Advertisment

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকুন বাংলার তারকাই! প্রথম টেস্টের আগেই সানির সওয়ালে বঙ্গ সুপারস্টার

প্রোটিয়াজদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ নির্বাচন করেলেন গাভাসকার

author-image
IE Bangla Sports Desk
New Update
Gavaskar, Ben Stokes

Gavaskar-Ben Stokes: ভারতের কাছে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ 'অ্যান্টনি ডি মেলো' ট্রফিতে ৪-১ ব্যবধানে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড। (ছবি-ইনস্টাগ্রাম)

বিভিন্ন ফরম্যাটের দক্ষিণ আফ্রিকা সফরে মঙ্গলবার একইসঙ্গে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহরা। ভারতীয় ক্রিকেট কোচিংয়ের দ্রাবিড়িয়ান সভ্যতায় প্রশিক্ষিত এই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ দিয়ে তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) অভিযান পুনরায় শুরু করবে। সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বক্সিং ডে টেস্টের জন্য তাঁর প্লেয়িং একাদশ বেছে নিলেন।

Advertisment

ভারতীয় দলের থিংক ট্যাংক, প্লেয়িং ইলেভেনকে দুটো ভাগে ভাগ করতে চাইছে। একটা একদিনের ফরম্যাটের, অন্যটা টেস্ট। তার মধ্যে কেএল রাহুল, উভয় ফরম্যাটেই স্বচ্ছন্দ। প্রথম টেস্ট তাই রাহুলকে দেখবে বলেই আশা করা যায়। কেএস ভরত থাকছেন উইকেটের পিছনে। কারণ, ইশান কিষান দুই ম্যাচের এই সিরিজে থাকবেন না। বক্সিং ডে টেস্ট-এ গাভাসকার ওপেনার হিসেবে রাখছেন রোহিত ও যশস্বী জয়সওয়ালকে। সুপারস্টার শুভমান গিল নামবেন তিন-এ। চার-এ কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই একদিনের ক্রিকেটের প্রাক্তন বিশ্বসেরা ব্যাটসম্যান তিন নম্বর স্থানের অডিশনটা সেরে রেখেছিলেন।

এই ব্যাপারে ভারতীয় ক্রিকেটের 'লিটল মাস্টার' বলেছেন, 'আমার একাদশ খুব সোজা। ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। ৩-এ শুভমান গিল, ৪-এ কোহলি, ৫-এ কেএল রাহুল এবং ৬ নম্বর শ্রেয়াস আইয়ার। এর মধ্যে ৫ আর ৬ বদলাতে পারে। তার পরে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।' সেঞ্চুরিয়ান পেস বোলিংয়ের স্বর্গ বলে পরিচিত। সেকথা মাথায় রেখে, প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত প্রথম টেস্ট-এ শুরুর একাদশে তিন পেসার রাখতে চায়।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকা থেকে তড়িঘড়ি স্ত্রী অনুষ্কার কাছে ফিরেছিলেন কেন, বিরাটের লন্ডন-রহস্য ফাঁস

বোলারদের ব্যাপারে প্রথম একাদশে তাঁর কাকে পছন্দ? এই ব্যাপারে গাভাসকার বলেছেন, বাংলার পেসার মুকেশ কুমারকে বক্সিং ডে টেস্ট-এর জন্য রাখা উচিত। সঙ্গে থাকুক জসপ্রিত বুমরাহ আর মহম্মদ সিরাজ। গাভাসকার বলেন, 'আমার মতে তিন জন ফাস্ট বোলার রাখা উচিত- মুকেশ কুমার, জসপ্রিত বুমরাহ আর মহম্মদ সিরাজ।' টিম ম্যানেজমেন্টও প্রথম টেস্টের জন্য মুকেশ আর প্রসিধ কৃষ্ণর কথাই ভাবছে। এর আগে গোড়ালির চোটে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। পেসার প্রসিদ সম্প্রতি পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’-দলের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন। তাই গাভাসকার বললেও মুকেশ কতটা প্লেয়িং ইলেভেনে চান্স পাবেন, তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য সুনীল গাভাসকারের বাছাই ভারতীয় একাদশ:

ওপেনার: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল,

টপ অর্ডার: শুভমান গিল, বিরাট কোহলি,

মিডল অর্ডার: শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক),

অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন,

বোলার: মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Indian Team Virat Kohli Rohit Sharma Sunil Gavaskar South Africa Cricket Team Indian Cricket Team
Advertisment