Advertisment

Nqabayomzi Peter mocks Rinku Singh: রিঙ্কুকে আউট করেই কুৎসিত অপমান প্রোটিয়াজ পিটারের! অশ্লীল অঙ্গভঙ্গিতে চালু মহা-বিতর্ক, দেখুন

India vs South Africa 2nd t20I: রিঙ্কুকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বড় বিতর্কে প্রোটিয়াজ স্পিনার, দেখুন ভিডিও। রিংকু আপাতত ফর্মে নেই, ভালো খেলতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh, South Africa Match, রিংকু সিং, দক্ষিণ আফ্রিকা ম্যাচ,

Rinku Singh-South Africa Match: দক্ষিণ আফ্রিকায় ভারতের টি২০ সফরে আছেন রিংকু। (ছবি-টুইটার)

India vs South Africa 2nd T20I: চার ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয়টিতে ভারতীয় তারকা রিংকু সিংকে আউট করে অঙ্গভঙ্গি করলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার এনকাবায়োমজি পিটার গকেবেরহার। সেন্ট জর্জ পার্কে ২২ বছর বয়সি এই লেগস্পিনার রিংকুকে আউট করার পর ইউএসএ বাস্কেটবল তারকা স্টিফেন কারির 'নাইট নাইট' ভঙ্গিমা দেখান। রবিবার, ১০ নভেম্বর দুর্দান্ত বল করেছেন তরুণ দক্ষিণ আফ্রিকান। তবে, রিংকুকে আউট করার পর তাঁর ভঙ্গিমাই দর্শকদের বেশি নজর টানল।

Advertisment

ম্যাচে রীতিমতো লাইন-লেংথ রেখে দ্রুতগতিতে বল করে যাওয়ায় পিটারকে খেলতে সূর্যকুমার যাদব অ্যান্ড কোং সমস্যায় পড়েন। চার ওভারে পিটার ২০ রান দিয়ে রিংকুর উইকেটটাও নেন। ১৬তম ওভারের দ্বিতীয় বলে রিংকু তাঁকে বাউন্ডারি মারতে গিয়েছিলেন। কিন্তু, বলটা ব্যাটের সঙ্গে ঠিকঠাক লাগেনি। ব্যাটের কোণায় লেগে শর্ট ফাইন লেগে জেরাল্ড কোয়েটজির হাতে চলে যায়। এরপরই পিটার সেই জল্পনা বাড়ানো ভঙ্গিমা দেখান।

তিনি পেশাদার কুস্তিগির সিএম পাঙ্কের মত ঘুমোতে যাওয়ার অঙ্গভঙ্গি করেন। দর্শকদের অনেকেই মনে করেছেন, এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কারির 'নাইট নাইট' দেখানোকে নকল করেছেন পিটার। টসের পর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম জানিয়েছিলেন, বৃষ্টির সঙ্গে  আর্দ্রতা আছে। সেজন্য তাঁরা প্রথমে বোলিং করতে চান। এই ব্যাপারে মার্করাম বলেন, 'আমরা আবার প্রথমে বোলিং করতে যাচ্ছি। চারপাশে বৃষ্টির জন্য বোলাররা আর্দ্রতার সাহায্য পাবে। ক্রুগার না থাকলেও হেনড্রিক্স আছে। আমরা ফলাফল নিয়ে চিন্তিত নই। ভালো খেলতে চাই।'

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস হেরে হতাশ হলেও বলেছিলেন যে আক্রমণাত্মক ব্র্যান্ড ক্রিকেট খেলাই তাঁর দলের লক্ষ্য। সূর্যকুমার বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চাইছিলাম। প্রথম ম্যাচের মতই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। প্রথম ম্যাচের ফলে আমরা খুশি। সবসময় প্রতিটি খেলা থেকেই কিছু না কিছু শিখতে হবে। ভালো অভ্যাসগুলো চালিয়ে যেতে হবে। প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি।'

আরও পড়ুন- রোহিতের জায়গায় অস্ট্রেলিয়ায় নেতা এই তারকা, বড় আপডেটে মুখ খুললেন কোচ গম্ভীর

ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আভেশ খান

দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, আন্দিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, নকাবায়োমজি পিটার।

Rinku Singh Indian Cricket Team South Africa Cricket Team T20
Advertisment