Advertisment

শিবম-অক্ষর ব্যাটে, চাহালের বলে দক্ষিণ আফ্রিকা-এ দলকে হারাল ভারত

ওভার পিছু প্রায় ৭-এর কাছাকাছি রান তাড়া করতে নেমে চাহালদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়াজরা। রেজা হেনড্রিক্স (১১০) এবং হেনরিখ ক্লাসেন (৫৮) বাদে কোনও দক্ষিণ আফ্রিকান ব্য়াটসম্যানই সফল হতে পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
AXAR PATEL

পাঁচ উইকেট নিলেন অক্ষর (ক্রিকেটারের ফেসবুক)

পরের মাসেই কোহলিদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে বেসরকারি সিরিজে নির্বাচকদের নজরে ছিলেন মণীশ পাণ্ডে, ক্রুনাল পাণ্ডিয়া এবং শুভমান গিলের মতো উঠতি তারকারা। তবে তিরুবন্তপুরমে প্রথম ওয়ানডে-তে নায়ক হয়ে গেলেন শিবম দুবে। মিডল অর্ডার ধসে যাওয়ার পরে শিবমের ব্যাটে ভর করেই ভারত ৪৭ ওভারে ৩২৭ রানের টার্গেট রেখেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা-এ দল নির্ধারিত ওভারের আগেই অলআউট ২৫৮ রানে। ভারতের জয় ৬৯ রানে। শিবমের পাশাপাশি ব্যাটে বলে সফল অক্ষর প্যাটেলও। বল হাতে পাঁচ উইকেট দখল করলেন চাহাল। তবে ম্যাচের সেরা অক্ষরই।

Advertisment

টসে জিতে দক্ষিণ আফ্রিকা-এ দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বৃষ্টি,তে খেলা পিছিয়ে গিয়েছিল প্রায় একঘণ্টা। তাই ৫০ ওভারের পরিবর্তে ৪৭ ওভারে ম্যাচের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপদে পড়ে গিয়েছিল ভারত। স্কোরবোর্ডে একশো ওঠার আগেই সাজঘরে ফিরে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড় (১০), শুভমান গিল (৪৬) আনমোলপ্রীত সিং (২৯)।

আরও পড়ুন দ্বিতীয় টেস্ট প্রিভিউ: পন্থ ও মায়াঙ্ক আগারওয়ালের ফর্মে চিন্তায় ভারত

এরপরে মণীশ পাণ্ডে (৩৯) ও ইষান কিষান (৩৭) স্কোরবোর্ডে ৭৫ রান যোগ করলেও পরপর ফিরে যান দুজনে। ক্রুনাল পাণ্ডিয়াও সাততাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। এরপরেই অবশ্য শুরু হয় ধামাকা। শিবম দুবে এবং অক্ষর প্য়াটেল ব্যাটে ঝড় তোলেন। শেষ এগারো ওভারে শিবম-অক্ষর পার্টনারশিপে স্কোরবোর্ডে যুক্ত হয় ১২১ রান। শিবম ৬০ বলে ৭৯ করলেও সবথেকে মারমুখী ছিলেন অক্ষর প্য়াটেল। মাত্র ৩৬ বলে ৬০ করে যান তিনি।

আরও পড়ুন রোহিত, ঋদ্ধিকে অপেক্ষা করার বার্তা গম্ভীরের

ওভার পিছু প্রায় ৭-এর কাছাকাছি রান তাড়া করতে নেমে চাহালদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়াজরা। রেজা হেনড্রিক্স (১১০) এবং হেনরিখ ক্লাসেন (৫৮) বাদে কোনও দক্ষিণ আফ্রিকান ব্য়াটসম্যানই সফল হতে পারেননি। খায়া জোন্ডো ৩০ রান করেন। ভারতীয়দের হয়ে বল হাতে ৫ উইকেট নেন চাহাল। এদিনের জয়ে ভারত আপাতত পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল।

Read the full article in ENGLISH

Yuzvendra Chahal
Advertisment