আমরা কখনও অজুহাত খুঁজি না, দ্বিতীয় টেস্টের আগে বলছেন বিরাট

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভারতীয় বোলাররা পাস মার্কস নিয়ে উত্তীর্ণ। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি, দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির পেসে ধ্বংস হয়ে গিয়েছে প্রোটিয়াজ ব্যাটিং ব্রিগেড।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভারতীয় বোলাররা পাস মার্কস নিয়ে উত্তীর্ণ। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি, দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির পেসে ধ্বংস হয়ে গিয়েছে প্রোটিয়াজ ব্যাটিং ব্রিগেড।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি (বিসিসিআই টুইটার)

ক্রমান্বয়ে উন্নতি করে চলেছে দল। এর কারণ জাতীয় দল কখনও অজুহাত তৈরি করে না। বরং সমাধানের উত্তর খোঁজে। দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত বৃহস্পতিবারেই। কানপুরে খেলতে নামার আগেই কোহলি সাংবাদিক সম্মেলনে যেন অনেকটাই দার্শনিক। জানিয়ে দিলেন টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা। সাংবাদিক সম্মেলনে এসে কোহলি বলছেন, "এটা স্পষ্ট যে আমাদের স্কোয়াডে কোয়ালিটি ক্রিকেটার রয়েছে। পাশাপাশি আমরা ভাল করেই জানি, ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে কীভাবে খেলতে হয়, কীভাবে টেস্ট জিততে হয়।" পাশাপাশি কোহলির সংযোজন, "কন্ডিশন যখন চ্যালেঞ্জিং হয়, তখন হোম সাইড হিসেবে আমাদেরও সমস্যার মোকাবিলা করতে হয়। এটা মোটেও সহজ নয়। অতীতেও ঘরের মাঠে যখন বল ঘোরে, আমরাও সমস্যায় পড়েছি।"

Advertisment

কিছুদিন আগেও টেস্টে ওপেনিং কম্বিনেশন নিয়ে সমস্যায় পড়েছিল ভারত। তবে রোহিত শর্মা টেস্টে ওপেনার হিসেবে ফিরতেই সুপারহিট। দুই ইনিংসেই সেঞ্চুরি হাকিয়েছেন তিনি। পাশাপাশি মায়াঙ্ক আগারওয়ালও বিশাখাপত্তনমে জাত চিনিয়েছেন প্রোটিয়াজদের বিপক্ষে শতরান করে। তাই আপাতত ওপেনিং ধাঁধার টোটকা মিলেছে কোহলিদের। পাশাপাশি মিডল অর্ডারও ভারতকে ভরসা জোগাচ্ছে। চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, হনুমা বিহারী, অজিঙ্কা রাহানেদের ব্যাটে ভারত ঘরের মাঠে নিজেদের ফেভারিট হিসেবেই দ্বিতীয় টেস্ট শুরু করছে।

আরও পড়ুন দারুণ নজির শামির, ২৩ বছর পরে নতুন কীর্তি বোলিংয়ে

Advertisment

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভারতীয় বোলাররা পাস মার্কস নিয়ে উত্তীর্ণ। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি, দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির পেসে ধ্বংস হয়ে গিয়েছে প্রোটিয়াজ ব্যাটিং ব্রিগেড। পাশাপাশি বল হাতে যোগ্য সহায়তা করেছেন জাদেজা, ইশান্ত শর্মারা।

আরও পড়ুন ব্যাটিং হিরো, তবে বোলাররাও দুর্ধর্ষ, বলছেন কোহলি

দলের খেলায় সন্তুষ্ট কোহলি তাই সাংবাদিক সম্মেলনে এসে বলে দিয়েছেন, "আমরা এমন একটা দল যাঁরা সমস্যার উত্তর খোঁজে, কোনওভাবেই অজুহাত খাড়া করি না আমরা। এই কারণে সাম্প্রতিককালে দল হিসেবে আমরা উন্নতি করে চলেছি। কোনও কিছুই আমরা সহজভাবে নি-ই না। ঘরের মাঠে খেললেও জয়ের প্রতি ফোকাস আমাদের সাফল্যের অন্যতম কারণ। পরিবেশ পরিস্থিতি নিয়ে অহেতুক চিন্তাভাবনা না করে জয়ের দিকেই পুরো মনোনিবেশ করি আমরা।"

Read the full story in ENGLISH

Virat Kohli BCCI