকুমার যাদব, এইডেন মার্করাম,

Suryakumar Yadav-Aiden Markram: বামদিকে সূর্যকুমার যাদব ও ডানদিকে এইডেন মার্করাম। (ছবি- এক্সপ্রেস ফাইল)

India vs South Africa 1st T20I Live Score Streaming: ভারত-দক্ষিণ আফ্রিকা ১ম টি২০ ম্যাচের লাইভ স্কোর স্ট্রিমিং কখন এবং কীভাবে দেখা যাবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাট আগ্রহ। এই সিরিজে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার মত খেলোয়াড়রা ভারতীয় দলে তাঁদের জায়গা পাকা করতে চেষ্টা চালাবেন। এর মধ্যে স্যামসন, বাংলাদেশের বিরুদ্ধে সফল সিরিজের পর ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করতে চাইছেন। রোহিত শর্মা-পরবর্তী সময়ে টি২০ ফরম্যাটে ভারতের সাফল্য অটুট রাখতে এই সিরিজকেই হাতিয়ার করতে চান সঞ্জুরা। 

Advertisment

চার ম্যাচের সিরিজের প্রথম টি২০ খেলা হবে ৮ নভেম্বর, শুক্রবার। লাইভ টসের সময় হল রাত ৮টা। স্পোর্টস ১৮ এইচডি/এসডি (Sports 18 HD/SD)-তে এই লাইভ দেখা যাবে। জিও সিনেমা অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটেও এই লাইভ স্ট্রিমিং দেখা যাবে। 

দক্ষিণ আফ্রিকা দলে থাকছেন– এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নকাবা পিটার, রায়ান রিকেল্টন, অ্যান্ডিলে সিমেলানে, লুথো সিপামলা (৩য় ও ৪র্থ টি-টোয়েন্টি), ট্রিস্টান স্টাবস।

ভারতীয় দলে থাকছেন– সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয় কুমার ভিশক, আবেশ খান, যশ দয়াল।

আরও পড়ুন- সন্তান জন্মের জন্য যত খুশি ছুটি নিক রোহিত! গাভাসকার ধুয়ে পাল্টা আক্রমণ ফিঞ্চের

এবছরই টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ট্রফি জিতেছে। কিন্তু, তারপরই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপরই ভারতীয় টি২০ দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। তাঁর নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ জিতেছে। এবার সূর্যকুমারের নেতৃত্বে ফের লড়াইয়ে ভারতীয় দল। প্রতিপক্ষ, টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। ফলে, এই ম্যাচের ফলাফল ঘিরে রীতিমতো আবেগ রয়েছে উভয় দেশের সমর্থকদের মধ্যেই।   

Cricket News T20 Indian Cricket Team South Africa Cricket Team
Advertisment