Advertisment

প্রত্যাশা মতোই তৃতীয় টেস্ট ভারতের

প্রত্যাশা মতোই ট্রেন্ট ব্রিজে জয় পেল টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষেই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ করার জন্য কোহলিদের প্রয়োজন ছিল একটি মাত্র উইকেট।

author-image
IE Bangla Web Desk
New Update
India wins

প্রত্যাশা মতোই তৃতীয় টেস্ট ভারতের

ভারত ৩২৯ ও ৩৫২/৭ (ডিক্লেয়ার)

Advertisment

ইংল্যান্ড ১৬১ ও ৩১৭

২০৩ রানে জয়ী ইংল্যান্ড

প্রত্যাশা মতোই ট্রেন্ট ব্রিজে জয় পেল টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষেই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ করার জন্য কোহলিদের প্রয়োজন ছিল একটি মাত্র উইকেট। বুধাবর টেস্টের পঞ্চম ও শেষ দিনের সকালে মাত্র তিন ওভারেই ম্যাচের নিস্পত্তি হয়ে গেল।

গতকাল ক্রিজে ছিলেন আদিল রাশিদ (৩০) ও জেমস অ্যান্ডারসন (৮)। এদিন মাত্র আর তিন রান যোগ করেই  রবিচন্দ্রন অশ্বিনের বলে অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। অ্যান্ডারসনের পতনের সঙ্গেই ভারতের জিতে যায়। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দু’টো টেস্টেই হারতে হয়েছে ভারতকে। অবশেষে তিন নম্বর টেস্টে জয়ের মুখ দেখল কোহলি অ্যান্ড কোং।

আরও পড়ুন: আমি কখনও কপিল দেব হতে চাইনি: পাণ্ডিয়া

প্রথম ইনিংসে কোহলি (৯৭) ও রাহানের (৮১) ব্যাটে ভর করে ভারত ৩২৯ রান তুলেছিল। জবাবে ইংল্যান্ড ১৬১ রানে গুটিয়ে গিয়েছিল। বল হাতে কামাল দেখিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া।  ২৮ রানে পাঁচ উইকেট তুলে ইংরেজদের গুটিয়ে দিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির সেঞ্চুরি (১০৩) ও পাণ্ডিয়ার অপরাজিত ৫২ রানের সুবাদে ভারত সাত উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ডিক্লেয়র করে।

ইংরেজদের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ফুল ফোটালেন জসপ্রীত বুমরাহ। তিনি তুলে নেন পাঁচ উইকেট। ব্রিটিশ ব্যাটসম্যানদের মধ্যে বেন স্টোকস (৬২) ও জোস বাটলার (১০৬) ছাড়া কারোর ব্যাট থেকেই সেভাবে রান আসেনি। তৃতীয় টেস্টে ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের সামনে নতিস্বীকার করা ছাড়া কোনও উপায় ছিল না ইংল্যান্ডের।

BCCI India ECB England
Advertisment