Advertisment

Hardik Pandya trolled: এনজয় করো, অর্শদীপকে ক্রিজে অপমান করে বিতর্কে হার্দিক! ভারত হারতেই লাগামছাড়া হল আক্রমণ

India vs South Africa 2nd t20I: অর্শদীপকে ব্যাট করতে দিলেন না হার্দিক, জড়িয়ে পড়লেন বড় বিতর্কে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম টিম ইন্ডিয়ার সমর্থকদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, India vs South Africa, হার্দিক পান্ডিয়া, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা,

Hardik Pandya India vs South Africa: হার্দিকের বার্তার পরই সোশ্যাল মিডিয়ায় তুলকালাম। (ছবি- টুইটার)

Hardik Pandya India vs South Africa 2nd T20I: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আরশদীপ সিংকে 'উইকেটের অন্য প্রান্তটা উপভোগ কর' বলায় তুমুল ট্রোলিংয়ের মুখে পড়লেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে আরশদীপ সিংয়ের সঙ্গে ব্যাট করছিলেন। তখনই তিনি ওই কথা বলেন। যা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গেছে। এই ম্যাচে ভারত হেরেছে। যার জন্য হার্দিককে দোষী ঠাউরেছেন অনেকেই। 

Advertisment

ম্যাচে ভারতীয় ব্যাটাররা পরপর ব্যর্থ হয়েছেন। তার মধ্যেই হার্দিক পান্ডিয়া ৪৫ বলে কোনওরকমে ৩৯ রান করেছেন। আর, আরশদীপ করেছেন ৬ বলে ৭ রান। ইনিংসের ১৯তম ওভারে, আরশদীপ একটি সিঙ্গেল নেন। তখনই স্টাম্প-মাইকে স্পষ্ট শোনা যায় যে আরশদীপকে হার্দিক বলছেন, 'এবার উইকেটের অন্য প্রান্তটা উপভোগ কর'। শেষ পর্যন্ত ঘটেও তাই। হার্দিক ইনিংসের বাকি ১০ বল খেলেন। এই শেষ দুই ওভারে ভারত মাত্র ৯ রান করে। যা টি২০-র ফরম্যাটে বিরল। কারণ, এখানে শেষ ওভারগুলোতে চার-ছয় হাঁকিয়ে রান তোলাই নিয়ম। 

শেষ পর্যন্ত ম্যাচে টিম ইন্ডিয়া তিন উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। আর, তারপরই দর্শকরা সোশ্যাল মিডিয়ায় হার্দিকের তুমুল সমালোচনা করেন। এই ম্যাচে ভালো খেলেছেন কেকেআরের বরুণ চক্রবর্তী। লেগ-স্পিনার বরুণ ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেরা পারফরম্যান্স। কিন্তু, তারপরও সেই পরিসংখ্যান তাঁর দল হারায় কোনও কাজে লাগেনি। অবশ্য ৩৩ বছর বয়সি এই বোলার কিছুক্ষণের জন্য হলেও ভারতের পরাজয় এতে রুখতে পেরেছিলেন। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে তুলেছিল ১২৪ রান। আর, বরুণের সৌজন্য দক্ষিণ আফ্রিকার স্কোর একটা সময় দাঁড়ায় ৬৬ রানে ৬ উইকেট।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই চরম ধাক্কা টিম ইন্ডিয়ার! দলের সেরা তারকাই নেই প্ৰথম ২ টেস্টে

কিন্তু, দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস তারমধ্যেই ৪৭ রান করেন। জেরাল্ড কোয়েটজি করেন ১৯ রান। যার ফলে, ১৯ ওভারেই দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। গত ম্যাচে ভারত ১১ রানে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে হারায় সিরিজের ফলাফল এখন ১-১। রবিবারের ম্যাচে ভারতীয় ব্যাটাররা অত্যন্ত খারাপ পারফরম্যান্সের উদাহরণ পেশ করেছেন। ১৫ রানের মধ্যে দলের ৩ উইকেট পড়ে গিয়েছিল। তার মধ্যেই কিছু হলেও চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল করেন ২৭ রান, তিলক ভার্মা করেন ২০ রান আর হার্দিক পান্ডিয়া করেন ৩৯ রান। 

Indian Cricket Team Arshdeep Singh Hardik Pandya Cricket News
Advertisment