Advertisment

KKR New Captain: নতুন ক্যাপ্টেন এবার রিঙ্কুই! IPL চ্যাম্পিয়ন KKR বড় আপডেটে ঝড় তুলতে চলেছে শীঘ্রই

IPL 2025: শ্রেয়সের জায়গায় নতুন ক্যাপ্টেন ঠিক করেই ফেলল কেকেআর। ২০২৪ আইপিএলজয়ী দল তাদের চ্যাম্পিয়ন টিমের অধিনায়ককে এবার ধরে না রাখায় জল্পনা শুরু হয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rinku, Shahrukh, রিংকু, শাহরুখ

Rinku-Shahrukh: রিঙ্কুর সঙ্গে শাহরুখের সম্পর্ক অত্যন্ত ভালো। (ছবি- আইপিএল)

Rinku Singh to replace Shreyas Iyer as KKR captain: আইপিএল ২০২৫-এ শ্রেয়াস আইয়ারের জায়গায় কেকেআরের অধিনায়ক হতে চলেছেন রিঙ্কু সিং। এমনটাই রিপোর্টে জানা গিয়েছে। শ্রেয়সকে এবার ধরে রাখেনি কেকেআর। আর, রিঙ্কুর মাইনে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলেই জল্পনা শুরু হয় যে শ্রেয়সের জায়গায় নতুন কাউকে দলনেতা করতে চাইছে কেকেআর। আর, তারপরই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে রিঙ্কুকে দলনেতা বানাতে চলেছে কেকেআর। যদিও সেনিয়ে কেকেআর এখনও কিছু স্পষ্ট করেনি। রিঙ্কু বর্তমানে ভারতীয় দলের সঙ্গে টি২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায়।

Advertisment

মেগা-নিলামের আগে নাইট রাইডার্স এবার বামহাতি রিঙ্কুর সঙ্গেই আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছে। রিঙ্কু নাইট রাইডার্সের হয়ে ৪৬ ম্যাচে ১৪৩ স্ট্রাইক রেটে ৮৯৩ রান করেছেন। ফ্র্যাঞ্চাইজি এবার তাঁর মাইনে করেছে ১৩ কোটি টাকা। 

রিঙ্কুকে অধিনায়ক করা হলে ফ্র্যাঞ্চাইজি নিলামের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করতে পারবে। তাঁকে ধরে রাখার পর নাইট রাইডার্সের তহবিলে এখন ৬৩ কোটি টাকা রয়েছে। এই টাকা দল আসন্ন মরশুমে অন্যান্য বিভাগকে শক্তিশালী করতে ব্যবহার করতে পারে। তাছাড়া রিঙ্কু ছয় বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছেন। দলের সাফল্যের স্বাদও পেয়েছেন। তাই তিনি ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিটাও ভালো করেই বোঝেন।

আরও পড়ুন- কলকাতাতেই এবার IPL শুরু, কলকাতাতেই শেষ! মেগা আপডেট পাওয়া গেল বৃহস্পতিবারই

সংক্ষিপ্ত ফরম্যাটে রিঙ্কু গত দুই মরশুমে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। ২৮ টি২০ ম্যাচে তিনি প্রায় ৫০ গড়ে ৪৯৯ রান করেছেন। তিনি শেষ পর্যন্ত ইনিংসে থাকেন। বেশিরভাগ ম্যাচেই ফিনিশারের ভূমিকায় রিঙ্কুকে দেখা যায়। এছাড়াও তাঁর সামনের দিকেও খেলার ক্ষমতা আছে। সেখানে খেলেও রিঙ্কু ইতিমধ্যে জাতীয় দলকে সাফল্য দিয়েছেন। প্রাক্তন বিশেষজ্ঞ খেলোয়াড়দের অনেকই রিঙ্কুকে রীতিমতো পছন্দ করেন। তাঁরা দাবি করেন যে রিঙ্কুর ভালো স্ট্রোক খেলার ক্ষমতা আছে। সেসব কথা মাথায় রেখেই কেকেআর এবার রিঙ্কুকেই অধিনায়ক করতে চলেছেন বলেই জল্পনা চলছে বিভিন্ন মহলে। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর রিয়াধে বসতে চলেছে আইপিএল নিলামের আসর। সেদিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা।

Shreyas Iyer Rinku Singh IPL KKR
Advertisment