Advertisment

India vs South Africa: জঘন্য ক্যাপ্টেন্সি, জিতেও নেই রেহাই! জয়ের মঞ্চেই রোহিতকে ঢালাও আক্রমণ এবার মঞ্জরেকরের

ind vs sa: প্রসিধ কৃষ্ণাকে (Prasidh Krishna) পিটিয়ে মার্করাম এক ওভারে ১৯ রান তোলেন। আর, তাতেই ৩০তম ওভারে তাঁর শতরান পাওয়া সহজ হয়েছে। উলটো দিকে, সিরাজই (Mohammed Siraj) দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে মার্করামের (Aiden Markram) সেঞ্চুরির পর তাঁর উইকেট নেন। প্রথম ইনিংসে এই সিরাজই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামিয়েছিলেন। যাতে ৫৫ রানে থেমে যায় প্রোটিয়াদের রানের গতি। সিরাজ একাই কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট নিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Sanjay Manjrekar, india vs south africa

Sanjay Manjrekar vs Rohit Sharma: সেঞ্চুরিয়ন টেস্ট হারের পর প্রাক্তনদের থেকে সমালোচনার তির ধেয়ে এসেছিল রোহিতের দিকে। কেপ টাউন জয়ও সেই ধারা বদলাতে পারল না।

SA vs IND, 2nd Test: কেপটাউন টেস্ট জিতেও মিলল না রেহাই। ফের কাঠগড়ায় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টনসি। এবার সমালোচক প্রাক্তনদের তালিকায়, নাম লেখালেন ধারাভাষ্যকারের দুনিয়ায় রীতিমতো নাম কিনে ফেলা সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। কেন এইডেন মার্করাম (Aiden Markram) দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন? এই প্রশ্ন তুলে, যাবতীয় দোষ অধিনায়কের, এই ভাবনা থেকে রোহিত শর্মাকে তুলোধনা করেছেন মঞ্জরেকার। কেপ টাউনে দ্বিতীয় তথা ফাইনাল টেস্ট ম্যাচে ভারতের বোলিং চেঞ্জ নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Advertisment

আরও পড়ুন- দেড়দিনেই দুঃস্বপ্নের শাপমুক্তি! বুমরা-সিরাজের ‘ছক্কায়’ প্রোটিয়াজদের থেঁতলে জয় টিম ইন্ডিয়ার

Mohammed Siraj
সিরাজই এঁকে দিলেন ভারতের জয়ের গতিপথ।

তাঁর অভিযোগ, বোলিং চেঞ্জ অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে। সেই কারণে, এইডেন মার্করামের সেঞ্চুরির যাবতীয় দায় রোহিত শর্মারই। তবে, মঞ্জরেকারই প্রথম নন। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট-এ দুরমুশ ভারতীয় দল, কেপ টাউনে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানোর আগে পর্যন্ত লাগাতার প্রাক্তনদের নিশানায় থেকেছে।

পার্থিব প্যাটেল থেকে এ-বি-সি-ডি, প্রাক্তনদের কেউ রোহিত শর্মা আর তাঁর বাহিনীকে রেয়াত করেননি। তাঁর দল কেপ টাউন টেস্ট হারলেও, সেকেন্ড ইনিংসে মার্করাম রীতিমতো তুলোধনা করেছেন ভারতীয় বোলারদের। ১০৩ বলে ১০৬ রান করেছেন। ১৭টি বাউন্ডারি আর ২টো ছয় মেরেছেন। টেস্ট ক্রিকেটে এটা মার্করামের সপ্তম সেঞ্চুরি।

আরও পড়ুন- Virat Kohli Bail Swap: কোহলির কাণ্ডে ক্ষেপলেন মার্করাম! মাঠেই তুমুল ‘যুদ্ধ’, বিতর্কে দগ্ধ নিউল্যান্ডস, দেখুন ভিডিও

আর, এতেই রোহিতের অধিনায়কত্বের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন মঞ্জরেকার। তিনি ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, রোহিতের উচিত ছিল দিনের শুরুর ওভারগুলোতে সিরাজকে দিয়ে আরও বোলিং করানো। রোহিত খুব দেরিতে সিরাজকে আক্রমণে নিয়ে আসেন। সিরাজের বদলে বল করানো হয়েছে মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণাদের দিয়ে। ধারাভাষ্য দিতে গিয়ে মঞ্জরেকার বলেছেন, 'আমার মনে হয় মুকেশ কুমারকে দিয়ে শুরু করাটা হয়তো ভুল ছিল। বুমরাহ যেখানে বোলিং করছিলেন, সেখানে তিনি (রোহিত) চাইলে সঙ্গে মহম্মদ সিরাজকে দিয়েও বল করাতে পারতেন।'

আরও পড়ুন- Dean Elger farewell: ‘হেরো’ এলগারের বিদায় স্মরণীয় রোহিতদের কীর্তিতে! প্রতিপক্ষকে সম্মানের সিংহাসনে বসিয়েই ছাড়ল টিম ইন্ডিয়া

মঞ্জরেকার অবশ্য খুব বেশি ভুল বলেননি। প্রসিধ কৃষ্ণাকে পিটিয়ে মার্করাম এক ওভারে ১৯ রান তোলেন। আর, তাতেই ৩০তম ওভারে তাঁর শতরান পাওয়া সহজ হয়েছে। উলটো দিকে, সিরাজই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে মার্করামের সেঞ্চুরির পর তাঁর উইকেট নেন।

প্রথম ইনিংসে এই সিরাজই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামিয়েছিলেন। যাতে ৫৫ রানে থেমে যায় প্রোটিয়াদের রানের গতি। সিরাজ একাই কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মার্করাম অবশ্য আগেই আউট হয়ে যেতেন। বল করছিলেন বুমরাহ। কিন্তু, মার্করামের ক্যাচ ফেলে দেন কেএল রাহুল। সেই ভুলের মাশুল প্রোটিয়ান ব্যাটারের সেঞ্চুরির মধ্যে দিয়ে সহ্য করতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া।

Rohit Sharma South Africa Indian Cricket Team Indian Team South Africa Cricket Team
Advertisment