IND vs WI 1st ODI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ ছিনিয়ে নিয়েছে ভারত। এবার লক্ষ্য় ওয়ানডে। রবিবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে কায়রন পোলার্ডদের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচ খেলছেন বিরাট কোহলিরা।
এদিন টসে জিতে কায়রন পোলার্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। যা দেখে বিরাট কোহলি চমকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন এরকম শুষ্ক পিচে তিনি প্রথমে ব্য়াট করতেই চেয়েছিলেন।
পোলার্ডের বল করার সিদ্ধান্ত যে খুব একটা ভুল না তা প্রমাণ হয়ে গিয়েছিল ম্য়াচের সাত ওভারের মধ্য়েই। রোহিত শর্মাকে রেখে কেএল রাহুল ও বিরাট কোহলি চলে গিয়েছিলেন ড্রেসিংরুমে। শেলডন কটরেলের শিকার হন দুই ব্য়াটসম্য়ানই। রাহুল মাত্র ৬ রান করে হেটমায়ারের হাতে ক্য়াচ তুলে দেন। কোহলি ক্লিন বোল্ড হয়ে গেলেন।
আরও পড়ুন-IND vs WI 1st ODI: সারমেয়র দৌরাত্ম্য়ে চিপকে থামল খেলা, দেখুন ভিডিও
এরপর ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন হিটম্য়ান। পাশে পান শ্রেয়স আয়ারকে। রোহিত-আয়ারের জুটি প্রায় সেটই হয়ে গিয়েছিল। কিন্তু পোলার্ডের বলে আলজারি জোসেফের হাতে ক্য়াচ তুলে দেন। ৫৬ বলে ৩৬ করে ফিরে যান তিনি। ১৯ ওভারের মধ্য়েই ভারত তিন উইকেট হারিয়ে ফেলে ৮০ রান তুলতে গিয়ে।
Going strong and how ????
100-run partnership comes up between @ShreyasIyer15 & @RishabhPant17 ????????#INDvWI pic.twitter.com/wxwRRjwX4M
— BCCI (@BCCI) December 15, 2019
আরও পড়ুন-হোটেলের সেই ওয়েটারকে খুঁজছেন শচীন, যার পরার্মশে বদলে গিয়েছিল তাঁর খেলা
এবার আয়ার এবং ঋষভ পন্থ দুরন্ত ভাবে খেলাটা ধরে নেন। ১১৪ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ৮৮ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলে ফেরেন আয়ার। এদিন কেরিয়ারের পঞ্চম ওয়ানডে শতরানের স্বাদ পান তিনি। পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্য়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন আয়ার। আয়ার ফেরার পর পন্থও ফিরে যান। ভারতের উইকেটকিপার-ব্য়াটসম্য়ানের হাত থেকে এসেছে ৬৯ বলে ৭১ রান। সাতটি চার ও একটি ছয় মারেন তিনি। আর দু'জনেই ফিরে যান পোলার্ডের হাতে ক্য়াচ আউট হয়ে।
Innings Break!#TeamIndia post a total of 287/8 on the board. Will the bowlers defend the target?#INDvWI pic.twitter.com/M3cK7miq0N
— BCCI (@BCCI) December 15, 2019
এরপর কেদার যাদব ও রবীন্দ্র জাদেজা মিলে চেষ্টা করেন ভারতের স্ট্রাইক রোটেট করার। ঝোড়ো ইনিংসই উপহার দেন তাঁরা। যাদব ৩৫ বলে ৪০ ও জাদেজা ২১ বলে ২১ করে ফিরে যান। শেষে দীপক চাহার (৭) শিবম দুবের (৯) সৌজন্য়ে ভারত নির্ধারিত ওভারে ২৮৭ তোলে।