Advertisment

টেস্ট দলে কি বাতিল হচ্ছেন শুভমান! অবশেষে আসল সত্যি জানালেন রোহিত, ফাঁস বড় প্ল্যানিং

টেস্ট দলে শুভমনের ব্যাটিং পজিশন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
gill-rohit

শুভমান গিল এবং রোহিত শর্মা (টুইটার)

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট-এ ব্যর্থ হওয়ার পর শুভমন গিলের পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সেঞ্চুরিয়ন ব্যর্থতার পর বহু বিশেষজ্ঞের তোপের মুখে পড়েছে রোহিত ব্রিগেড। তার মধ্যে যে খেলোয়াড়দের বিরুদ্ধে বিশেষজ্ঞদের তোপ বেশি, তার অন্যতম শুভমন গিল। এই পরিস্থিতিতেই গিলের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর দাবি, লাল বলের ক্রিকেটে গিলের পারফরম্যান্স খুবই ভালো। নতুন ভূমিকায় ছন্দ খুঁজে পাওয়া গিলের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলেও মানতে নারাজ ভারত অধিনায়ক।

Advertisment

আরও পড়ুন- টি২০ বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে! রোহিতের ভবিষ্যৎ নিয়ে বিরাট আপডেট প্রকাশ্যে, খতম সব জল্পনা

দ্বিতীয় টেস্টের আগে শুভমনের ব্যাপারে রোহিত সাংবাদিকদের বলেন, 'ওপেন করা আর তিন নম্বর পজিশনে নামার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তিন নম্বরের ক্রিজে নামতে মাত্র এক বল লাগে। আর, কখনও সখনও ওপেনারের ইনজুরি হলে, তিন নম্বরকেই ইনিংস খুলতে হয়। আমি এটাতে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। গিল স্মার্ট এবং ব্যাটিংটা বেশ ভালোই বোঝে।'

আরও পড়ুন- অবশেষে বাদ ভারতকে ডুবিয়ে দেওয়া সেই খলনায়ক! লজ্জা বাঁচানোর কেপটাউনে ২ বদল ঘটিয়ে নামছেন রোহিতরা

শুভমান গিল ২০২৩ সালে টেস্ট ক্রিকেটে বিশেষ সাফল্য পাননি। ১১ ইনিংসে মাত্র ২৫৮ রান করেছেন। তাঁর নতুন ব্যাটিং পজিশনই এর পিছনে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বর্ডার-গাভাসকার ট্রফিতে সেঞ্চুরির পর, গিল সারা বছর একটিও অর্ধশতক করতে পারেননি। শুভমনের বদলে ওপেন করছেন যশস্বী জয়সওয়াল। যশস্বী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আত্মপ্রকাশ করেছেন।

আরও পড়ুন- রত্ন হারাল ভারত! IPL-এ বারবার বঞ্চিত তারকাই সম্পদ অস্ট্রেলিয়ার! ব্যাটে-বলে কাঁপাচ্ছেন বিগব্যাশ

এই প্রসঙ্গে রোহিত বলেন, 'শুভমন তিন নম্বর পজিশনই পছন্দ করেন। রঞ্জি ট্রফিতেও এই পজিশনের আশপাশে ব্যাট করেছেন। টেস্ট এবং সীমিত ওভারের খেলায় ওপেন করেছেন। কিন্তু, তিন নম্বরটি তাঁর পছন্দ ছিল। তিনি মনে করেন যে এই পজিশনে ব্যাটিং করে ভালো কিছু করতে পারবেন। এটা তাঁর নিজস্ব ভাবনা। আপনি কোন পজিশনে খেললে কেমন খেলতে পারবেন, এই ব্যাপারে প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে।'

আরও পড়ুন- নিলামের ভুলে বিধ্বস্ত ধোনির শিষ্য, পরিবার! মারাত্মক অভিযোগে বিদ্ধ দিল্লি ক্যাপিটালস

বিষয়টিকে স্পষ্ট করে রোহিত আরও বলেন, 'আমি যেমন তিন নম্বর ব্যাটিং করাটা খুব একটা পছন্দ করি না। এটা আমার মতামত। আমি মনে করি, হয় আমি ব্যাটিং ওপেন করব। অথবা, ৫ কিংবা ৬ নম্বরে নেমে ব্যাট করব। আবার, আমি যখন ওপেনিং শুরু করেছি, তখন সেই আমারই মনে হয় যে তিন থেকে সাত নম্বর পর্যন্ত পজিশনটা ঠিক না।'

Test cricket Shubman Gill Rohit Sharma India South Africa
Advertisment