Advertisment

Virat Kohli business tie up with Ravi Shastri: শাস্ত্রীর সঙ্গে কোটি কোটি টাকায় গাঁটছড়া কোহলির! বড় আপডেটে ঝড় তুললেন গুরু-শিষ্য

Virat Kohli investment: কোহলি-শাস্ত্রীর কোটি কোটি টাকার চুক্তিতে বিরাট ঝড় ভারতীয় ক্রিকেটে। কোহলি আর শাস্ত্রী ভারতীয় ক্রিকেটের দুই দিকপাল, দুই স্তম্ভ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravi Shashtri, Virat Kohli, রবি শাস্ত্রী, বিরাট কোহলি

Ravi Shashtri-Virat Kohli: শাস্ত্রীর সঙ্গে কোহলির বিরাট সম্পর্কের কথা জানাজানি। (ছবি- টুইটার)

Virat Kohli business venture with Ravi Shastri: ক্রিকেটের বাইরে বিরাট কোহলির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে যুক্ত হলেন রবি শাস্ত্রী। বিরাট কোহলি ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন শিল্পপতিও। তাঁর সংস্থা একটি পরামর্শদাতা সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এই পরামর্শদাতা সংস্থার অন্যতম মালিক আবার রবি শাস্ত্রী। কোহলি তাঁর অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। তার মধ্যে রয়েছে বিমা, উদ্ভিদ থেকে খাদ্য প্রস্তুতকারক সংস্থা, নেটওয়ার্কিং স্টার্টআপ। এইভাবে বুদ্ধি করে বিনিয়োগের মাধ্যমেই নিজেদের সম্পত্তি কয়েকগুণ বাড়িয়েছেন বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং টেনিস তারকা রজার ফেডেরারও।

Advertisment

সেই পথে হেঁটেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীও। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রাক্তন ভারত অধিনায়ক কোহলি কোহলি এক 'নতুন শুরু'র কথা ঘোষণা করেছেন। এই নতুন শুরু হয়েছে 'স্পোর্টিং বিয়ন্ড' সংস্থার সঙ্গে। এটি একটি পরামর্শদাতা সংস্থা। যার অন্যতম মালিক রবি শাস্ত্রী। কোহলি বলেছেন, 'এই নতুন দল আমার সমস্ত ব্যবসায়িক দিকগুলো দেখবে।' তাঁর ও শাস্ত্রীর মধ্যে এই যোগসূত্রের খবরের কথা স্বীকার করে কোহলি বলেছেন, 'স্পোর্টিং বিয়ন্ড এমন সংস্থা, যারা ভারতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে।' 

কোহলি তাঁর সংস্থাকে আন্তর্জাতিকস্তরে ছড়িয়ে দিতে চান। অবসরপ্রাপ্ত ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম এভাবেই তাঁর প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন। কোহলি, ব্র্যান্ড এবং বিজ্ঞাপনের জগতে অন্যতম মুখ। দীর্ঘদিন ধরে তাঁর ম্যানেজার এবং ব্যবসায়িক পার্টনার ছিল বান্টি সাজদেহ। কিন্তু, গতবছর তাঁর সঙ্গে কোহলির বিচ্ছেদ হয়েছে। সাজদেহর সংস্থা দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিখ্যাত প্রতিভার ম্যানেজারির দায়িত্ব সামলাচ্ছে। রোহিত, শর্মা, ঋষভ পন্থ, কেএল রাহুলরা যেমন কর্নারস্টোনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। 

রিপোর্টে প্রকাশ যে কোহলির ১,০০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে। তাঁর, ঝকঝকে কর্মজীবন- পুমা, এমআরএফ, টিসট, পেপসি, কোলগেট, স্যামসোনাইট, ভালভোলাইন, অডি এবং পিএনবি-র মত বিশ্বব্যাপী কর্পোরেট সংস্থার সঙ্গে চুক্তিতে সহায়তা করেছে। দেরিতে হলেও তিনি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে জোর দিয়েছেন। যার মধ্যে রয়েছে বিমা, উদ্ভিদজাত খাদ্য উৎপাদন, সামাজিক নেটওয়ার্কিং স্টার্ট আপ, ক্রীড়া ব্র্যান্ড এবং জিম চেইন। পাশাপাশি, কোহলি ফুটবল এবং মোটর স্পোর্টস দলের যৌথ মালিক। একটি কফি ব্র্যান্ডেও তাঁর শেয়ার আছে। 

স্পোর্টিং বিয়ন্ড, এসব ব্যাপারেই তাঁকে সাহায্য করবে। এই সংস্থার বয়স তিন বছর। মালিক জয়বীর পানওয়ার। তিনি জানিয়েছেন, তাঁদের সংস্থা আসলে কোহলির এজেন্ট নয়। তবে, তাঁদের ভূমিকা অত্যন্ত নির্দিষ্ট। আর, কাজটাও বেশ সূক্ষ্ম। পানওয়ার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'স্পোর্টিং বিয়ন্ড বিরাটের এজেন্ট নয়। আমরা তাঁকে তাঁর সমস্ত ব্যবসায়িক স্বার্থে পরামর্শমূলক পরিষেবা দেব। আমরা বিশেষজ্ঞদের একটি দল নিয়ে কাজ করি।' 

পানওয়ার বলেন, 'কোহলি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখের অন্যতম। আমরা বহুজাতিক এবং দেশীয়, দুই ধরনের ক্লায়েন্টদের নিয়েই কাজ করি। মূলত আমরা ক্রীড়া সম্পত্তিতে বিনিয়োগের পরামর্শ দিই। আমাদের উদ্দেশ্য, সেরা ক্রীড়া প্রতিভা এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের সম্পদ পরিচালনা করতে সহায়তা করা।' শাস্ত্রীর ভূমিকা সম্পর্কে পানওয়ার বলেছেন, 'রবি কিছুদিন ধরেই আমাদের অন্যতম মালিক। আমাদের নিজেদের বিশেষজ্ঞ দলকে সম্পত্তি বাড়ানোর কাজে ব্যবহার করি। সম্প্রতি বানিজয় এশিয়ার সঙ্গে আমাদের পার্টনারশিপ সম্পর্ক তৈরি হয়েছে। লাইভ এবং নন-ফিকশন, সব ধরনের খেলাতেই আমরা সাহায্য করে থাকি।'

আরও পড়ুন- ফ্যামিলিকে ওয়েট করিয়ে সকলের সঙ্গে সেলফি তুলব নাকি! অস্ট্রেলিয়া যাওয়ার আগেই মেজাজ হারালেন বিরাট

কোহলি যখন অধিনায়ক ছিলেন, সেই সময় শাস্ত্রী ছিলেন টিম ইন্ডিয়ার কোচ। এবার ব্যবসায়িক ক্ষেত্রেও শাস্ত্রীই কোহলির পরামর্শদাতা হিসেবে থাকবেন। কোহলি আগেই একজন খেলোয়াড় হিসেবে সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন। এবার বেকহ্যাম, রজার ফেডেরার, সেরেনা উইলিয়ামস, মাইকেল জর্ডান ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মত সম্পত্তি বানানোর সুযোগও তাঁর থাকছে। এই স্মার্ট স্পোর্টিং কিংবদন্তিরা তাঁদের ক্রীড়া কেরিয়ারের সঙ্গেই উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে ব্যাপক অর্থ রোজগার করেছেন।

David Beckham Ravi Shastri Virat Kohli Cricket News
Advertisment