Advertisment

India A Squad for Australia Tour: বড়দের আগেই ভারত-অস্ট্রেলিয়ার ছোটদের ধুন্ধুমার লড়াই, কীভাবে সেজে উঠছে ভারতের এ স্কোয়াড?

Australia Tour: ভারতীয় এ দলের অস্ট্রেলিয়া সফর নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। কেমন হতে চলেছে ভারতীয় এ দলের স্কোয়াড, ম্যাচের সূচি, কোন তারিখেই বা হবে খেলা?

author-image
IE Bangla Sports Desk
New Update
Ruturaj Gaikwad, রুতুরাজ গায়কোয়াড়

Ruturaj Gaikwad: রুতুরাজ গায়কোয়াড় অস্ট্রেলিয়ায় ১৫ সদস্যের ভারতীয় এ স্কোয়াডের নেতৃত্ব দেবেন। (ছবি- এক্সপ্রেস)

India A Squad for Australia Tour: অস্ট্রেলিয়ার আসন্ন সফরের জন্য রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ১৫ সদস্যের ভারত এ দল সোমবার ঘোষণা করল বিসিসিআই। এই সফরে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপরই বর্ডার-গাভাসকার ট্রফির আগে সিনিয়র ভারতীয় দলের বিরুদ্ধে তিন দিনের আন্তঃ-স্কোয়াড খেলায় অংশ নেবে এ স্কোয়াডের ছেলেরা।

Advertisment

ইন্ডিয়া এ দলে রুতুরাজের ডেপুটি হিসেবে থাকবেন অভিমন্যু ইশ্বরন। উইকেটরক্ষক ঈশান কিষাণ ও অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি-সহ বেশ কয়েকজন খেলোয়াড় ভারত এ দলে থাকবেন। অভিষেক পোড়েলের পাশাপাশি এই দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকছেন কিষাণ। আগামী ২৪ অক্টোবর ভারতীয় এ স্কোয়াড, অস্ট্রেলিয়া রওনা দেবে।

ভারত এ সফরসূচি

ভারত এ (IND-A) বনাম অস্ট্রেলিয়া এ (AUS-A), ২০২৪- এই সফরের প্রথম ম্যাচ হবে ম্যাকেতে। এটা প্রথম-শ্রেণির ম্যাচ। যা ৩১ অক্টোবর শুরু হবে। দ্বিতীয় ম্যাচ ৭-১০ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। পার্থে ১৫ নভেম্বর শুরু হবে সিনিয়র ভারতীয় দলের বিরুদ্ধে ভারতীয় এ স্কোয়াডের ম্যাচ।

প্রথম চার দিনের ম্যাচ, ম্যাক ৩১ অক্টোবর - ৩ নভেম্বর
দ্বিতীয় চার দিনের ম্যাচ, মেলবোর্ন ৭ নভেম্বর - ১০ নভেম্বর
আন্তঃ-স্কোয়াড খেলা, পার্থ ১৫ নভেম্বর - ১৭ নভেম্বর

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত এ স্কোয়াড

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ইশ্বরন (সহ-অধিনায়ক), সাই সুধারসন, নীতীশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড়িক্কল, রিকি ভুঁই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), মুকেশ কুমার, খলিল আহমেদ, যশ দয়াল, নবদীপ সাইনি, মানব সুতার, তনুশ কোটিয়ান

আরও পড়ুন- পুনেতে গিলের প্রত্যাবর্তন! রাহুল-সরফরাজকে নিয়ে জোরদার টানাটানি রোহিতের বাহিনীতে

ভারত এ-এর বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ স্কোয়াড

নাথান ম্যাকসুইনি (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফ্ট, স্কট বোল্যান্ড, জর্ডান বাকিংহাম, কুপার কনোলি, অলি ডেভিস, মার্কাস হ্যারিস, স্যাম কনস্টাস, নাথান ম্যাকঅ্যান্ড্রু, মাইকেল নেসার, টড মারফি, ফার্গাস ও'নিল, জিমি পিয়ারসন, জোশ ফিলিপ, কোরি রকিচিওলি, মার্ক স্টেকিটি, বিউ ওয়েবস্টার।

Test cricket Cricket News Indian Cricket Team Australia Cricket Team
Advertisment