Advertisment

IND vs SA 4th t20I: জোড়া সেঞ্চুরি করেও সেরা নন সঞ্জু! তারকা এই ভারতীয়ই দক্ষিণ আফ্রিকার সিরিজের ম্যান অফ দ্যা সিরিজ

Team India series win against South Africa: সঞ্জুর জায়গায় কে হলেন দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যান অফ দ্য সিরিজ, জেনে নিন ভারতীয় টি২০ দলের হালহকিকত

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson, Team India, সঞ্জু স্যামসন, টিম ইন্ডিয়া,

Sanju Samson-Team India: সঞ্জু স্যামসন শেষ টি২০ ম্যাচেও সেঞ্চুরি করেছেন। (ছবি- টুইটার)

IND vs SA, player of the series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের সিরিজ জয়ের অন্যতম কান্ডারি হলেও সঞ্জু স্যামসনকে, 'ম্যান অফ দ্য সিরিজ' পুরস্কার দেওয়া হল না। বদলে, টিম ইন্ডিয়ার ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের জন্য 'ম্যান অফ দ্য সিরিজ' পুরস্কার দেওয়া হল অন্য এক অলরাউন্ডারকে। সিরিজের দুটি ম্যাচে সেঞ্চুরি করা সঞ্জু বাকি দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। ১ম টি২০-তে তিনি সেঞ্চুরি করেছেন। আর, ৪র্থ টি২০-তে অপরাজিত সেঞ্চুরি করেছেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

Advertisment

ভারত চার ম্যাচের টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ১৩৫ রানের ব্যবধানে পরাজিত করেছে দ্য মেন ইন ব্লু। তাতেই সিরিজ জয়ের নিষ্পত্তি হয়েছে। এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল ২৮৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে শুরুতে উইকেট হারায়। শেষে ১৪৮ রানেই অলআউট হয়ে যায়।

সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন। উভয় ব্যাটসম্যানই অপরাজিত সেঞ্চুরি করেছেন। স্যামসন, মাত্র ৫৬ বলে ১০৯ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১৯৪.৬৪। তিনি ৯টি ছক্কা ও ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তিলক ২৫৫.৩২ স্ট্রাইক রেটে ব্যাট করে ৪৭ বলে ১২০ রান করেন। তিনি ১০টি ছক্কা ও ৯টি বাউন্ডারি মেরেছেন। ভার্মা ও স্যামসন দ্বিতীয় উইকেটে ২১০ রান করেন। দু'জনেই চার ইনিংসে দুটি করে সেঞ্চুরি করেছেন।

শেষ পর্যন্ত স্যামসন নন, প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন তিলক ভার্মা। এই ভারতীয় অলরাউন্ডার সিরিজে দু'বার তিন নম্বরে ব্যাট করেছেন। উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন। তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় তিন নম্বরে নেমেছিলেন। আর, নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

ম্যাচ শেষে তিলক বলেন, 'একটা মজার কথা হল, গত বছর যখন আমি যখন এখানে খেলেছিলাম, তখন প্রথম বলেই আউট হয়ে গেছিলাম। এবারের ইনিংস দল আর সিরিজের খুবই কাজে লেগেছে। এই পারফরম্যান্সটা ধরে রাখতে চাই। আমি শুধু নিজের খেলাটাই খেলতে চেয়েছি। শান্তভাবে সেটাই খেলেছি। একটা অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কখনও ভাবতেও পারিনি যে, দক্ষিণ আফ্রিকায় এই কঠিন পরিস্থিতিতে দুটো সেঞ্চুরি করব। এজন্য অধিনায়ক সূর্যকুমারকে ধন্যবাদ। শেষ ম্যাচে চোট পেয়েছি। তবে, আমি ঈশ্বর বিশ্বাসী। ভগবানের ইচ্ছায় সবটাই ভালোভাবে হয়েছে।'

আরও পড়ুন- ভারতের পারথ টেস্ট চলার সময়েই IPL মেগা নিলাম! একই চ্যানেলে কীভাবে দেখবেন দুই মেগা ইভেন্ট

তিলক সিরিজে বল করার সুযোগ পাননি। কারণ, ভারতের প্রথম একাদশে প্রচুর স্পিনার ছিল। সিরিজজয়ী খেলোয়াড়রা এবার ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। ভারতের পরবর্তী টি২০ ম্যাচ হবে ২০২৫ সালের জানুয়ারিতে। টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

Cricket News T20 Indian Cricket Team South Africa Cricket Team Sanju Samson Tilak Varma
Advertisment