Advertisment

Aakash Chopra on Rinku Singh batting order: রিংকুর সঙ্গে অন্যায় হচ্ছে টিম ইন্ডিয়ায়! ক্ষোভে ফুঁসে উঠলেন এবার প্রাক্তন তারকা

South Africa vs India 1st T20I: জাতীয় দলে অবিচারের বলি রিংকু সিং, বড় অভিযোগ ভাসিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে রিংকু মাত্র ১১ রান করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh, Gautam Gambhir, Rohit Sharma, রিংকু সিং, গৌতম গম্ভীর, রোহিত শর্মা,

Rinku Singh-Gautam Gambhir-Rohit Sharma: রিংকু সিরিজের প্রথম ম্যাচে রান না পাওয়ায় উদ্বিগ্ন চোপড়া। (ছবি- টুইটার)

Rinku Singh batting order in Team India: দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় সত্ত্বেও দলের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠল। রিংকু সিং প্রথম টি২০ ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে এসেছিলেন। কিন্তু, তিনি ১০ বলে মাত্র ১১ রান করে আউট হয়ে যান। জেরাল্ড কোয়েটজির বলে তিনি শেষ ওভারে আউট হন। আর, এরপরই প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া টি২০ জাতীয় দলে রিংকু সিংয়ের ব্যাটিং পজিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisment

অবশ্য ডারবানের প্রথম ম্যাচে ৬১ রানে জিতেছে টিম ইন্ডিয়া। তার ফলে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে দ্য মেন ইন ব্লু, ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন বাহিনী ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই দক্ষিণ আফ্রিকাকে টেক্কা দিয়েছে। সঞ্জু স্যামসন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। যার দৌলতে ভারতের রান ২০০ ছাড়িয়ে যায়। তার মধ্যেই রিংকুকে কেন ছয় নম্বরে নামানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আকাশ চোপড়া। তিনি অভিযোগ করেছেন, রিংকুর সঙ্গে টিম ম্যানেজমেন্ট ন্যায়সংগত আচরণ করছে না। 

এই ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, 'আমরা কি রিংকুর সঙ্গে ন্যায়সংগত আচরণ করছি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কেন এই প্রশ্ন করছি? কারণ, রিংকু বরাবরই পাওয়ার প্লেতে ভালো রান করেছে। কিন্তু, সেখানে তাঁকে খেলতে দেওয়া হল না।' আকাশ চোপড়ার একথা বলার কারণ, ২৭টি টি২০ ম্যাচে রিংকু ৪৯০ রান করেছেন। তিন থেকে পাঁচ নম্বরে ব্যাট করেই তাঁর বেশিরভাগ রান এসেছে। তিন থেকে পাঁচ নম্বরের মধ্যে নেমে ১০ ইনিংসে রিংকু ১৭৮.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৩০৫ রান।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় বিদায়ঘণ্টা গম্ভীরের! কিংবদন্তি ভারতীয়কে হেড কোচ করা প্রায় চূড়ান্ত জয় শাহদের

প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া এই প্রসঙ্গে, আন্দ্রে রাসেল এবং হার্দিক পান্ডিয়ার উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, রিংকু এখনও রাসেল বা পান্ডিয়ার মত পরিণত নন। তাই যেখানে খুশি নামালেই তিনি মিডল অর্ডারে ইনিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'আমি একথা বলছি, কারণ রিংকু খেলাটা শেষ করতে জানে। তবে, ও শুধু একজন ফিনিশারই না। আমার মনে হয় ও জানে যে কীভাবে খেলাটা চালিয়ে যেতে হয়। ও ছক্কা মারছে কিন্তু ও এখনও এমন পরিণত নয় যে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। যেটা আন্দ্রে রাসেল বা হার্দিক পান্ডিয়া পারবে, সেটা রিংকু পারবে না। তাই ওকে ব্যাটিং অর্ডারে আরও আগেই নামনো উচিত।'

Rinku Singh Team India Aakash Chopra T20
Advertisment