India vs South Africa: ভারতের ঘূর্ণি পিচে দ্রুত ম্যাচ শেষ হলেই সমালোচনা, বিদ্রুপ সহ্য করতে হয়। আইসিসির লাল চোখে পড়তে হয় সংশ্লিষ্ট ভেন্যুকে। তবে বিদেশে দ্রুত ম্যাচ শেষ হলে ওঠে না গেল গেল রব। তাই রোহিত শর্মা এবার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে বললেন পুরো বিষয়।
মাত্র পাঁচ সেশনে, ১০৭ ওভারে ম্যাচের ফয়সালা হয়েছে দেড় দিনে। ৩৩ উইকেট পড়েছে অল্প সময়েই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্বল্পায়ু ম্যাচের তকমা পেয়ে গিয়েছে নিউল্যান্ডস টেস্ট। আর সিরিজ ১-১ করেই রোহিত শর্মা একহাত নিয়েছেন আইসিসির পক্ষপাতিত্ব মূলক আচরণকে।
বলে দিয়েছেন, "এরকম পিচে খেলতে আমার অন্তত কোনও অপছন্দের কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত ভারতের পিচ নিয়ে এত কথা বলা হয়। হ্যাঁ, এরকম পিচ বিপজ্জনক তো বটেই। তবে আমরা এখানে এসেছি চ্যালেঞ্জের মুখোমুখি হতে। আমাদেরই এবার ফেস করতে হবে।"
ম্যাচ রেফারিরা যেভাবে দেশ ভেদে পিচের রেটিংয়ের মূল্যায়নের ধারাবাহিকতা দেখান না, সেই বিষয়েও মুখ খুলেছেন রোহিত। জানিয়েছেন, "ভারতে প্ৰথম দিনে বল ঘুরলেই, বলাবলি শুরু হয়ে যায়, ধুলো উড়ছে। আমাদের বিশেষত ম্যাচ রেফারিদের নিরপেক্ষ থাকার প্রয়োজন। এখানে পিচ কী রেটিং পায়, সেটা দেখার অপেক্ষায় রয়েছি। এখনও বিশ্বাস হয় না, বিশ্বকাপ ফাইনালের পিচ বিলো পার রেটিং পেয়েছে। ওখানে একজন শতরানও করেছিল। যা দেখি আমরা, সেই ভিত্তিতে পিচের মুল্যায়ন করা জরুরি, দেশ ভিত্তিতে নয়।"
এরপরে রোহিতের আরও সংযোজন, "আমরা জানি, ভারতের পিচে বল টার্ন করবে। তবে প্ৰথম দিন থেকেই বল ঘুরলে অনেকেই তা পছন্দ করেন না। তবে প্ৰথম দিনেই বল সিম করলে, সেটা কি ঠিক? এটা তো ঠিক নয়।"
যাইহোক, কেপটাউনে ৭ উইকেটে জিতে ভারত সিরিজ ১-১ ড্র করল। সেঞ্চুরিয়নে ইনিংসে হারের পর ভারত দুর্দান্ত কামব্যাক করল কেপটাউনে। ওভার সম্পন্ন হওয়ার ভিত্তিতে এটাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্বল্পতম ম্যাচ। ১৯৩২ সালে মেলবোর্নে এই আগে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ গড়িয়েছিল ১০৬.২ ওভার। সেই রেকর্ড চূর্ণ হয়ে গেল কেপটাউনে।