Aaron Finch on Sunil Gavaskar's remark on Rohit Sharma's absence: রোহিত শর্মা ইস্যুতে সুনীল গাভাসকারের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে রোহিতের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ। গাভাসকার বলেছিলেন যে, রোহিত যদি অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট না খেলেন, তবে বাকি ম্যাচগুলোয় তাঁকে অধিনায়ক করা উচিত নয়। সেনিয়েই রোহিতের পক্ষে সুর চড়িয়েছেন ফিঞ্চ। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে নামবে রোহিত শর্মার ভারত।
সেখানে ২২ নভেম্বর শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচে তিনি থাকতে পারবেন কি না, সেই প্রশ্ন রোহিত শর্মা বলেছিলেন, 'আমি পার্থ সম্পর্কে খুব বেশি নিশ্চিত নই।' ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের পর, সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা একথা বলেছিলেন। তার প্রেক্ষিতে কথা উঠেছে যে জসপ্রিত বুমরাহকে প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক করা হবে। এই ইস্যুতে মুখ খুলেছেন সুনীল গাভাসকার। যে ট্রফিতে ভারতীয় দল খেলতে যাচ্ছে, সেটা বর্ডার-গাভাসকার ট্রফি।
তাঁর সম্মানে যে ট্রফির নামকরণ, সেখানে গাভাসকারের মন্তব্য যথারীতি বিশেষ দাগ কেটেছে। সুনীল গাভাসকার বলেছিলেন, রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট না খেললে পুরো সিরিজেই জসপ্রিত বুমরাকে অধিনায়ক রাখা উচিত। রোহিত ফিরলে তাঁকে স্রেফ খেলোয়াড় হিসেবে দলে রাখা হোক। সুনীলের কথায়, 'প্রথম টেস্ট ম্যাচ খেলা অধিনায়কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিত চোট পেলে সেটা আলাদা কথা ছিল। কিন্তু, প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ককে কোনও কারণে পাওয়া না গেলে সহ-অধিনায়ক অত্যন্ত চাপের মধ্যে থাকবেন।'
এতেই না থেমে গাভাসকার আরও বলেছিলেন, 'আমি জেনেছি যে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। আমি মনে করি যে, সেক্ষেত্রে নির্বাচক কমিটির উচিত, গোটা অস্ট্রেলিয়া সফরেই জসপ্রিত বুমরাকে অধিনায়ক করা। আর রোহিত শর্মাকে বলে দেওয়া যে, তাঁকে এই সিরিজে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। না-হলে প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মাকে সেখানে থাকতে হবে।'
আরও পড়ুন- ক্যাপ্টেনের সঙ্গে ঝামেলা করে মাঠ ত্যাগ! ১০ জনেই ম্যাচ খেলল ওয়েস্ট ইন্ডিজ, তুঙ্গে বিতর্ক
কিন্তু, সুনীল গাভাসকারের এই কথা মানতে চাননি অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় অ্যারন ফিঞ্চ। তিনি বলেছেন, 'আমি এই ব্যাপারে সানির সঙ্গে পুরোপুরি একমত নই। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আপনার স্ত্রীর যদি বাচ্চা হয়, তবে আপনার বাড়িতে থাকার দরকার। কারণ, এটা একটা বিশেষ এবং সুন্দর মুহূর্ত। আর, এই জন্য আপনার প্রয়োজনীয় সময় দেওয়া উচিত।'