পাকিস্তান: ৭২/৭ (২০ ওভার)
ভারত: ৭৫/৩ (১৬.১ ওভার)
২৩ বল বাকি থাকতে সাত উইকেটে জয়ী ভারত
ম্যাচের সেরা: একতা বিস্ত
চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা। টুর্নামেন্টের ছ’বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া শনিবার কুয়ালা লামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট সংরক্ষণ করেছে।
এদিন হরমনপ্রীত কউরের ভারত টস হেরে ফিল্ডিং করতে নামে। বল হাতে একাই কামাল করেন একতা বিস্ত। চার ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। একতার দুরন্ত পারফরম্যান্স পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ নড়িয়ে দেয়। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৭২ রান তুলতে সক্ষম হয় বিসমা মারুফের পাকিস্তান।
আরও পড়ুন: মিতালির মুকুটে নয়া পালক, সবচেয়ে বেশি ওয়ান-ডে ম্য়াচ খেললেন তিনি
জবাবে তিন উইকেট হারিয়ে ১৬.১ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। যদিও ভারতের শুরুটা একেবারেই ভাল হয়নি। মাত্র পাঁচ রানেই দু উইকেট চলে যায়। স্মৃতি মন্ধনার সঙ্গে ওপেন করতে নেমে মিতালি রাজ শূন্য রানেই ফিরে যান। এরপর তিনে ব্যাট করতে আসা দীপ্তি শর্মাও একটিও রান যোগ করতে পারেননি স্কোরবোর্ডে। শেষমেশ হাল ধরতে ক্রিজে নামেন হরমনপ্রীত, এবং স্মৃতি-হরমনপ্রীত জুটি ম্যাচ বের করে দেন। ৪৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন ক্যাপ্টেন কউর। স্মৃতি ৪০ বলে ৩৮ করে আউট হয়ে যান।