IND W beats ENG W in 4th T20 Match: ব্রিটিশদেরর মাটিতে ইতিহাস ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team)। প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে কোনও T20 সিরিজ জিতল তারা। এই জয় আরও বিশেষ কারণ সামনের এক বছরের মধ্যেই T20 বিশ্বকাপও রয়েছে। ২০২২ সালে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর ভারতের মহিলা দলের এটি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বড় জয়।
স্পিনের জালে জড়াল ইংল্যান্ড
বুধবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলা ম্যাচে ভারতকে জেতালেন স্পিনাররাই। রাধা যাদব ও এন শ্রীচরণি মিলে মোট আট ওভারে মাত্র ৪৫ রান খরচ করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন, যার ফলে ইংল্যান্ডকে ১২৬ রানে আটকে রাখা সম্ভব হয়।
আরও পড়ুন শুভমানদের হারের বদলা নিল ভারতের বাঘিনীরা, ইংল্যান্ডে ফের উড়ল তিরঙ্গা
সহজেই ছয় উইকেটে জয়
জবাবে ব্যাট করতে নেমে ভারত তিন ওভার বাকি থাকতেই ছয় উইকেটে জয় তুলে নিল। পাঁচ ম্যাচের T20 সিরিজে ভারত এখন ৩-১ ব্যবধানে এগিয় আছে। ১২ জুলাই শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার, যা জিতে ইংল্যান্ড মর্যাদা বাঁচাতে চাইবে।
স্পিনের পর ব্যাটারদের দাপট
টার্গেট তাড়া করতে নেমে শেফালি ভার্মা আক্রমণাত্মক মেজাজে শুরু করেন। তাঁর অভিজ্ঞ সঙ্গী ও দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাও দারুণ শট খেলেন। দু’জনে মিলে মাত্র সাত ওভারে ৫৬ রান জুড়ে ইংল্যান্ডকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন। পরে জেমাইমা রড্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ঠান্ডা মাথায় খেলে ভারতের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন ঐতিহাসিক শতরান, স্মৃতির তাণ্ডবে 'ভূমিকম্প' ইংল্যান্ডে! বুঝিয়ে দিলেন 'খেলা হবে'
দীপ্তি শর্মার রেকর্ড
ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই বিপর্যয় নামে। শুরুতেই স্পিনাররা চাপ সৃষ্টি করে পাওয়ার প্লে-র মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে দেন। দীপ্তি শর্মা গুরুত্বপূর্ণ সময়ে সোফিয়া ডাঙ্কলির উইকেট নিয়ে নতুন ইতিহাস লিখলেন। মহিলা T20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া স্পিনার হয়ে গেলেন তিনি। রাধা যাদব অসাধারণ ডাইভ দিয়ে এই উইকেটের জন্য দুর্দান্ত ক্যাচ ধরেন। ইংল্যান্ড মিডল ওভারে একটাও বাউন্ডারি মারতে পারেনি। ১৯তম ওভারে সোফি এক্লেস্টোন একাই দুই ছক্কা ও এক চারে কোনওভাবে দলকে ১২৬ পর্যন্ত নিয়ে যান।