Advertisment

IPL Mega Auction Timings: ভারতের পারথ টেস্ট চলার সময়েই IPL মেগা নিলাম! একই চ্যানেলে কীভাবে দেখবেন দুই মেগা ইভেন্ট

IPL 2025 mega auction: একই চ্যানেলে হবে জোড়া ইভেন্ট! কীভাবে নজর রাখা যাবে আইপিএল এবং পারথ টেস্টে একইসঙ্গে? চিন্তায় বিশেষজ্ঞদের অনেকেই। তবে অনেকে আবার অন্য পথ দেখাচ্ছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL, Indian Test Team, আইপিএল, ভারতীয় টেস্ট দল

IPL-Auction: নিলামে নথিভুক্ত খেলোয়াড়দের তালিকা ইতিমধ্যে ঘোষিত হয়েছে। (ছবি- আইপিএল)

IPL 2025 Auction: আইপিএল ২০২৫ মেগা নিলামের সময় ঘোষণা করা হয়েছে। ভারতের পার্থ টেস্টের সঙ্গে সেটা একইসময় পড়েছে। যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞদের অনেকে। এমাসের শেষ সপ্তাহে আইপিএলের মেগা নিলাম। আর, পার্থ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। এনিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার বিসিসিআইয়ের আইপিএল কমিটি নথিভুক্ত ৫৭৪ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যেই অনেকেই রয়েছেন বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া ভারতীয় দলে।

Advertisment

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর এই বহুল প্রতীক্ষিত মেগা-নিলাম সৌদি আরবের জেড্ডায় ২৪ এবং ২৫ নভেম্বর হবে। যা নিয়ে ইতিমধ্যেই ভক্ত এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। দু'দিনই নিলাম শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। আর, পার্থ-এ খেলা শুরু হবে সকাল ৭টা ৫০-এ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিলাম যেহুতু বিকেলে হবে, ততক্ষণে দিনের খেলা শেষ হয়ে যাবে। তার ফলে নিলামের সঙ্গে পার্থ টেস্ট-এর সময়গত কোনও বিরোধ হওয়ার সম্ভাবনা নেই। আর, ওই টেস্ট-এর ফয়সালা যদি আড়াই দিনের মধ্যেই হয়ে যায়, তবে তো নিলামের কোনও প্রভাব পার্থ টেস্ট-এর ওপর পড়া অসম্ভব।

তারপরও বিশেষজ্ঞদের একাংশের দাবি, দুটো ইভেন্টই যখন একসঙ্গে চলবে, তখন সময়গত পার্থক্য এড়ানো গেলেও খেলোয়াড় ও দর্শক এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মনের ওপর পার্থ টেস্ট-এর প্রভাব পড়তে বাধ্য। খেলোয়াড়রা তাই চেষ্টা চালাবেন পার্থ টেস্ট-এ ভালো পারফর্ম করে ফ্র্যাঞ্জাইজি কর্তাদের নজর টানতে। আর, ফ্র্যাঞ্চাইজি কর্তারা খেলোয়াড়দের ফর্ম এবং চোট-আঘাতের খবর রাখবেন।

সে যাই হোক, এবারের আইপিএলে নিলামে নথিভুক্ত হওয়ার জন্য ১,৫৭৪ জন প্রথমসারির ক্রিকেটার আবেদন করেছিলেন। তার মধ্যে ৫৭৪ জন খেলোয়াড়কে স্থান দিয়েছেন আইপিএল কর্তারা। তার মধ্যে ৪৮ জন ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়। সব মিলিয়ে আসন্ন আইপিএলের নিলামে জায়গা পেয়েছেন মোট ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। আর, ১৯৩ জন অন্যান্য দেশের জাতীয় দলের খেলোয়াড়-সহ নিলামে উঠবেন ২০৮ জন বিদেশি খেলোয়াড়। এই সব খেলোয়াড় ১২টি দেশের ক্রিকেটার। 

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগেই চরম সুসংবাদ রোহিতের! ঘরে কোল আলো করে এল নতুন 'অতিথি'

নিলামে ওঠা খেলোয়াড়দের তারকা খেলোয়াড় এবং উদীয়মান প্রতিভা, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো বর্তমান পারফরম্যান্স এবং খেলোয়াড়ের রেকর্ড বিবেচনা করেই স্কোয়াড বানাবে। আর, সেই জন্যই বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের প্রতি ফ্র্যাঞ্চাইজি কর্তাদের নজর থাকবে বলেই বিশেষজ্ঞদের একাংশের মত।

IPL Mega Auction Cricket News ipl auction Border-Gavaskar Trophy Indian Cricket Team
Advertisment