IND W vs ENG W 2nd T20: শুভমানদের হারের বদলা নিল ভারতের বাঘিনীরা, ইংল্যান্ডে ফের উড়ল তিরঙ্গা

India W vs England W 2nd T20: ৪০ বলে অপরাজিত ৬৩ রান করার পাশাপাশি ২৮ রান দিয়ে এক উইকেট নেওয়ায় আমনজোৎ কৌরকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়েছে।

India W vs England W 2nd T20: ৪০ বলে অপরাজিত ৬৩ রান করার পাশাপাশি ২৮ রান দিয়ে এক উইকেট নেওয়ায় আমনজোৎ কৌরকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Women Cricket Team: ইংল্যান্ডের মাটিতেই ব্রিটিশ বধ হরমনপ্রীতদের

India Women Cricket Team: ইংল্যান্ডের মাটিতেই ব্রিটিশ বধ হরমনপ্রীতদের

India W vs England W 2nd T20 International Match Highlights: এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বিরাট সুখবর ভারতীয়দের জন্য। ছেলেদের হারের বদলা নিল ভারতের বাঘিনীরা। ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দল ইংল্যান্ডকে টানা দ্বিতীয় T20 ম্যাচেও হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। কাউন্টি গ্রাউন্ডে খেলা এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জেমাইমা রডরিগেজ এবং আমনজোৎ কৌরের দুর্দান্ত ৬৩-৬৩ রানের ইনিংসের সাহায্যে ভারতীয় মহিলা দল স্কোরবোর্ডে ১৮১/৪ রান তুলেছিল।

Advertisment

জবাবে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রানই করতে পেরেছে। ২৪ রানে হারের পরে ইংলিশ দল এখন যেকোনও মূল্যে ৪ জুলাই দ্য ওভালে হতে যাওয়া তৃতীয় ও নির্ণায়ক ম্যাচ জিততে চাইবে, না হলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। প্রথম ম্যাচে ভারত ৯৭ রানের বিশাল ব্যবধানে জিতেছিল।

আরও পড়ুন ভয়ঙ্কর নাশকতার ছক! টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে 'বোমাতঙ্ক'?

৪০ বলে অপরাজিত ৬৩ রান করার পাশাপাশি ২৮ রান দিয়ে এক উইকেট নেওয়ায় আমনজোৎ কৌরকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়েছে।

Advertisment

এদিন প্রথমে ব্যাট করতে শুরুটা নড়বড়ে হয় ভারতের মেয়েদের। তখন জেমাইমা রডরিগেজ ও আমনজোৎ কৌর দুর্দান্ত হাফসেঞ্চুরি করে দলকে বিপদের মুখ থেকে বের করে আনেন। এরপর ভারতীয় বোলাররা দারুণ বোলিং করে ইংল্যান্ডের চ্যালেঞ্জকে ব্যর্থ করে দেন। যদিও ট্যামি বোমন্ট চার বছর পর নিজের প্রথম T20 হাফসেঞ্চুরি করেন।

আরও পড়ুন দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি গিল-গম্ভীরের, ২ ম্যাচ উইনার বোলারকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া?

ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে বড় হারের পরও ইংল্যান্ড একই দল ও কৌশল নিয়ে মাঠে নামে এবং টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শুরুতে ইংল্যান্ডের পেসাররা ভারতকে পাওয়ার প্লে-তে চেপে ধরে। মাত্র ৩১ রানে ৩ উইকেট হারায় ভারত। কিন্তু জেমাইমা ও আমনজোতের ৯৩ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন শোধরাতে হবে এই ৩ ভুল, তাহলেই দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত টিম ইন্ডিয়ার

India vs England Indian Women Cricket Team