Manolo Marquez Resigns: সুনীল-সন্দেশদের ডুবিয়ে পালালেন মানোলো, ব্লু-টাইগারদের নতুন কোচ এবার কে?

Manolo Marquez Resigns: আদৌ কি ইস্তফা দিয়েছেন মানোলো মার্কোয়েজ? নাকি ভারতীয় ফুটবল দল থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে বের করে দেওয়া হল? বিষয়টা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Manolo Marquez Resigns: আদৌ কি ইস্তফা দিয়েছেন মানোলো মার্কোয়েজ? নাকি ভারতীয় ফুটবল দল থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে বের করে দেওয়া হল? বিষয়টা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Manolo Marquez

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন হেড কোচ মানোলো মার্কোয়েজ

Indian Football Team: অবশেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মানোলো মার্কোয়েজ (Manolo Marquez)। বুধবার (২ জুলাই) এআইএফএফ কার্যনির্বাহী সমিতির বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন।

Advertisment

গত ১০ জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে টিম ইন্ডিয়া হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে ভারত ০-১ গোলে হেরে যায়। এই পরাজয়ের পর থেকেই মানোলোর ইস্তফা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল।

ইস্তফা না ঘাড় ধাক্কা?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সাধারণ সচিব এম সত্যনারায়ণ স্পোর্টস্টারকে জানিয়েছেন, 'মানোলো ইস্তফা দিচ্ছিলেন না। বেশ কয়েক দফা আলোচনার পর এআইএফএফ এবং মানোলো মার্কোয়েজ পারষ্পরিক সিদ্ধান্তে সহমত হয়েছেন যে উনি ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচিং করাতে পারবেন না। এরপর ওঁকে ছেড়ে দেওয়া হয়েছে।'

Advertisment

মানোলোর কোচিংয়ে ভারতীয় ফুটবল দল মোট ৮ ম্য়াচ খেলেছে। এরমধ্যে মাত্র একটা ম্য়াচে জয়লাভ করেছে। গত মার্চ মাসে মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচে ভারত ৩-০ গোলে জয়লাভ করে।

Indian Football Team: ফের লজ্জার হার, চরম ব্যর্থতায় মুখ ডুবল ভারতীয় ফুটবলের

২০২২ সালে মার্কোয়েজের কোচিংয়ে হায়দরাবাদ এফসি ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জয় করেছিল। এই বছর সুপার কাপ জয় করে এফসি গোয়া। ২০২৪ সালের জুন মাসে তিনি ভারতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Indian Football Team News: রাজত্ব ভারতীয় ফুটবলের, বাঘিনীদের দাপটে তটস্থ মঙ্গোলিয়া

গত মার্চ মাসে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পরই ভারতীয় ফুটবল প্রসঙ্গে হতাশা জাহির করেছিলেন এই স্প্যানিশ ফুটবল ম্য়ানেজার। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে বাংলাদেশ ৫৬ ধাপ নিচে রয়েছে।

Bhaichung Bhutia on Indian Football: ভারতীয় ফুটবলকে সার্কাসে পরিণত করেছেন কল্যাণ, বিস্ফোরক তোপ বাইচুং ভুটিয়ার

গত এক বছরের মধ্যে ফিফা ক্রমতালিকায় ভারতীয় ফুটবল দলের অনেকটাই অবনমন হয়েছে। গত বছর কাতারে আয়োজিত এএফসি এশিয়ান কাপে হতশ্রী পারফরম্য়ান্সের পর থেকে টিম ইন্ডিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রসঙ্গত, ওই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে প্রত্যেকটা ম্য়াচ হেরে বিদায় নিতে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে।

Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের

২০২৩ সালের জুলাই মাসে ভারতীয় ফুটবল দলের ফিফা ব়্যাঙ্কিং ছিল ৯৯। সেটা এখনও ১২৭-য়ে এসে দাঁড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাস থেকে কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তারা জয়লাভ করতে পারেনি। কুয়েতের বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল। সেইসময় ভারতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ইগর স্টিম্যাচ। পরে সেই স্টিম্য়াচকে সরিয়েই মানোলোর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।

indian football team AIFF Manolo Marquez