Advertisment

IND vs ZIM 4th T20 Playing 11: ধোনির দলের বোলারের অভিষেক এবার টিম ইন্ডিয়ার জার্সিতে! শনিবারের ম্যাচেই টিম ইন্ডিয়ার ১১-য় বড় বদল

India vs Zimbabwe Playing 11 Prediction: সিএসকের হয়ে ১৭ উইকেট নেওয়া তারকা অভিষেক ঘটাতে চলেছেন টিম ইন্ডিয়ার হয়ে

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, BCCI

Indian Cricket Team: টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

IND vs ZIM 4th T20,India vs Zimbabwe Playing XI: জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়ায় ঢুকতে পারেন সিএসকের এক খেলোয়াড়। যার ফলে ভারতের প্রথম একাদশ রদবদল হওয়ার সম্ভাবনা। বর্তমানে ভারত জিম্বাবোয়েতে টি২০ সিরিজ খেলছে। পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ ম্যাচ রয়েছে শনিবার (১৩ জুলাই)। সেই ম্যাচেই প্রথম একাদশে রদবদল হতে পারে।

Advertisment

ভারতীয় সময় বিকেল ৪টা ৩০-এ ম্যাচ শুরু হবে। ম্যাচ হবে হারারেতেই। এখনও পর্যন্ত এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এবার চতুর্থ ম্যাচও ভারত জিতে নিলে ব্যবধান বেড়ে হবে ৩-১। আর সিরিজে টিম ইন্ডিয়ার জয়ও নিশ্চিত হয়ে যাবে। সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরেছিল। কিন্তু, শুভমন গিলের নেতৃত্বাধীন পরপর দুটো ম্যাচে বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে জিম্বাবুয়েকে সিরিজে পিছনে ফেলে দিয়েছে।

সিরিজে সুবিধাজনক অবস্থায় থাকা ভারত এবার চতুর্থ ম্যাচে আইপিএলে সিএসকের হয়ে খেলা পেসার তুষার দেশপাণ্ডেকে নামানোর কথা ভাবছে। শেষ পর্যন্ত শনিবারের ম্যাচে দেশপাণ্ডে নামলে সেটাই হবে ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে তাঁর প্রথমবার খেলতে নামা। দেশপাণ্ডে ভালো খেলতে পারলে ভবিষ্যতে তাঁর ইন্ডিয়া টিমে জায়গা পাওয়ার রাস্তা পাকা হবে। আর, টিম ইন্ডিয়াও একজন ভালো বোলার পেয়ে যাবে।

আরও পড়ুন- ক্রিকেটারদের চূড়ান্ত অপমান সাইনার, ব্যাডমিন্টন সুন্দরীকে পাল্টা হুমকি KKR তারকার

কিন্তু, প্রশ্ন হল যে তুষার কার জায়গায় দলে ঢুকবেন? আর, এখানেই শোনা যাচ্ছে যে আভেশ খানকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গাতেই প্রথম একাদশে ঢুকতে পারেন তুষার দেশপাণ্ডে। এবারের আইপিএলে দেশপাণ্ডে ১৩ ম্যাচে ১৭ উইকেট নিয়েছে। তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

তবে, শুধু দেশপাণ্ডের জায়গায় রদবদল হবে, তা কিন্তু, নয়। শোনা যাচ্ছে যে রিয়ান পরাগ আর ধ্রুব জুরেলকেও চতুর্থ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এখন পর্যন্ত ঠিক আছে, ভারতের ইনিংসের ওপেন করবেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ম্যাচে শতরান করা অভিষেক শর্মা নামবেন তিন নম্বরে। চার নম্বরে নামবেন রুতুরাজ গায়কোয়াড়। অঞ্জু স্যামসনের পাঁচ নম্বরে নামার কথা। তিনি উইকেটরক্ষকের দায়িত্বও সামলাবেন। ছয়ে নামতে পারেন শিবম দুবে। সাতে রিংকু সিং। এরপর নামবেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। নয়ে নামবেন স্পিনার রবি বিষ্ণোই। বাকি দুই বোলার খলিল আহমেদ ও তুষার দেশপাণ্ডে দলের পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন।

একনজরে ভারতীয় একাদশ
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ।

Cricket News T20 Indian Cricket Team Indian Team Zimbabwe Cricket Team Team India
Advertisment