ওয়েস্ট ইন্ডিজ ৩১১ ও ১২৭
ভারত ৩৬৭ ও ৭৫/০ (১৬.১ ওভার, টার্গেট ৭২)
১০ উইকেটে জয়ী ভারত
২-০ টেস্ট সিরিজ জিতল ভারত
রাজকোট টেস্ট জিততে আড়াই দিন সময় নিয়েছিল ভারত। হায়দরাবাদে টেস্ট জিততে ভারতের লাগল ঠিক তিন দিন । দু’দিন বাকি থাকতেই নিজামের শহরে দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে বিরাট কোহলি অ্যান্ড কোং। রবিবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
শনিবার চার উইকেট হারিয়ে ৩০৮ রানে থেমেছিল ভারতের ব্যাট। অজিঙ্ক রাহানে (৭৫) ও ঋষভ পন্থ (৮৫) রানে অপরাজিত ছিলেন ক্রিজে। রবিবার এই দুই ব্যাটসম্যান ভারতে হয়ে শুরু করেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দাপটে গতকালের সেট হয়ে যাওয়া জুটি বেশিদূর এগোতে পারেননি। ৮০ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান রাহানে। এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তিনিও হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে যান। এরপর পন্থকে ফেরান শেনন গ্যাব্রিয়েল। রাজকোটের মতো এবারও ৯২ রানে আটকে গেল পন্থ। আট রানের জন্য মাঠে রেখে আসতে হল সেঞ্চুরি। কুলদীপ যাদব ও উমেশ যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৬৭ রানে।
আরও পড়ুন: কুলদীপের হাতে রাজকোটে কফিনবন্দি ক্যারিবিয়ানরা
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ম্যাচেই ফিরতে দেয়নি ভারতের বোলাররা। কয়েক ঘণ্টায় তাদের যবনিকা পড়ে যায় উমেশ যাদবের হাতে। ৪৫ রানে চার উইকেট তুলে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেন তিনি। দু’ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার পেসার। যাদবকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা (৩টি), রবিচন্দ্রন অশ্বিন (২টি) ও কুলদীপ যাদব (১টি)। ১২৭ রানে শেষ হয়ে যায় হোল্ডারের টিম। ভারতকে জেতার জন্য় ৭২ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলের দুই ওপেনার পৃথ্বী শ (৩৩) ও লোকেশ রাহুলের (৩৩) ব্যাটেই ভারত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। টেস্ট সিরিজ শেষ। এবার দু’দলের মধ্যে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ হবে। আগামী রবিবার গুয়াহাটিতে প্রথম ওয়ান-ডে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। কোহলিদের সামনে অপেক্ষা করে আছে অগ্নিপরীক্ষা।