কোনও প্রতিরোধ নেই। পুণেতে ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমে গোটা দিনও ব্যাটিং করতে পারলেন না ডুপ্লেসিসরা। কার্যত একটা গোটা সেশন বাকি থাকতেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৭.২ ওভারে ১৮৯ রানে গুটিয়ে গেল প্রোটিয়াজরা। ভারত জয় পেল এক ইনিংস ও ১৩৭ রানে। বিশাখাপত্তনম টেস্ট জিতে আগেই ভারত ১-০ সিরিজে এগিয়ে গিয়েছিল। পুণে টেস্ট জিতে এক টেস্ট বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত।
That will be it. #TeamIndia win the 2nd Test by an innings & 137 runs. 2-0 ???????????????? #INDvSA @Paytm pic.twitter.com/pt3PPffdQt
— BCCI (@BCCI) October 13, 2019
আরও পড়ুন IND vs SA 2nd test: ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ ঋদ্ধির, জয়ের সামনে ভারত
ভারত স্কোরবোর্ডে ৬০১ তুলে ডিক্লেয়ার করার পরেই থরহরিকম্পমান দশা হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম ইনিংসে ২৭৫-র বেশি তুলতে পারেনি প্রতিপক্ষ। চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আরও শোচনীয় অবস্থা দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের। গোটা ইনিংসে দু-অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন- ডিন এলগার (৪৮), তেম্বা বাভুমা (৩৮), কেশব মহারাজ (২২) এবং ভার্নন ফিলান্ডার (৩৭)। সর্বোচ্চ স্কোর এলগারের। বাকিদের রানের সংখ্যা যথাক্রমে ০, ৮, ৫, ৫, ৯, ৪, ২। এতেই প্রকট দক্ষিণ আফ্রিকার দুরবস্তা।
সবমিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ঘরের মাঠে টানা সিরিজ জেতার নিরিখে পেরিয়ে গেল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া এর আগে টানা ১০টা হোম সিরিজ জিতেছিল। কোহলি অ্যান্ড কোং রবিবারেই ঘরের মাঠে টানা ১১তম সিরিজ জয় সম্পন্ন করে ফেলল।
আরও পড়ুন ২৭৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকা, ৩২৬ রানের লিড ভারতের
বোলিংয়ে ভারতের হয়ে সাফল্য পেয়েছেন প্রায় প্রত্যেকেই। উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই তিনটে করে উইকেট পেয়েছেন। অশ্বিনের দখলে ২ উইকেটয। মহম্মদ সামি ও ইশান্ত শর্মার সংগ্রহে একটা করে উইকেট।
শনিবার তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৭৫ রানে থেমে গিয়েছিল। ৩২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল প্রোটিয়াজরা। তবে শুরুর ওভারেই দ্বিতীয় বলে মারক্রামকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ইশান্ত। এরপরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন ষষ্ঠ ওভারে। ঋদ্ধির সুপারম্যান-ক্যাচের সৌজন্যে। ২১ রানেই ২ উইকেট পড়ে যাওয়ার পরে আর ম্যাচে ফিরে আসতে পারেনি প্রোটিয়াজরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ডুপ্লেসিস ব্রিগেড। অষ্টম উইকেটে তেম্বা বাভুমা ও ফিলান্ডার ৫৬ রান স্কোরবোর্ডে যোগ না করলে দেড়শো-র আগেই থেমে যেত দক্ষিণ আফ্রিকান ইনিংস। উমেশ যাদবের বলে ফিলান্ডার ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে বিদায় নিতেই প্রতিরোধ শেষ হয়ে যায় ম্যান্ডেলার দেশের ক্রিকেটারদের।
ম্যাচের সেরা বিরাট কোহলি, প্রথম ইনিংসে তাঁর অনবদ্য ২৫৪ রানের সুবাদে।
Read live article in ENGLISH