Advertisment

KL Rahul and Sarfaraz Khan: পুনেতে গিলের প্রত্যাবর্তন! রাহুল-সরফরাজকে নিয়ে জোরদার টানাটানি রোহিতের বাহিনীতে

KL Rahul and Sarfaraz Khan: ব্যাটিং কোচ রায়ান টেন ডোসচেট বলছেন, গিলের ঘাড়ে সমস্যা ছিল। সেটা দূর হয়েছে। সরফরাজ খান প্রথম টেস্ট-এ সেঞ্চুরি করছেন, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা কেএল রাহুলকে ৬ নম্বরে চান।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL-Rahul: কেএল রাহুল প্রথম টেস্ট-এ ব্যর্থ হয়েছেন। (ছবি-টুইটার)

KL-Rahul: কেএল রাহুল প্রথম টেস্ট-এ ব্যর্থ হয়েছেন। (ছবি-টুইটার)

KL Rahul and Sarfaraz Khan: নেট বোলাররা ক্লান্ত। সাপোর্ট স্টাফরা কিটব্যাগ গোছাচ্ছেন। ভারতীয় টেস্ট স্কোয়াডের সদস্যরাও ক্রমশ ড্রেসিংরুমে ফেরার জন্য উসখুশ করছেন। তবুও, শুভমান গিল নেট ছাড়তে চাইছিলেন না। একজন সাপোর্ট স্টাফ এসে তার ঘাড় সম্পর্কে জিজ্ঞাসা করায় গিল বুড়ো আঙুল তুলে বোঝালেন, ঠিক আছে। নিজের ঘাড়টাও ঘুরিয়ে দেখিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন যে তিনি পুনে টেস্টের জন্য ফিট। 

Advertisment

ঘাড় ব্যথায় বেঙ্গালুরু টেস্ট খেলতে পারেননি। চিকিৎসকরা ফিট জানালে গিল পুনে টেস্ট-এ দলে থাকতে পারেন। তিন নম্বরেই হয়তো নামবেন। ব্যাটিং কোচ রায়ান টেন ডোসচেট বলেছেন, 'গত সপ্তাহে বেঙ্গালুরুতে নেট ব্যাটিং করেছে। ঘাড়ে কিছুটা অস্বস্তি এখনও আছে। তবে মনে হয়, গিল পুনেতে খেলতে পারবে।' 

এই অবস্থায় গিল যদি দলে ঢোকেন, তবে কেএল রাহুল না সরফরাজ, কে দলে থাকবেন, তা নিয়ে প্রশ্ন উঠবে। চিন্নাস্বামীর ১৫০-র পর এমনিতে দলে সরফরাজেরই থাকা উচিত। কিন্তু, রোহিত আবার ছয় নম্বরে রাহুলকে চান। রাহুলের অভিজ্ঞতা আছে। কিন্তু, সরফরাজের পারফরম্যান্সের পর তাঁকে বসানো ঠিক হবে কি না, অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বেঙ্গালুরুতে রাহুল দুটো ইনিংসেই ব্যর্থ হয়েছে। কোচ টেন ডয়েসচেট যাকে দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন। কারণ, দুটো বলই তাঁকে সমস্যায় ফেলেছে। আর, সেই বলেই আউট হয়েছেন রাহুল। কিন্তু, বেঙ্গালুরুর ওই পারফরম্যান্সের পরও যদি তাঁর গত ১০ ইনিংসের পারফরম্যান্সের বিচার করা যায়, তবে দেখা যাবে যে তিনি সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি করেছেন। দুটো হাফ সেঞ্চুরি করেছেন। বিদেশের মাটিতে সেঞ্চুরি আছে। আর, আটটার মধ্যে পাঁচটা সেঞ্চুরিই সেনা দেশগুলোতে করা।

২০২১-এ উরুর স্ট্রেনের জন্য কোয়াড্রিসেপ সার্জারি করেছিলেন। বছর ৩২-এর রাহুল হায়দরাবাদ টেস্টের সময়ও কোয়াড্রিসেপ স্ট্রেনের জন্য সমস্যায় পড়েছেন। কোচ টেন ডসচেট তাঁর সম্পর্কে বলেছেন, 'আমি শেষ টেস্টের পরে কেএলের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসা করেছিলাম, কতগুলো বল খেলে ক'টা মিস করলে? দেখা গেল ও মাত্র দুটো বল খেলেছে। একটা লেগ সাইডে ক্যাচ দিয়েছে।  একটা ঠেকিয়েছে। কেএল-কে নিয়ে কোনও চিন্তা নেই। ও ঠিক আছে।'

আরও পড়ুন- ভারতীয়ের করা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে চুরমার! চার-ছক্কার ঝড়ে বিস্ফোরক রেকর্ড

কোচ ডোসচেট এই ব্যাপারে সঞ্জু স্যামসনের উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, সঞ্জুও মধ্যে খেলতে পারছিল না। শেষ পর্যন্ত হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে সেঞ্চুরি করল। পাশাপাশি, সঞ্জু ওপেনিং করা থেকে শুরু করে ৩, ৪, ৬ নম্বর, বিভিন্ন পজিশনে ব্যাট করতে পারেন। ডোসচেট বলেছেন, 'আমাদের ছয়টি জায়গা, সাত জন লোক। পিচ দেখে সিদ্ধান্ত নেব, কী করতে হবে।'

Test cricket KL Rahul Shubman Gill Sarfaraz Khan
Advertisment