Gambhir's controversy with Dhoni and Kohli: ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের এখন সময়টা ভালো যাচ্ছে না। তিনি দায়িত্ব নেওয়ার পরই বারবার ভারতীয় দল হেরেছে। আর, তাতেই গম্ভীরের কোচিংয়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তনরা সমালোচনা করছেন গম্ভীরের। সংখ্যাটা ক্রমশই বাড়ছে। তাতেই জানা যাচ্ছে যে গম্ভীরের ব্যবহার নাকি ভালো না। অনেকের সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ খারাপ। অতীতে মাঠের মধ্যে খেলার আবেগে এমন অনেক ঘটনা ক্রীড়াবিদদের জীবনে ঘটে থাকে। কিন্ত, এবার শোনা যাচ্ছে যে গম্ভীর নাকি সেই সব ঘটনার রেশ বয়ে বেড়ান। কখনও সেগুলো ভোলেন না। আর, তাতেই প্রশ্ন উঠেছে, বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ। এই দলেরই কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক একটা সময় বেশ খারাপ ছিল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনির সঙ্গেও গম্ভীরের সম্পর্ক নাকি তিক্ত হয়েছিল। এখন সেই সব সম্পর্ক কেমন আছে? বিশেষ করে কোহলির সঙ্গে? কারণ, কোহলি এখনও ভারতীয় দলে খেলছেন।
ব্যাপারটা যিনি খোলসা করেছেন, তিনি হলেন গম্ভীরের ছেলেবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ। একটা সময় গম্ভীরের সতীর্থ মনোজ তিওয়ারির অভিযোগ, গম্ভীরের পিআরটা মারাত্মক। ওঁর ইমেজ ক্লিন করার জন্য ও বিভিন্ন লোকেদের দিয়ে ওঁর সম্পর্কে নানা ভালো কথা বলান। সঞ্জয় ভরদ্বাজও সেভাবেই গম্ভীরের হয়ে মুখ খুললেন কি না, তা সময়ই বলবে। তবে সঞ্জয় এক পডকাস্টে বলেছেন, 'গৌতম কখনও কাউকে অপছন্দ করেননি। এটাই সত্য। লোকেরা বলে ও ধোনিকে পছন্দ করে না। বিরাট কোহলিকেও নাকি পছন্দ করে না। কিন্তু, সত্যিটা হল যে ও কাউকেই অপছন্দ করে না। ও কেবল কিছু কাজ পছন্দ করে এবং অপছন্দ করে। এমনিতে কারও বিরুদ্ধে গৌতমের ব্যক্তিগত ক্ষোভ নেই।'
দু'জনেই দিল্লির খেলোয়াড়। কোহলি আর গম্ভীর তাই অনেক আগে থেকেই পরিচিত। দুজনেই রঞ্জি ট্রফিতে একই দলে খেলেন। দেশের হয়েও একই দলে খেলেছেন। ২০০৯ সালে, যখন কোহলি ভারতের হয়ে তাঁর প্রথম সেঞ্চুরি করেন, গম্ভীর তখন তাঁকে তাঁর 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পুরস্কার কোহলির হাতে তুলে দিয়েছিলেন। তবে, একসঙ্গে বিশ্বকাপ জেতার পরই কোহলি আর গম্ভীর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। ২০১৩ আইপিএলের সময়, তাঁদের মধ্যে তীব্র বিবাদ হয়। ১০ বছর পর, ২০২৩ সালের আইপিএলের সময়ও নবীন উল হক ইস্যুতে গম্ভীর ও কোহলি পরস্পরের সঙ্গে ফের বিবাদে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন- পনির খেয়েই মাঠে নামছেন কিং কোহলি! দিল্লিতে ইতিহাস গড়া রঞ্জি ম্যাচে ফাঁস ডায়েট-রহস্য
আবার ২০০৪ সালে ইন্ডিয়া এ সিরিজের সময় ধোনি আর গম্ভীর রুমমেট ছিলেন। সেই গম্ভীরই ধোনির ছক্কা হাঁকানোর ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, 'একটা ছক্কা কিন্তু, আমাদের বিশ্বকাপ জেতায়নি।' এই সব ব্যাপারেই মুখ খুলেছেন গম্ভীরের ছেলেবেলার কোচ। ভরদ্বাজ বলেছেন, 'আমার সঙ্গে এসব নিয়ে গম্ভীরের কথা হয়েছে। ও আমাকে বলেছে, স্যার আমি কি কখনও কারও বিরুদ্ধে বলেছি? কারও বিরুদ্ধে কিছু করেছি? কখনও করিনি। আসলে, গম্ভীর সবসময় দলের জন্য লড়াই করে। নবীন উল হক ওঁর দলে ছিল। তাই ও নবীনের হয়ে মুখ খুলেছে। সেটা কোহলি না হয়ে অন্য কেউ হলেও ও করত। গম্ভীরের বক্তব্য, নবীন আমার দলের ছেলে। গম্ভীর সবসময় দলকে পরিবারের মত দেখে। দলের সমস্যাকে নিজের সমস্যা বলে মনে করে। তাই ও নবীনের পাশে দাঁড়িয়েছে। কিন্তু, সেসব স্রেফ মাঠের মধ্যেই। ও মাঠের ব্যাপার মাঠেই রেখে আসে।'