India vs South Africa, Ahmad Shehzad on Sanju Samson: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাটিং তাণ্ডব দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া এককথায় কুর্নিশ করছে ভারতীয় তারকাকে। প্রাক্তন এক পাকিস্তানি ওপেনার তো সঞ্জুর ব্যাটিং দেখে বলেই বসেছেন, 'সঞ্জু স্যামসন যেন ধোবা। সেভাবেই দক্ষিণ আফ্রিকাকে ধাস ধপধপ করে কাচলেন।' তার মধ্যে ব্যাকফুটে মহাকাব্যের স্টাইলে সঞ্জু মার্করামকে যেভাবে মিড অফ দিয়ে মেরেছেন, চোখে লেগে রয়েছে প্রাক্তন পাক ওপেনারের। এবার অভিষের শর্মা, কতটা কী করতে পারেন, তা দেখার জন্য তিনি অপেক্ষায় বলে ওই প্রাক্তন পাক ওপেনার জানিয়েছেন।
তবে সঞ্জুর ব্যাপারটা আলাদা। আন্তর্জাতিক টি২০ ম্যাচে প্রথমে ঘরের মাঠে বাংলাদেশ পরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিরুদ্ধে সঞ্জুর শতরান পাকিস্তানি তারকাকে তাক লাগিয়ে দিয়েছে। ওই তারকা আহমাদ শাহজাদ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'ঘুমের মধ্যেও যেন সঞ্জুর ব্যাটিং দেখতে' পাচ্ছেন। শাহজাদর কথায়, 'সঞ্জু পুরো মাঠজুড়ে ছক্কা মেরেছে। দ্বিতীয় ওভার থেকেই চালানো শুরু করেছিল। জ্যানসেন প্রথম বোলিং করার পর এবং স্পিনাররা আসতেই ধুমধাড়াক্কা শুরু করেছিল। ব্যাকফুটে গিয়ে মিড-অফের ওপর দিয়ে শটটা ছিল দুর্দান্ত। ওটাই সুরটা বেঁধে দিয়েছিল। ওই শটটা কিন্তু, সহজ ছিল না। কিন্তু, ও দেখিয়েছে যে কীভাবে সেটা খেলতে হয়। পুরো ধোপার মত কেচেছে। দক্ষিণ আফ্রিকাকে একদম ধপধপ করে কেচে দিয়েছে।'
ওই ম্যাচে সঞ্জু ৫০ বলে ১০টি ছক্কা ও ৭টি চার-সহ ১০৭ রান করেছে। শাহজাদ এই প্রসঙ্গে বলেন, 'ওগুলো সাধারণ শট না। টানা দুটো সেঞ্চুরি করল। আগে সুযোগ পায়নি। কিন্তু, সত্যিই স্বীকৃতি আর সম্মান পাওয়ার যোগ্য। ভারতে যদি একজন তরুণ পারফর্ম করে, সিনিয়রদের প্রশংসা করা উচিত। আশা করি, সঞ্জুকে আর এখন উপেক্ষা করা হবে না। এটা খুবই আনন্দের যে এশিয়ানরা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাটিতেই পেটাচ্ছে।'
শাহজাদের কথায়, 'সঞ্জুকে দেখে মনে হল যে তুমি যেই হও, যেখান থেকেই আস না কেন, আমার সঙ্গে লড়াই কর। আজ আমি বনাম তুমি। আমি কঠোর পরিশ্রম করতে আর তোমাকে চ্যালেঞ্জ করার মেজাজে আছি। দক্ষিণ আফ্রিকার বাউন্স আর গতি আছে। কিন্তু, স্যামসনের ভালো জিনিসটা হল যে ও যদি কোনও শট কানেক্ট করে, তবে বলটা অনেক দূর যায়। তাই সঞ্জু দক্ষিণ আফ্রিকান বোলারদের রীতিমতো ধোপার কায়দায় পিটিয়েছে। ও একাই জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের জন্য ও একাই যথেষ্ট।'
আরও পড়ুন- শাস্ত্রীর সঙ্গে কোটি কোটি টাকায় গাঁটছড়া কোহলির! বড় আপডেটে ঝড় তুললেন গুরু-শিষ্য
অভিষেক শর্মার ব্যাপারেও মুখ খুলেছেন শাহজাদ। তিনি বলেছেন, 'যুবরাজ সিং অভিষেক শর্মার খুব প্রশংসা করেছেন। এখন দেখার অভিষেক শর্মা কীরকম খেলেন। ও ভালো শট নিয়েছে। এখন ভালো স্কোর করারও দরকার। ও কমবয়েসি আর ফিট। আশাকরি রান পাবে। তবে, ভাগ্যেরও একটা ব্যাপার আছে।'