IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত

India women win T20 series England: ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় করল ভারতের মহিলা ক্রিকেট দল। ইতিপূর্বে টিম ইন্ডিয়া কখনও ইংরেজদের বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সিরিজ জিততে পারেনি।

India women win T20 series England: ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় করল ভারতের মহিলা ক্রিকেট দল। ইতিপূর্বে টিম ইন্ডিয়া কখনও ইংরেজদের বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সিরিজ জিততে পারেনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Women Cricket Team

ভারতের মহিলা ক্রিকেট দল

IND W vs ENG W: শেষ হল ভারত বনাম ইংল্যান্ড মহিলা টি-২০ সিরিজ। এই সিরিজের পঞ্চম ম্য়াচে ইংল্যান্ডের পাল্লা অনেকটাই ভারী ছিল। আর সেকারণে তারা জয়লাভও করেছে। যদিও, এই হারের পরও টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) ব্রিটিশভূমে এক বড় কৃতিত্ব অর্জন করেছে। এই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে ভারতের মহিলা ক্রিকেট দল কোনও টি-২০ সিরিজে জয়লাভ করল। সত্যিই এটা অনেক বড় একটা ব্যাপার।

Advertisment

পঞ্চম টি-২০ ম্য়াচে পরাস্ত ভারত

পঞ্চম টি-২০ ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল। সিরিজের শেষ ম্য়াচটি এজবাস্টনে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ওপেনার শেফালি বর্মা ৪১ বলে ৭৫ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। তিনি মোট ১৩ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। জবাবে ইংল্যাান্ডও দুর্দান্ত ব্যাটিং করে। ম্য়াচের শেষ বল পর্যন্ত দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষ বলে ইংল্যান্ডের জয়ের জন্য ১ রান দরকার ছিল। অরুন্ধতী রেড্ডির বলে সোফি একলেস্টন দৌড়ে একটা রান চুরি করে নেন এবং ইংল্যান্ড ৫ উইকেটে এই ম্য়াচে জয়লাভ করে।

Advertisment

Smriti Mandhana net worth: বিখ্যাত গায়িকার ভাই-ই বয়ফ্রেন্ড! প্রেমিকের থেকে অনেক বেশি ইনকাম জাতীয় ক্রাশ স্মৃতি মান্ধানার

ভারত ৩-২ ব্যবধানে জিতল এই সিরিজ

ইংল্যান্ডের মাটিতে ভারত এর আগে কখনও টি-২০ সিরিজ জিততে পারেনি। আর সেকারণেই হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির কাছে লড়াইটা বেশ চ্যালেঞ্জিং ছিল। সিরিজের প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের সামনে ২১১ রানের টার্গেট দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ১১৩ রানেই অলআউট হয়ে যায়। ৯৭ রানে ভারত ওই ম্য়াচে জয়লাভ করেছিল। সিরিজের দ্বিতীয় ম্য়াচেও জয়লাভ করে টিম ইন্ডিয়া। ভারত ১৮২ রানের টার্গেট ইংল্যান্ডকে দিয়েছিল। জবাবে ব্রিটিশ মহিলারা ২০ ওভার মাত্র ১৫৭ রান করতে পারে এবং ভারত ২৪ রানে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলেছিল। 

5 Facts About Smriti Mandhana: স্মৃতি মান্ধানার ব্য়াপারে ৫ অজানা তথ্য়, শুনলে অবাক হবেন আপনি!

তৃতীয় টি-২০ ম্য়াচটা দ্য ওভালে আয়োজন করা হয়। এই ম্য়াচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৭১ রান তুলেছিল। ভারতের সামনে জয়ের জন্য দরকার ছিল ১৭২ রান। কিন্তু, ১৬৬ রানেই তারা আটকে যায়। এই ম্য়াচটা ইংল্যান্ড ৫ রানে জয়লাভ করেছিল। চতুর্থ ম্যাচে ভারতের সামনে ১২৭ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। এই রান সহজেই হরমনপ্রীতরা অর্জন করে নেয়। অবশেষে ভারত ৩-২ ব্যবধানে এই সিরিজে জয়লাভ করল।

Indian Women Cricket Team IND W vs ENG W