Advertisment

১৬২ রানেই শেষ প্রোটিয়াজরা, ফের ইনিংস জয়ের হাতছানি কোহলিদের সামনে

পুণের পরে রাঁচিতেও ইনিংস জয়ের গন্ধ পেয়ে গিয়েছে ভারত। গতকাল মন্দ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৫ ওভারের খেলার মধ্যেই ২ উইকেট খুইয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravindra Jadeja with team mates

ব্যাটের পরে বল হাতেও সফল জাদেজা (বিসিসিআই)

ভারতীয় বোলারদের কাছে ফের নতজানু প্রোটিয়াজরা। চলতি সিরিজে যে চিত্র বারেবারেই দেখা গিয়েছে, রাঁচিতেও তার ব্যতিক্রম হল না। প্রথম ইনিংসে ভারতের ৪৯৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে ১৬২ তুলতেই হারিয়ে ফেলল ১০ উইকেট। ফলো অন হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে পুনরায় হারিয়েছে ২ উইকেট। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ডিকককে ফিরিয়ে দিয়েছেন উমেশ। আর প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক জুবেইর হামজাকে বোল্ড করে দিয়েছেন শামি। প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এখনও পিছিয়ে ৩১৯ রানে। হাতে রয়েছে কেবলমাত্র ৮ উইকেট।

Advertisment

পুণের পরে রাঁচিতেও ইনিংস জয়ের গন্ধ পেয়ে গিয়েছে ভারত। গতকাল মন্দ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৫ ওভারের খেলার মধ্যেই ২ উইকেট খুইয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এদিন সকাল থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রোটিয়াজরা। জুবেইর হামজা ক্রিজের একপ্রান্তে টিকে থেকে ৬২ না করলে একশোর আগেই হয়তো ইনিংসে পাততাড়ি গোটাতে হত।

আরও পড়ুন টেস্ট ক্রিকেটে এবার শচীনের সঙ্গে একই সারিতে উমেশ

জুবেইর হামজা বাদে প্রোটিয়াজদের ইনিংসে দুই অঙ্কের রান করেছেন মাত্র দু-জন- তেম্বা বাভুমা (৩২) এবং জর্জে লিন্ডে (৩৭)। যাইহোক, ডুপ্লেসিস আউট হয়ে যাওয়ার পরে চতুর্থ উইকেটে তেম্বা বাভুমার সঙ্গে জুবেইর হামজা ৯১ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে দলীয় ১০৭ রানে হামজা আউট হওয়ার পরেই পুনরায় ধস নামিয়ে দক্ষিণ আফ্রিকান ইনিংসে। প্রোটিয়াজরা শেষ ৬ উইকেট ৪৭ রানে হারায়।

আরও পড়ুন স্কোরবোর্ডে বিশাল রান, দক্ষিণ আফ্রিকার শুরুতেই জোড়া উইকেট পতন

ভারতীয় বোলারদের মধ্যে সফল প্রত্যেকেই। ব্যাট হাতে রাঁচিতে ঝড় তোলার পরহে উমেশ যাদব ৩ উইকেট দখল করেছেন। তাঁর শিকারের তালিকায় ডিকক, ডুপ্লেসিস এবং জর্জে লিন্ডে। ২টো করে উইকেট দখল করেছেন শামি, রবীন্দ্র জাদেজা এবং অভিষেক ঘটানো শাহবাজ নাদিম।

Read live updates here in ENGLISH

cricket Test cricket
Advertisment