হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত। সেঞ্চুরিয়নে লজ্জার পরাজয় নড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে। কেপ টাউনে একাধিক বদল ঘটিয়েই খেলতে নামবে ভারত। লজ্জার হার ভারতকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। ছুটি না নিয়েই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল।
তড়িঘড়ি ভিত্তিতে ভারত স্কোয়াডে চোট পাওয়া মহম্মদ শামির বদলে ডেকে নিয়েছে আবেশ খানকে। এবার জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন রবীন্দ্র জাদেজা। প্ৰথম টেস্টে পিঠে স্প্যাজমের কারণে খেলতে পারেননি জাদেজা। রোহিত শর্মা টসের সময়েই জানিয়ে দেন, জাদেজা খেলতে পারবেন না।
জাদেজার জায়গায় খেলতে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে একেবারেই ছাপ ফেলতে পারেননি দক্ষিণী স্পিনার। ১৯ ওভার বল করে ৪১ রান খরচ করে ১টি মাত্র উইকেট নেন। রান বেশি না দিলেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিতে ব্যর্থ হয়েছেন অশ্বিন। ব্যাট হাতেও দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। এবার জাদেজা সুস্থ হয়ে ওঠায় আপাতত স্বস্তিতে রোহিত শর্মারা। এতে কেপ টাউনে লোয়ার অর্ডার আরও শক্তিশালী হবেই বলে জানা যাচ্ছে।
জাদেজা প্রথম টেস্ট চলাকালীন-ই ফিট হয়ে উঠেছিলেন। তৃতীয় দিনের অনুশীলনে শর্ট রানিং করছিলেন তিনি। এমনকি থ্রো করতেও দেখা গিয়েছে তাঁকে। ফিটনেস ড্রিলিংয়েও অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে।
তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকে জাদেজা ২০ মিনিট বোলিং অনুশীলন করেন। তাঁকে সেই সময় গভীরভাবে পর্যবেক্ষণ করেন দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত। এতেই কার্যত স্পষ্ট হয়ে যায় জাদেজার দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করার বিষয়টি। এতে অশ্বিনকে বাদ পড়তে হবে।