Advertisment

Women’s U-19 T20 World Cup Final: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও ক্রিকেটে বিশ্বজয়ী ভারত! বিদেশে উড়ল গর্বের তেরঙা

U-19 T20 World Cup Final: ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে। গত বছরই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ভারত পুরুষদের টি২০ বিশ্বকাপ জিতেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India-South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা

India-South Africa: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ জয় ভারতের। ((ছবি- আইসিসি মিডিয়া জোন))

U-19 T20 World Cup Final: মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতল ভারত। অলরাউন্ডার গোঙ্গাদি ত্রিশার দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ভারত ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছে। তবে, এবারই প্রথম নয়। এর আগেও একবার ভারত অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।

Advertisment

ত্রিশার লেগ-স্পিন, ১৫ রানে ভারতকে ৩ উইকেট দিয়েছে। ব্যাটেও ৩৩ বলে ৪৪ রানে তিনি অপরাজিত থাকেন। যার ফলে ভারতের জয় এসেছে। ইনিংসে ৮টি বাউন্ডারি মেরেছেন এই অলরাউন্ডার। এর আগে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বায়োমাস ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কায়লা রেইনকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভারতীয় খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছিল। তারা কিছুক্ষণ পরপরই উইকেট হারিয়েছে। তার মধ্যেই মাইক ভ্যান ভুর্স্ট ১৮ বলে ২৩ রান করেছেন। জেমা বোথা ১৪ বলে করেছেন ১৬ রান। ফে কাউলিং ২০ বলে ১৫ রান করেছেন। যার ফলে, দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের মত রান ভারতের সামনে রাখতে পেরেছে। না-হলে অনূর্ধ্ব-১৯ প্রোটিয়া মহিলা দলের অবস্থা আরও খারাপ হয়ে যেত।

ভারতের হয়ে, গোঙ্গাদি ত্রিশা ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। পারুনিকা সিসোদিয়া ৬ রানে ২ উইকেট নিয়েছেন। আয়ুষী শুক্লা ৯ রানে ২ উইকেট নিয়েছেন। বৈষ্ণবী শর্মা ২৩ রানে নিয়েছেন ২ উইকেট। শবনম শাকিল ৭ রানে নিয়েছেন ১ উইকেট। 

Advertisment

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ১১.২ ওভারেই লক্ষ্য পূরণ করে নেয়। তবে, শুরুটা ভারতেরও ভালো হয়নি। জি কমলিনি ৮ রানে আউট হন। এরপর ত্রিশা ও সানিকা চালকে ম্যাচের হাল ধরেন। সানিয়া চালকে ২৬ রানে অপরাজিত থাকেন। এই দু'জন মিলে দ্বিতীয় উইকেটে অপরাজিত ৪৮ রানের জুটি গড়েন।

আরও পড়ুন- পিচে বইবে রানের বন্যা, ফর্মে ফেরার শেষ সুযোগ সঞ্জু-সূর্যকুমারদের, শেষ ম্যাচের আগে বড় আপডেট

ত্রিশা, অনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি এই টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। আর, ফাইনালে তো তাঁর জন্যই ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ জিতল। গোটা টুর্নামেন্টে আগাগোড়া ভালো খেলেছেন এই ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা অলরাউন্ডার। 

Cricket World Cup ICC Cricket World Cup Cricket News Indian Cricket Team T20 World Cup South Africa Cricket Team Team-India Team India india-vs-south-africa World Cup
Advertisment