সেঞ্চুরিয়নে হতাশাজনক পারফরম্যান্সের পর ভারত নামছে কেপটাউনে। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই আপাতত লক্ষ্য টিম ইন্ডিয়ার। কেপটাউনের ভারতের ইতিহাস মোটেই আশাব্যঞ্জক নয়। ছয় টেস্টের মধ্যে চারটেতেই হার হজম করেছে ভারতীয় দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত মোটেই সুবিধাজনক জায়গায় নেই। তিন টেস্ট খেলে একটি করে চার্জ একটি ড্র হজম করতে হয়েছে। আইসিসির তরফে ২ পয়েন্ট কেটে নেওয়ার পর ভারত আপাতত পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ১৪ পয়েন্ট (৪৮.৮৯ পিসিটি) সমেত। আরও একটা হারে ভারতের অবস্থান আরও নড়বড়ে হয়ে যাবে।
ওয়ার্ল্ড কাপ হারের পরে সেঞ্চুরিয়নে কয়েকদিন আগে হার নাড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে। তাই নিজেদের আত্মবিশ্বাস ফেরত পাওয়ার জন্য কেপটাউন টেস্ট জেতা ছাড়া গতি নেই রোহিতদের। প্ৰথম টেস্টে হারের পর ভারত খোলনলচে বদলে খেলতে নামছে নিউল্যান্ডস-এ।কী কী কম্বিনেশন ভারতের মাথায় রয়েছে দেখে নেওয়া যাক-
জাদেজার প্রত্যাবর্তন: প্ৰথম টেস্টে পিঠে ব্যথার কারণে খেলতে পারেননি জাদেজা। তবে দ্বিতীয় টেস্টেই ফিরছেন তারকা অলরাউন্ডার। সেঞ্চুরিয়নে ভেঙে পড়া ব্যাটিং জাদেজার আগমনে আরও শক্তিশালী হবে। সেই সঙ্গে বোলিং তো জোরদার হবেই।
প্রসিদ্ধের জায়গায় মুকেশ: সেঞ্চুরিয়নে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ বোলিংয়ের রাশ আগলে রেখেছিলেন। তবে অন্য প্রান্ত থেকে অভিষেককারী প্রসিদ্ধ কৃষ্ণের কাছ থেকে সেভাবে সাপোর্ট পাননি দুজনে। সেঞ্চুরিয়নের সারফেস থেকে বাউন্স আদায় করে নিতে পারবেন, এমনটা ভেবেই প্রসিদ্ধকে বোলিং বিভাগে নেওয়া হয়েছিল। তবে নিজের লেন্থ বজায় রাখতে পারেননি। অনভিজ্ঞতা বারবার প্রকট হয়ে গিয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত জায়গা করে নিয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মুকেশ কুমার। দুদিকেই বল সুইং করানোর বিরল ক্ষমতা এবং কন্ট্রোল তাঁকে প্রসিদ্ধের থেকেও বিপজ্জনক করে তুলবে, বলে আশা টিম ম্যানেজমেন্টের।
অশ্বিন নাকি শার্দূল: রবিচন্দ্রন অশ্বিনকে কম ব্যবহার করা হয়েছে সেঞ্চুরিয়ন টেস্টে। এছাড়াও বর্ষীয়ান স্পিনারের বলে ক্যাচ ফস্কান উইকেটকিপার কেএল রাহুল। শার্দূল ঠাকুর কার্যত ডুবিয়ে দিয়েছেন সেঞ্চুরিয়নে। ১৯ ওভারে ১০১ রান খরচ করা তারকাকে ব্যাটিং দক্ষতার কারণে তাঁকে নেওয়া হয়েছিল সেঞ্চুরিয়নে। তবে ব্যাটিংয়েও নজর কাড়তে পারেননি। শার্দূল বাদ পড়তে পারেন কেপটাউনে।
এনগিদির প্রত্যাবর্তন: প্রোটিয়াজ ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজে পেলভিক মাসলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তবে তাঁর জায়গায় সম্ভবত নেওয়া হবে লুঙ্গি এনগিদিকে। কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভারতের ব্যাটিং ব্যর্থতা বারবার প্রকট হয়েছে। তাই অল-পেস এটাক নিয়েই নামছে প্রোটিয়াজ বাহিনী।
আবহাওয়ার আপডেট: দ্বিতীয় টেস্ট চলাকালীন কেপটাউনের তাপমাত্রা থাকবে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস। টস গুরুত্বপূর্ণ হবে ম্যাচের ফলাফল নির্ণয়ে।
পিচ রিপোর্ট: সবুজ ঘাসে ঢাকা পিচের আস্তরণ সত্ত্বেও ব্যাটিং দল রানের দেখা পাবে। দুই দলের স্পিনাররাও সাহায্য পাবেন এই পিচ থেকে।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মুকেশ কুমার
দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য প্ৰথম একাদশ: ডিন এলগার (ক্যাপ্টেন), আইডেন মারক্রাম, টনি দে জর্জি, কিগান পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্তাবস, কাইল ভারান (উইকেটকিপার), মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, নান্দ্রে বার্গার