Kohli’s Delhi diet for Ranji Trophy: বিসিসিআইয়ের নির্দেশে রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করেছেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। প্রথম দিনই তাঁকে নিয়ে কোটলা স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। এবার অনুরাগীদের নজরে রঞ্জি ট্রফিতে বিরাটের ডায়েট। বিভিন্ন সূত্রে গিয়েছে, বিরাট ম্যাচের আগে কড়ি চাল খেয়েছেন। খেলার দিন খেয়েছেন চিলি পনির। ডিডিসিএ-র শেফ সঞ্জয় ঝা বলেছেন যে বিরাট কোহলি আগে চিলি চিকেন পছন্দ করতেন। কিন্তু, এবার তিনি চিলি পনিরের অর্ডার দিয়েছেন।
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ডিডিসিএ) গত ২০ বছর ধরে রাঁধুনি বা শেফের দায়িত্ব পালন করছেন সঞ্জয় ঝা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলের বিরুদ্ধে দিল্লির রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনে বিরাটের দুপুরের খাবারের মেনু কী ছিল, তা জানতে সঞ্জয়ের দ্বারস্থ হয়েছিলেন সাংবাদিকরা। তারপরই চিলি-পনিরের কথাটা সামনে আসে। এই ব্যাপারে সঞ্জয় ঝা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'ও আগে চিলি-চিকেন খুব পছন্দ করত। কিন্তু, আজ ও আমাকে চিলি-পনির রান্না করতে বলেছে।'
সঞ্জয় ঝা বলেন, 'গতকাল অনুশীলনের পর ও নিজেই আমার কাছে এসেছিল। ও ছোট থেকেই এখানে আমার কাছে খাচ্ছে। এখন বিরাট বড়মাপের মানুষ হয়ে গেছে। তারপরও দেখলাম আমার নামটা ওঁর দিব্যি মনে আছে। বলল, সঞ্জয়জি আমাকে কড়ি-চাল বানিয়ে দেবেন। অনুশীলনের পর গত দুই দিন ধরেই ও আমার কাছে কড়ি-চাল বানিয়ে দেওয়ার অনুরোধ করছিল।'
কোহলি ১২ বছর পর রঞ্জি ম্যাচে খেলছেন। ১৪ বছর পর কোটলার অরুণ জেটলি স্টেডিয়ামে খেলছেন। আর, তাতেই স্টেডিয়ামে অভূতপূর্ব দর্শক দেখল কোটলা। ডিডিসিএ সচিব অশোককুমার শর্মা বলেছেন, প্রথম দিনে যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তারপর অ্যাসোসিয়েশন দর্শকদের জন্য আরও গ্যালারি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে শর্মা বলেন, 'আমরা ঠিক করেছি যে দর্শকদের জন্য মহিন্দর অমরনাথ গ্যালারিও খুলে দেব। আগামী দুই দিন ওই গ্যালারি দর্শকদের জন্য খোলা থাকবে। আমরা ভেবেছিলাম, বোধহয় ১০ হাজার দর্শক হবে। কিন্তু, এ তো দেখছি প্রচুর দর্শক হয়েছে। আমরা চাইব, কোহলি দিল্লি প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এও খেলুক।'
আরও পড়ুন- ভারতীয় দলে ব্রাত্য তারকারই এবার হ্যাটট্রিক, ঝড় উঠল রঞ্জিতে
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন দর্শকদের বিনামূল্যে রঞ্জি ম্যাচ দেখতে দিচ্ছে। প্রথমে ঠিক ছিল, দর্শকদের জন্য ১৬ এবং ১৭ নম্বর গেট খোলা থাকবে। কিন্তু, ভিড় বাড়ায় ডিডিসিএ ১৮ নম্বর গেটও খুলে দেয়। পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। ভিড় সামলাতে লাঠিচার্জ করার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।