Advertisment

IND vs SA 4th t20I: বিরাট ছক্কায় কাঁদালেন সুন্দরীকে! ম্যাচের পরেই ক্ষমা চেয়ে নিলেন বিধ্বংসী সঞ্জু

IND vs SA 4th t20I: সুন্দরীকে ছক্কা হাঁকিয়ে কেন ক্ষমা চাইলেন সঞ্জু, জেনে নিন আসল কারণ, তরুণীর কান্না দেখে উপস্থিত সবাই রীতিমতো স্তব্ধ হয়ে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson, সঞ্জু স্যামসন

Sanju Samson: শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেন সঞ্জু। (ছবি- ফেসবুক)

IND vs SA: ওয়ান্ডারার্সে সঞ্জু স্যামসনের মারা ছয়ের বল লেগে আহত হলেন এক দর্শক। তাতে ক্ষমা চেয়ে নিয়েছেন ভারতীয় ব্যাটার। শুক্রবার জোহানেসবার্গে চতুর্থ টি২০-র সময় ত্রিস্তান স্টাবসের ১০ম ওভারে স্যামসনের বিধ্বংসী শট মিড-উইকেটের ফেন্সিং টপকে ওই মহিলা ভক্তের মুখে লাগে। তাতেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা দর্শক। সিরিজের নির্ণায়ক এই ম্যাচে স্যামসন ও তিলক ভার্মা ২১০ রানের জুটি বানিয়ে দক্ষিণ আফ্রিকার ১৩৫ রানে হার কার্যত নিশ্চিত করে দেন। প্রোটিয়াদের বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।  

Advertisment

স্যামসন আগের দুটো ম্যাচে শূন্য রানে আউট হলেও ফের সেঞ্চুরির রাস্তায় ফিরলেন। আর, তিলক ভার্মার এটাই ছিল দক্ষিণ আফ্রিকা সিরিজে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি। এই জুটি ম্যাচে ১৯টি ছক্কা মেরেছে। আইসিসির পূর্ণকালীন সদস্যদের টি২০ ম্যাচে এটাই সর্বাধিক ছক্কার নজির। তার মধ্যেই স্টাবসের বলে সঞ্জুর ছয় মিড উইকেটের ওপর দিয়ে ফেন্সি টপকে গিয়ে ওই মহিলা দর্শকের মুখের বাম পাশে লাগে। তাতে যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন ওই মহিলা। প্রাথমিকভাবে তাঁর মুখের বাম দিকে বরফের প্যাক দিতে হয়। তা দেখে সঞ্জু ওই স্ট্যান্ডের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন।  

ম্যাচে স্যামসন ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৯টি ছয় মেরেছেন। আর, তিলক ভার্মা ৪৭ বলে অপরাজিত ১২০ রান করেন। তিনি ১০টি ছক্কা মারেন। ৩০ বছর বয়সি কেরলের ব্যাটার সঞ্জু, চার ইনিংস মোট ১৯টি ছক্কা হাঁকিয়েছেন। তার মধ্যে ১০টি মেরেছিলেন ডারবানে প্রথম টি২০ ম্যাচে। আর, তিলক মেরেছেন মোট ২০টি ছক্কা। ওয়ান্ডারার্সে সঞ্জু ও তিলকের তাণ্ডবের ওপর ভরসা করেই ভারত ১ উইকেটে তোলে ২৮৩ রান। যা, বিদেশের মাটিতে টি২০-তে ভারতের সর্বোচ্চ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনও দেশের টি২০ ক্রিকেটে তোলা সর্বোচ্চ রান। সঞ্জু ও তিলক মিলে ৯৩ বলে করেছেন ২১০ রান। যা, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। দ্বিতীয় উইকেটে তোলা ভারতের সর্বোচ্চ রানের ইতিহাসও তৈরি হল শুক্রবার।

আরও পড়ুন-১৩ বছরেই এবার IPL নিলামে! ইতিহাস গড়ে নিজের বেস প্রাইসে চমকে দিল বালক

 বোলিংয়েও শুক্রবার ভারতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আরশদীপ সিং তিন ওভারে তিনটি উইকেট তুলে নেন। যার ফলে ১৮.২ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। স্যামসন এদিন ৫১ বলে সেঞ্চুরি করেছেন। আর, তিলক ভার্মা করেছেন ৪১ বলে। অভিষেক শর্মাও শুক্রবার বেশ ভালো খেলেছেন। তিনি ১৮ বলে চারটি বিশাল ছক্কা-সহ ৩৬ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার অ্যান্ডিলে সিমেলেন তিন ওভারে দিয়েছেন ৪৭ রান। লুথো সিপামলা ৪ ওভারে দিয়েছেন ৫৮ রান। তিনিই অভিষেক শর্মার উইকেটটি নিয়েছেন। 

Cricket News T20 Indian Cricket Team South Africa Cricket Team Sanju Samson Tilak Varma
Advertisment