New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Win.jpg)
উমেশ অস্ত্রে নিজামের শহরে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ ভারতের (ছবি-টুইটার)
ওয়েস্ট ইন্ডিজ ৩১১ ও ১২৭
ভারত ৩৬৭ ও ৭৫/০ (১৬.১ ওভার, টার্গেট ৭২)
১০ উইকেটে জয়ী ভারত
২-০ টেস্ট সিরিজ জিতল ভারত
রাজকোট টেস্ট জিততে আড়াই দিন সময় নিয়েছিল ভারত। হায়দরাবাদে টেস্ট জিততে ভারতের লাগল ঠিক তিন দিন । দু’দিন বাকি থাকতেই নিজামের শহরে দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে বিরাট কোহলি অ্যান্ড কোং। রবিবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
Advertisment
????????????????
A clinical performance by #TeamIndia as they beat the Windies by 10 wickets to clinch the series 2-0. This is their 10 consecutive victory at home ????????@Paytm#INDvWIpic.twitter.com/Mr0Qv7hEWF
— BCCI (@BCCI) October 14, 2018
শনিবার চার উইকেট হারিয়ে ৩০৮ রানে থেমেছিল ভারতের ব্যাট। অজিঙ্ক রাহানে (৭৫) ও ঋষভ পন্থ (৮৫) রানে অপরাজিত ছিলেন ক্রিজে। রবিবার এই দুই ব্যাটসম্যান ভারতে হয়ে শুরু করেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দাপটে গতকালের সেট হয়ে যাওয়া জুটি বেশিদূর এগোতে পারেননি। ৮০ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান রাহানে। এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তিনিও হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে যান। এরপর পন্থকে ফেরান শেনন গ্যাব্রিয়েল। রাজকোটের মতো এবারও ৯২ রানে আটকে গেল পন্থ। আট রানের জন্য মাঠে রেখে আসতে হল সেঞ্চুরি। কুলদীপ যাদব ও উমেশ যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৬৭ রানে।
আরও পড়ুন: কুলদীপের হাতে রাজকোটে কফিনবন্দি ক্যারিবিয়ানরা
Advertisment