Advertisment

ভিডিও: চর্চায় জাদেজার রান আউট, কোহলি বলছেন ক্রিকেট এই ঘটনা তিনি দেখেননি

IND vs WI 2019, 1st ODI: ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্য়াচ হয়ে যাওয়ার পরেও চর্চায় চেন্নাই। আলোচনার কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজার বিতর্কিত রানআউট।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli on Ravindra Jadeja’s controversial run out

ভিডিও: চর্চায় জাদেজার রানআউট, কোহলি বলছেন ক্রিকেট এই ঘটনা তিনি দেখেননি

IND vs WI 2019, 1st ODI:  ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্য়াচ শেষ। তবুও চর্চায় চেন্নাই। আলোচনার কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজার বিতর্কিত রান আউট। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিরক্ত বিরাট কোহলি।

Advertisment

ভারতের ইনিংসের ৪৮ নম্বর ওভারের ঘটনা। ভারত তখন ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ২৬৯ রান। ক্রিজে তখন জাদেজা ও শিবম দুবে। জাদেজা বলটাকে পায়ের কাছে ব্লক করেই সিঙ্গেলের জন্য় দৌড় লাগিয়েছিলেন। রস্টন চেজ ছুটে এসে জাদেজাকে রানআউট করে দেন।

আরও পড়ুন-হোপ-হেটমায়ারের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ভারত

ভিডিও রিপ্লে-তে বোঝা যায় যে, এটা পরিস্কার রান আউট। কিন্তু সমস্য়া ছিল অন্য় জায়গায়। অনফিল্ড আম্পায়ার প্রথমে এই আউটের আবেদন নাকচ করে দেন। তৃতীয় আম্পায়ারের ওপরেই সিদ্ধান্ত ছেড়ে দেন তিনি। কিন্তু ততক্ষণে বলটি ডেড হয়ে গিয়েছিল।

দেখুন আউটের সেই ভিডিও

ভারত অধিনায়ক কোহলি বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরির সঙ্গে কথা বলে নিজের উষ্মা প্রকাশ করেন। কোহলি ম্য়াচের পরে সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দেন। তিনি বললনে,“ ফিল্ডার জানতে চেয়েছিল এটা আউট কিনা? অনফিল্ড আম্পায়ার বলেন নট আউটয। গল্প এখানেই শেষ। যারা টিভি দেখছেন তাঁরা বলে দিতে পারেননা যে, আম্পায়ার যেন আবার রিভিউ করেন। আমি জীবনে এরকম কিছু ক্রিকেটে দেখিনি। আমি জানি না কোথায় এই নিয়ম আছে। আমার মনে হয় ম্য়াচ রেফারি এবং আম্পায়াররা আবার এটা দেখুক। নিজেরাই সিদ্ধান্ত নিক। ”

আরও পড়ুন-IND vs WI 1st ODI: সারমেয়র দৌরাত্ম্য়ে চিপকে থামল খেলা, দেখুন ভিডিও

ঘটনাচক্রে বিজয়ী দলের ক্য়াপ্টেন কায়রন পোলার্ডও বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। তিনি বলছেন, “দিনের শেষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাতেই আমি খুশি। প্রথমে আমরা আবেদন জানিয়েছিলাম। কিন্তু তখন আউট দেওয়া হয়নি। পরে ঠিক সিদ্ধান্ত নেন তাঁরা।”

Virat Kohli India Ravindra Jadeja
Advertisment