Advertisment

IND A vs AUS A: অন্যায় টিম ইন্ডিয়ার সঙ্গে! অজি আম্পায়ারের সিদ্ধান্ত দেখে ছিঃছিঃ করছে বিশ্ব ক্রিকেট, দেখুন ভিডিও

India A vs Australia A: অস্ট্রেলিয়ান আম্পায়ারের অন্যায় সিদ্ধান্তে ক্ষেপে লাল টিম ইন্ডিয়া। ভারতীয় খেলোয়াড়রা বারবার বোঝানোর চেষ্টা করলেও আম্পায়ার শোনেননি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া,

India-Australia: আম্পায়ারদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের বাদানুবাদ হয়েছে। (ছবি- স্ক্রিনগ্যাব)

India A vs Australia A: অস্ট্রেলিয়ায় ভারতীয় এ দলের সঙ্গে অন্যায় করার অভিযোগ উঠল। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে। যাতে এই সব অন্যায় ঘটনা ধরা পড়েছে। বর্তমানে ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যে মেলবোর্নে প্রথম শ্রেণির ম্যাচ হচ্ছে। এটা অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ। সামনেই ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ, বর্ডার-গাভাসকার ট্রফি। সেই সিরিজের আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেদেশের মাটিতে ভারতীয় এ দল সিরিজ খেলছে। আর, সেই সিরিজেই একের পর এক বিতর্ক তৈরি হয়ে চলেছে। ইতিমধ্যে সিরিজে ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলা হয়েছে। তার মধ্যেই এবার ভারতের প্রতি অন্যায় আচরণের অভিযোগও উঠল। 

Advertisment

আর, এবারের অভিযোগ উঠল ম্যাচের দ্বিতীয় দিন। সেই সময় ব্যাট করছিলেন মার্ক হ্যারিস। বল করছিলেন অফস্পিনার তনুশ কোটিয়ান। তাঁর বল হ্যারিস থামানোর চেষ্টা করেন। কোটিয়ানের বল হ্যারিসের ব্যাটের কোণায় লেগে উইকেটকিপারের হাতে চলে যায়। যথারীতি ভারতীয় দল এনিয়ে উইকেট পাওয়ার আনন্দ করতে শুরু করে দেয়। কিন্তু, আম্পায়ার আউট না দেওয়ায়, ভারতীয় খেলোয়াড়রা রীতিমতো হতচকিত হয়ে যান।

তনুশ কোটিয়ান সেই সময় আউটের জন্য জোরদার আবেদন জানান। কিন্তু, আম্পায়ার গ্রাহাম স্মিথ কোটিয়ানের আবেদন মানতে চাননি। তনুশ কোটিয়ান সেই সময় আম্পায়ারকে ঈশারা করে বোঝানোর চেষ্টা করেন যে, বলটা হ্যারিসের ব্যাটে লেগেছে। আর, তার শব্দও পাওয়া গিয়েছে। কিন্তু, সেসব শোনার পরও স্মিথ তাঁর মত বদলাননি। রিপ্লেতেও দেখা গিয়েছে, বলটা ব্যাট এবং থাই প্যাডের ওপরের দিকে লেগেছে। তাতে তনুশকে রীতিমতো হতাশ দেখিয়েছে।  

দর্শকরাও গোটা ঘটনাটি খোলা মনে নেননি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলাবলি শুরু করেন যে, ভারতীয় সিনিয়র দল এখনও তো অস্ট্রেলিয়ায় পৌঁছয়নি। তার আগেই আম্পায়াররা এভাবে ভারতের সঙ্গে অবিচার করা শুরু করে দিলেন! জনাকয়েক নেটিজেন তো অভিযোগ করে বসেন যে, অস্ট্রেলিয়া চিরকাল এভাবেই মাইন্ড গেম খেলে এসেছে। এটা নতুন কিছু না।

আরও পড়ুন- বলে কাদা, তবু নয় বদল! অস্ট্রেলিয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে গরম ভারতীয় দল, মাঠেই উত্তেজনা

সফররত ভারতীয় এ দলের সঙ্গে এই অবিচার অবশ্য নতুন কিছু না। গত ম্যাচেও ভারতের সঙ্গে অন্যায় এবং অবিচারের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় আম্পায়ার শন ক্রেগের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের বাদানুবাদও হয়েছিল। আম্পায়ারকে সেই সময় বলতে শোনা যায়, 'বল আঁচড়ানো হয়েছে। সেই কারণেই বলটা বদলানো হয়েছে।' কিন্তু, ভারতীয় খেলোয়াড়রা এই বল বদলানোকে 'বোকামি' বলে অভিযোগ জানিয়ে তীব্র কটাক্ষ করেন। 

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Test cricket Cricket News Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment