India A vs Australia A: ভারত এবং অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচে আম্পয়াররা প্রসিধ কৃষ্ণের বল পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করলেন। যার ফলে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রসিধ কৃষ্ণ এই ম্যাচে ৫০ রানে চার উইকেট নিয়েছেন। যা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কৃষ্ণের এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়া এ দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২২৩ রানে। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিনে অন-ফিল্ড আম্পায়ারদের কাছে এই বল পরিবর্তনের আবেদন করেছিলেন কৃষ্ণ।
ম্যাচে অস্ট্রেলিয়া এ ব্যাট করার সময়, ২৮তম ওভারে আম্পায়ার জেরার্ড আবুদের কাছে এই বল বদলানোর অনুরোধ করেছিলেন কৃষ্ণ। কিন্তু, আম্পায়ার সেই অনুরোধ ফিরিয়ে দেওয়ায় রীতিমতো অসন্তুষ্ট দেখায় ভারতীয় বোলারকে। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা ম্যাচের ধারাভাষ্যকার রব কুইনি বলে ওঠেন, 'ভারতীয় পেসার এই সিদ্ধান্তে খুশি নন, এটা বোঝাই যাচ্ছে। বলে প্রচণ্ড কাদা লেগে আছে। তাতে বল করতে সমস্যা হচ্ছে, এমন কিছু অভিযোগই সম্ভবত জানানো হয়েছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটূ।'
কুইনি এসব বলার পরপরই দেখা যায়, কৃষ্ণর বল অস্ট্রেলিয়া এ দলের সর্বোচ্চ স্কোরার মার্কাস হ্যারিস স্ট্রেট শটে খেলেন। সেই বলটা কুড়িয়ে নিয়ে কৃষ্ণ বিনা প্রয়োজনে হ্যারিসের দিকে ছুড়ে মারেন। বলটা শেষ পর্যন্ত ওভারথ্রো হয়ে যায়। কুইনি যা নিয়ে বলেন, 'এটা হতাশার প্রকাশ। আসলে কৃষ্ণ চাইছেন যাতে আম্পায়ার বলটা আরেকবার পরীক্ষা করে দেখেন।' এই ইনিংসে মুকেশ কুমার ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন। খলিল আহমেদ ৫৬ রানে নিয়েছেন ২ উইকেট।
আরও পড়ুন- কুমিরের পেটে ঢুকে গিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার! বাঁচালেন শত্রু দেশের 'বন্ধু'ই
অস্ট্রেলিয়া এ দলের হয়ে মার্কাস হ্যারিস সর্বোচ্চ ৭৪ রান করেছেন। যার ফলে, আসন্ন বর্ডার-গাভাসকার সিরিজে হ্যারিসের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ল। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারত এ ৫ উইকেটে ৭৩ রান করেছেন। ধ্রুব জুরেল প্রথম ইনিংসে করেছেন ৫০ রান। ৩১ ওভারে ওই রান করেছে ইন্ডিয়া এ। যার সুবাদে ভারতীয় এ দল, অস্ট্রেলিয়া এ দলের থেকে ১১ রানে এগিয়ে আছে।
READ THE FULL ARTICLE IN ENGLISH