আগামী সোমবার অর্থাৎ ১৫ এপ্রিল বিশ্বকাপের জন্য সম্ভাব্য় দল ঘোষণা করবে বিসিসিআই। এমনটাই জানাচ্ছে সংংবাদসংস্থা পিটিআই। সোমবার অর্থাৎ আজ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) ও বিসিসিআই মুম্বইতে বৈঠকে বসেছিল। সেখানেই ঠিক করা হয় যে, ১৫ এপ্রিল ক্রিকেটের শোপিস ইভেন্টের জন্য দল বেছে নেবে এমএসকে প্রসাদ অ্যান্ড কোং। আইসিসি আগেই জানিয়ে দিয়েছে যে, ২৩ এপ্রিলের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দেশকে তাদের দল ঘোষণা করে দিতে হবে।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি আগেই জানিয়েছেন যে, চলতি আইপিএলের পারফরম্যান্সের প্রভাব পড়বে না বিশ্বকাপের দল নির্বাচনের ওপর। কোহলির সুরেই গলা মিলিয়েছেন তাঁর ডেপুটি রোহিত শর্মাও। তাঁদের বক্তব্য একটাই, ইংল্যান্ডের পরিবেশের কথা মাথায় রেখেই বিশ্বকাপের দল হবে।
আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা করল ব্ল্যাকক্য়াপস
বিশ্বকাপের দলে কারা থাকবেন তা অনেক আগেই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। নিয়মিত যে দলটা নীল জার্সিতে খেলে তাঁদেরকে নিয়েই রবি শাস্ত্রী ইংল্যান্ডের বিমান ধরবেন। কিন্তু এখনও চার নম্বর জায়গাটা নিয়েই প্রশ্ন থাকছে। প্রথমে মিডল অর্ডারের প্রথম ব্য়াটসম্য়ান হিসেবে অনেকেই আম্বাতি রায়ডুর নাম ভেবেছিলেন। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খারাপ পারফরম্য়ান্সই ভাবিয়েছে নির্বাচকদের। চার নম্বর জায়গায় বিকল্প ক্রিকেটার হিসেবে লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের নাম উঠে আসছে।