দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্টেই পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া। হজম করতে হয়েছে ইনিংস এবং ৩২ রানের হার। তিনদিনে ভারত হেরে বসার পর টিম ইন্ডিয়ার লক্ষ্য ৩ তারিখ থেকে শুরু হতে চলা কেপ টাউনে দ্বিতীয় টেস্টে হোয়াইটওয়াশ এড়ানো।
কামব্যাক করতে মরিয়া টিম ইন্ডিয়া। সেই জন্যই দ্বিতীয় টেস্টে ঢেলে দল সাজাতে চাইছে ভারত। প্ৰথম একাদশে একাধিক বিভাগে রদবদল হওয়ার সম্ভবনা রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ এবং আর অশ্বিন খেলেছিলেন যথাক্রমে মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার জায়গায়। দুজনেই চোটের কারণে সেঞ্চুরিয়নে নামতে পারেননি। দুজনই কোনওরকম ছাপ রাখতে পারেননি। তাই কেপ টাউনের প্ৰথম একাদশে দুজন সম্ভবত বাদ পড়তে চলেছেন।
কেমন হতে পারে ভারতীয় দল দেখে নেওয়া যাক:
রবীন্দ্র জাদেজার পিঠে যে হালকা স্প্যাজমের সমস্যা ছিল তা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন। প্ৰথম টেস্টে এই চোটের কারণেই খেলতে পারেননি তিনি। তবে তৃতীয় দিন তিনি দলের ওয়ার্ম আপ, ড্রিলিং সেশন তো বটেই পুরোদস্তুর বোলিং অনুশীলনও করেন।
জাদেজা ফিট হয়ে ওঠায় তিনি সরাসরি প্ৰথম একাদশে এন্ট্রি নেবেন রবিচন্দ্রন অশ্বিনের জায়গায়। সেঞ্চুরিয়নে ১৯ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১ উইকেট পেয়েছিলেন দক্ষিণী স্পিনার। জাদেজা খেলার অর্থ লোয়ার অর্ডারের ব্যাটিং আরও মজবুত হবে। বিদেশের মাটিতে জাদেজা অশ্বিনের থেকেও ভরসা জোগানোর মত ব্যাট তো বটেই, বক হাতেও বেশি কার্যকরী।
দ্বিতীয় বদল হিসাবে দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে মুকেশ কুমারের। মহম্মদ শামির জায়গায় তড়িঘড়ি ২৪ ঘন্টা আগেই আবেশ খানকে নেওয়া হয়েছিল। তবে আবেশ খানের কেপ টাউন টেস্টে খেলার সম্ভবনা কম। তিনি সম্ভবত আপদকালীন ব্যাক আপ হিসাবে থাকছেন।
প্ৰথম টেস্টে মহম্মদ শামির জায়গায় খেলানোর জন্য দুই অপশন ছিল রোহিত-রাহুলদের হাতে। তবে ভারতের হয়ে টেস্টে ইতিমধ্যেই অভিষেক ঘটিয়ে ফেলা মুকেশ কুমারকে বাইরে রেখে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানোর পিছনে টিম ম্যানেজমেন্টের যুক্তি ছিল উচ্চতা। দীর্ঘদেহী হওয়ায় প্রসিদ্ধ নাকি হিট দ্য ডেক পিচ আপ করতে পারবেন। ব্যতিব্যস্ত করতে পারবেন প্রতিপক্ষ ব্যাটারদের। তবে অভিষেক ঘটিয়েই প্রসিদ্ধ কৃষ্ণ ডুবিয়ে দিয়েছেন দলকে। ওভার পিছু প্রায় ৫ রান বিলিয়েছেন (২০ ওভারে ৯৩ রান)। ওয়ানডের মত রান খরচ করার পর প্রসিদ্ধের ওপর আর ভরসা রাখতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। রোহিত সরাসরি তারকাকে ব্যাকিংয়ের কথা বললেও প্রসিদ্ধকে মরণ-বাঁচন টেস্টে খেলানোর ঝুঁকি টিম ম্যানেজমেন্ট নেবে না। তাই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গী হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মুকেশ কুমারের।
প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গেই সমালোচনায় জর্জরিত হয়েছেন শার্দূল ঠাকুর। তবে বিদেশ সফরে তিনি সম্ভবত নিজের জায়গা বাঁচিয়ে রাখতে পারবেন। ব্যাটিং দক্ষতার জন্য। গত বার এই দক্ষিণ আফ্রিকা সফরে এসেই সাত উইকেট তুলে নিয়েছিলেন মুম্বইয়ের এই বোলিং অলরাউন্ডার। এবার দ্বিতীয় টেস্টেও তিনি সম্ভবত থাকছেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনই টেস্ট সিরিজ জিততে পারেনি। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ভারত এবার এসেছিল দ্য লাস্ট ফ্রন্টিয়ার-এ। তবে সেই স্বপ্ন অধরাই রয়েছে গিয়েছে। সিরিজ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে সেঞ্চুরিয়নে কলঙ্কের হারের পর। আপাতত কেপ টাউন টেস্ট জিতে সিরিজ ড্র করাতেই পাখির চোখ ভারতের।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মুকেশ কুমার