/indian-express-bangla/media/media_files/2025/07/02/india-and-bangladesh-2025-07-02-19-47-01.jpg)
ভারত এবং বাংলাদেশের মহিলা ফুটবল দল
Indian Women Football Team: মহিলাদের এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে অপরাজেয় গতিতে এগোচ্ছে ভারতীয় ফুটবল দল। বুধবার (২ জুলাই) ভারতের মহিলা ফুটবল দল ইরাকের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫-০ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে গ্রুপ বি'তে টিম ইন্ডিয়া নিজের শীর্ষস্থানটা ধরে রাখল। এই ম্য়াচটি শিয়ান মেই প্রদেশের ৭০০তম অ্যানিভার্সারি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, এই হারের পাশাপাশি মঙ্গোলিয়া এবং টিমর-লেসতের পাশে গিয়ে দাঁড়াল ইরাক। কারণ, গ্রুপ বি থেকে একমাত্র শীর্ষস্থানে থাকা দলই কন্টিনেন্টাল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। আর শীর্ষস্থানে আপাতত রয়েছে ভারত। সুতরাং, বাকি দলগুলোকে এবার বিদায় নিতে হবে। যদিও পরবর্তী রাউন্ডের টিকিট এখনও নিশ্চিত করতে পারেনি ভারত।
India vs Mongolia: মঙ্গোলিয়াকে নিয়ে 'মেয়েখেলা', ১৩-০ গোলে জিতল ভারতের বাঘিনীরা
ইরাকের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে গোল করলেন সঙ্গীতা বাসফোরে, মণীশা কল্যাণ, কার্তিকা অঙ্গামুথু, নির্মলা দেবী এবং রতনবালা দেবী। আপাতত তিন ম্য়াচ থেকে টিম ইন্ডিয়া ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।
Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের
যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচে ভারতীয় ফুটবল দলকে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এই ম্য়াচটি টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ম্য়াচের পরই গ্রুপজয়ী দল নির্ধারিত হবে।
𝐅𝐢𝐯𝐞 𝐠𝐨𝐚𝐥𝐬, 𝒆𝒏𝒅𝒍𝒆𝒔𝒔 𝒉𝒊𝒈𝒉 𝒇𝒊𝒗𝒆𝒔! 🙌🇮🇳
— Indian Football Team (@IndianFootball) July 2, 2025
The #BlueTigresses 🐯 roar loud! 💥#INDIRQ#WAC2026#BlueTigresses#IndianFootball ⚽ pic.twitter.com/UhCaFAWYyc
জিতল বাংলাদেশ ফুটবল দলও
ভারতের পাশাপাশি এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে জয়লাভ করেছে বাংলাদেশ মহিলা ফুটবল দলও। তারা ফিফা ব়্যাঙ্কিংয়ে অনেকটাই উপরের দিকে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। বুধবার (২ জুলাই) এই ম্য়াচটি ইয়াংগনের থুউন্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।
ফিফা ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশের মহিলা ফুটবল দল আপাতত ১২৮ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় মায়ানমার রয়েছে ৫৫ নম্বরে।
Ritu Porna Chakma delivers a stunning strike, putting 🇧🇩 Bangladesh in the lead against 🇲🇲 Myanmar! ⚽️🔥 pic.twitter.com/7ikUEdPO1d
— Bangladesh Football Live (@bdfootball_live) July 2, 2025
আয়োজক দেশ মায়ানমায়ারের হয়ে একেবারে শেষবেলায় গোল করেছিলেন উইন উইন। কিন্তু, ম্য়াচ জেতাতে পারেননি তিনি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। এই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ সি থেকে শীর্ষস্থান দখল করেছে। ২ ম্য়াচ থেকে তারা মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছে।
ইতিপূর্বে, বাংলাদেশের মহিলা ফুটবল দল বাহরিনকে ৭-০ গোলে পরাস্ত করেছিল। সেই ম্যাচে বাংলার বাঘিনীদের হয়ে গোল করেন শামসুন্নাহার জে, ঋতুপর্ণা চাকমা, কোথাকি কিস্কু, তোহুরা খাতুন, মুনকি আখতার। এছাড়া বাহরিনের রোয়ান আলালি একটি আত্মঘাতী গোল করার সুবাদে বাংলাদেশ তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছিল।
Manolo Marquez Resigns: সুনীল-সন্দেশদের ডুবিয়ে পালালেন মানোলো, ব্লু-টাইগারদের নতুন কোচ এবার কে?
বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। যে দল আগামী ম্য়াচে জয়লাভ করবে, তারা পরের বছর অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপ খেলতে যাবে। প্রসঙ্গত বাংলাদেশ এখনও পর্যন্ত একবারও এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি।